জুন মাসের টীম-১ এর নির্ধারিত কিছু নির্দেশনা এবং নিয়মাবলী।
প্রিয়,
স্টিমিয়ানস এবং কমিউনিটির সকল সদস্যবৃন্দদের উদ্দেশ্যে জানাতে চাই বর্তমান জুন মাসে আমাকে কিউরেশন টিম-১ এর অন্তর্ভুক্ত রাখা হয়েছে।
আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানতে চাই সকল নির্বাচন কমিটির সদস্যদের যারা আমাকে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ করে দিয়েছেন।
নতুন মাসের সাথে, আপনাদের সামনে তুলে ধরতে চলেছি বেশ কিছু পরিবর্তন, জুন মাসে যেটি টীম-১ দ্বারা নির্ধারিত করা হয়েছে।
পূর্ববর্তী মাসের ক্ষেত্রে আপনারা অনেকেই দেখেছেন একটি টীম গঠন করা হতো সর্বমোট ৭ জন সদস্যকে নিয়ে, এরপর সেটা কমিয়ে ৫ জনের করা হয়েছিল; কিন্তু গত মাস থেকে সেটা ৪ জন সদস্য দ্বারা গঠন করা হচ্ছে।
যে পরিবর্তনগুলো এবার করা হয়েছে:- |
---|
মোট সাতটি টীম গঠন করা হয়েছে।
প্রতিটি টীমে এখন পাঁচ জনের পরিবর্তে চার জন সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়েছে প্রতি সপ্তাহে কিউরেশনের এর জন্য।
পূর্বেই উল্লেখিত যে, এই মাসে আমি নির্বাচিত হয়েছি টীম-১ এর জন্য। যেটি পরিচালনা করবে স্টীম কিউরেটর০৪ এর একাউন্ট।
কাজেই টীম পরিবর্তনের সাথে সাথে সহকর্মী এবং কাজের ধরনের বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।
সেগুলোই আজকে আপনাদের মাঝে তুলে ধরছি, অনুরোধ লেখাটি মনোযোগ সহকারে পড়বেন, যাতে সঠিক নিয়ম পালনের মাধ্যমে আপনাদেরকে সমর্থন দিতে সমর্থ থাকে গোটা টিমের সদস্যরা।
নিয়মাবলীর পূর্বে, আপনাদের জ্ঞাতার্থে রইলো সমস্ত সদস্যদের বিশদ বিবরণ যারা জুন মাসের টীম-১ এ রয়েছেন। সাথে উল্লেখিত করা হলো তাদের দেশের নাম।
টিম -১ এর নামের তালিকা |
---|
ইউজার নাম | দেশের নাম | ডিসকোর্স আইডি | ক্লাব |
---|---|---|---|
@kouba01 | টিউনিসিয়া (Tunisia) | kouba01#2216 | ১০০ |
@pandora2010 | ভেনেজুয়েলা(Venezuela) | pandora2010#8139 | ৭৫ |
@sduttaskitchen | ভারত(India) | sduttaskitchen#0792 | ৫০৫০ |
@ubongudofot | নাইজেরিয়া(Nigeria) | ubongudofot#9499 | ৭৫ |
|
---|
Following the guidelines stipulated by the @steemitblog team, our mission is to place creative and quality content, without distinction of labels, however, they must remain framed in the basic principles of quality mentioned below:
নির্ধারিত উল্লেখিত নিয়মাবলী স্টিমীট ব্লগ দ্বারা নির্ধারণ করা হয়েছে, কাজেই সৃজনশীল কাজের মাধ্যমে মানসম্পন্ন লেখাকে সম্মানিত করা হবে, নিম্নে সমস্ত নিয়মাবলী আপনাদের সুবিধার্থে দিয়ে দেওয়া হলো।
Post must be #steemexclusive.
- একমাত্র স্টিম এক্সক্লুসিভ পোস্ট সমর্থন পাবার যোগ্য।
The publication must be free of plagiarism.
Images used in posts must be free to use (Pixabay, pixels) and be properly referenced.
- সমস্ত লেখা এবং ছবি চৌর্যবৃত্তির আওতার বাইরে থাকতে হবে, যদি কোনো ছবি সোর্স এর মাধ্যমে ব্যবহৃত করা হয়;
তবে সেই ছবি সোর্স(কপিরাইট মুক্ত সোর্স জানবার লিংক) উল্লেখ করতে হবে যেটি অবশ্যই কপিরাইট মুক্ত হতে হবে।
Users must be free from voting bots.
- যেকোনো রকম বট (bot) ইউজার দের সমর্থনের বাইরে রাখা হবে। সমর্থনের পূর্বে সেটা যাচাই করে নেওয়া হবে লেখাটি বট বহির্ভূত কিনা?
