You are viewing a single comment's thread from:

RE: Life will always go on! অপরিবর্তিত সত্য!

in Incredible India2 months ago

আজকে দুপুরেই আপ্নার দিদির একমাত্র মেয়ের হহঠাৎ মৃত্যু নিয়ে লেখাটা পড়েছিলাম ।পড়ার পরে খানিকটা সম্ভিত হয়ে ভাবতেছিলাম এমন মৃত্যুতো সাধারণত একটু বেশি বয়সের মানুষের হয়ে থাকে ।তবে মৃত্যু যেকোন সময় যেকোন মানুষের কাছে আসতে পারে এটা ভেবে নিজেকে বুঝিয়েছিলাম সেই সাথে আপনার দিদির মনের কথাও ভাবতেছিলাম কারন আমিও একজন মা।
আজকে আপনার দিদির শপিং মলের ছবিগুলো দেখে সত্যিই অবাক হয়ে গেলাম।কারণ সদ্য সন্তানহারা মায়ের এমন ছবি দেখতে আমার চোখ অভ্যস্থ নয় ।
কিন্তু একটু পরেই সেই সম্ভিতভাবটা কাটিয়ে উঠে তার মনের অবস্থাটা বুঝতে চেষ্টা করলাম।আসলে তার মনের ভেতরে যে ঝড় বয়ে চলেছে সেটা বোঝার ক্ষমতা আমাদের নেই।সেটা থেকে সে যদি এভাবে বের হওয়ার চেষ্টা করে তাহলে তাকে সাপোর্ট করাই উচিত ।
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপানারা দুজনেরই যেন এই শোক থেকে কিছুটা হলেও বের হয়ে আসতে পারেন যদিও জানি এটা প্রায় অসম্ভব ।
ভালো থাকবেন সবসময় ।

Sort:  
 last month 

Thank you so much , ma'am.