The user must belong to one of the clubs #club5050, #club75 or #club100 (Ukrainians under consideration in terms of no clubs)
- যেকোনো একটি ক্লাব অনুসরণ বাধ্যতামূলক।(কেবলমাত্র ইউক্রেনের লেখক ও লেখিকাদের জন্য ক্লাবের বাধ্যকতা নেই, কারণ বর্তমানে দেশটির নাগরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আশাকরি সকলের জানা)।
All topics are eligible for support, both within and outside of any community.
- কেবলমাত্র বিভিন্ন কমিউনিটি নয় তার বাইরেও গুণমান সম্পন্ন লেখাকে এবং মন্তব্যকে সম্মানিত করা হবে সমর্থনের দ্বারা। প্রতিবারের মতো এবারও গোটা প্ল্যাটফর্মের যে কোনো হ্যাশ ট্যাগকে এই টীম সমর্থন জানাতে সক্ষম।
Posts should be at least 300 words in length. Exceptions may be made for exceptional posts with fewer words if they meet our standards of quality.
- লেখার শব্দ সংখ্যা নূন্যতম ৩০০ শব্দের হতে হবে, তবে যদি দেখা যায় কোনো পোস্টের মান খুবই উন্নত সেক্ষেত্রে এই নিয়মের বাইরে সমর্থন দেওয়া হবে, কম শব্দ সংখ্যা থাকলেও।
তবে অবশ্যই সেক্ষেত্রে পোস্টের অন্যান্য দিকগুলির গুণমান নিরীক্ষণ করে হবে।
Good comments must be related to the post, contributing or complementing, and must contain a minimum of 50 words, they will be eligible to receive preferential votes.
- প্রতিবারের ন্যায় এবারও গুণমান সম্পন্ন মন্ত্যবকে সমর্থন দেওয়া হবে, এবং শব্দ সংখ্যা অবশ্যই নূন্যতম ৫০ হতে হবে।
তবে গুনমানের বিচারেই মন্তব্য ১০% থেকে ১৫% সমর্থন পেতে সক্ষম।
It must not be an AI content
- এখন আমরা সকলেই এই বিষয়টি সম্পর্কে ওয়াকিবহল। কোনোরকম AI (নকল বুদ্ধিমত্তার সহায়তায় তুলে ধরা লেখা) সাথে Chatgpt এবং zerogpt যুক্ত লেখা সমর্থনের বহির্ভূত থাকবে।
দিন অনুসারে প্রতি সপ্তাহে team-১ এর সমর্থনের দিন তুলে ধরা হলো। কোন সদস্য সপ্তাহের কোন দিন পোস্ট কিউরেট করবে তার বিবরণ:- |
---|
|
|
|
---|---|---|
@ubongudofot | প্রথম সপ্তাহে | বৃহস্পতিবার |
@kouba01 | প্রথম সপ্তাহে | শুক্রবার |
@pandora2010 | প্রথম সপ্তাহে | শনিবার |
@sduttaskitchen | প্রথম সপ্তাহে | রবিবার |
|
|
|
---|---|---|
@pandora2010 | দ্বিতীয় সপ্তাহে | সোমবার এবং বৃহস্পতিবার |
@sduttaskitchen | দ্বিতীয় সপ্তাহে | মঙ্গলবার এবং শনিবার |
@kouba01 | দ্বিতীয় সপ্তাহে | বুধবার এবং রবিবার |
@ubongudofot | দ্বিতীয় সপ্তাহে | শুক্রবার |
|
|
|
---|---|---|
@kouba01 | তৃতীয় সপ্তাহে | সোমবার এবং বৃহস্পতিবার |
@sduttaskitchen | তৃতীয় সপ্তাহে | মঙ্গলবার এবং শনিবার |
@ubongudofot | তৃতীয় সপ্তাহে | বুধবার এবং রবিবার |
@pandora2010 | তৃতীয় সপ্তাহে | শুক্রবার |
|
|
|
---|---|---|
@sduttaskitchen | চতুর্থ সপ্তাহে | সোমবার এবং বৃহস্পতিবার |
@ubongudofot | চতুর্থ সপ্তাহে | মঙ্গলবার এবং শনিবার |
@pandora2010 | চতুর্থ সপ্তাহে | বুধবার এবং রবিবার |
@kouba01 | চতুর্থ সপ্তাহে | শুক্রবার |
|
|
|
---|---|---|
@ubongudofot | পঞ্চম সপ্তাহে | সোমবার এবং বৃহস্পতিবার |
@kouba01 | পঞ্চম সপ্তাহে | মঙ্গলবার এবং শনিবার |
@pandora2010 | পঞ্চম সপ্তাহে | বুধবার এবং রবিবার |
@sduttaskitchen | পঞ্চম সপ্তাহে | শুক্রবার |
ক্লাব | ভোটের শতাংশ |
---|---|
ক্লাব৫০৫০ | ৩০% |
ক্লাব৭৫ | ৪০% |
ক্লাব১০০ | ৫০% |
কমেন্ট | ১০%-১৫% |
তবে লেখার মান যদি উন্নত না হয় সেক্ষেত্রে ভোটের শতাংশ কমতে পারে, আর উন্নত থাকলে উপরিউক্ত শতাংশের সমর্থন পাওয়া সম্ভব।
|
---|
https://www.steemcryptic.me/club5050
উপরিউক্ত লিংকটি ব্যবহার করুন।
|
---|
#ক্লাব ৫০৫০ ক্ষেত্রে আপনাকে ৩০ দিন আপনার অর্জিত স্টিমের অর্ধেক বা তার অধিক পাওয়ার আপ করতে হবে, বাকিটা আপনি ব্যয় করতে পারেন। যারা ক্লাব৫০৫০ হ্যাশ ট্যাগ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এক মাসের লেনদেন দেখা হয়। মানে আপনি আপনার অর্জিত স্টিম এর অর্ধেকাংশ পাওয়ার আপ করেছেন কিনা।
ঠিক তেমনিভাবে যেসকল ইউজার #ক্লাব৭৫ ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে বিষয়টি হয় ৬০ দিনের এবং এক্ষেত্রে দেখা হয় দুমাসে ইউজার তার অর্জিত উপার্জনের ৭৫ শতাংশ পাওয়ার আপ করেছেন কিনা। বাকি ২৫ শতাংশ তারা খরচে সক্ষম।
অন্তিম ক্লাব হলো #ক্লাব১০০, এক্ষেত্রে ইউজারের ৯০ দিনের transaction check করা হয়, এবং ক্লাব১০০ হ্যাশ ট্যাগ ব্যবহারকারী ইউজারদের তিনমাসের উপার্জিত সমস্ত স্টিমকে তারা পাওয়ার আপ করেছেন কিনা সেটা দেখা হয়ে থাকে সমর্থনের আগে।
কাজেই সঠিক হ্যাশ ট্যাগ ব্যবহার অত্যন্ত আবশ্যকীয়, এবং ভালো হয় ক্রমাগত সাপ্তাহিক পাওয়ার আপ করে লিংকের সহায়তা নিয়ে নিজের ক্লাব সম্পর্কে সচেতন থাকা।
|
---|
https://smallseotools.com/plagiarism-checker/
https://smallseotools.com/plagiarism-checker/
|
---|
(বাংলা বাদে) ইংরিজি এবং অন্যান্য ভাষার ক্ষেত্রে:-এই লিংক ব্যবহার করুন
বাংলা লেখার ক্ষেত্রে :-
এই লিংকটি ব্যবহার করুন
উপরিউক্ত বিষয়গুলো মনোযোগ দিয়ে পড়বার অনুরোধ রইলো, সাথে সেগুলো মেনে চলবেন এই আশা রাখছি। নিজেদের লেখা উল্লেখিত লিংক দ্বারা দেখে নেবেন তাহলে অনেক সমস্যা এড়াতে সক্ষম থাকবেন।
ধন্যবাদান্তে,
@sduttaskitchen(founder and admin)
The Incredible India Community
|
---|
|
---|
|
---|
Incredible India Community twitter link
|
---|
Incredible India Community instagram link
আপনার আজকের সম্পূর্ণ লেখাটিতে কিউরেটর সমর্থন পাওয়ার সকল নিয়মাবলী সীমাবদ্ধ রয়েছে। আমি মনে করি এই লেখাটি আমার জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি সকল স্টিমিয়ানের জন্য ও গুরুত্বপূর্ণ।
কিউরেটর সমর্থন পাওয়ার জন্য এই নিয়মগুলো আমার জন্য ফলপ্রসু হবে। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ও সুস্পষ্ট একটি দিকনির্দেশনা মূলক লেখা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
আপনার পোস্টে যে নিয়মাবলী গুলো আপনি আজকে,, আমাদের সাথে শেয়ার করেছেন !আমাদের প্রত্যেকেরই উচিত! সেগুলো সঠিকভাবে মেনে আমাদের কাজ করা।
কারণ আমি একটা জিনিস লক্ষ্য করেছি! আমি যেদিন থেকে আপনাদের সাথে কাজ করা শুরু করেছি! সেদিন থেকেই আমি অনেক কিছু শিখতে পেরেছি,, বুঝতে পেরেছি! এবং আপনি সবসময় আমাদের ভালোর জন্যই,, আমাদেরকে অনেকগুলো দিকনির্দেশনা দেখিয়েছেন।
অসংখ্য ধন্যবাদ,, এই নিয়মাবলী গুলো এত সুন্দর করে আমাদের সাথে উপস্থাপন করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল! ভালো থাকবেন।
ধন্যবাদ ম্যাম,নতুন কিছু তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য।
আপনার এই পোস্টে আপনি সমস্ত কিছু খুব সুন্দর ভাবে উল্লেখ করেছেন। আমাদের লেখা সঠিক হয়েছে কিনা সেগুলো চেক করার জন্য , এমনকি আমাদের ক্লাব সঠিক আছে কিনা সেটার চেক করার লিংক আপনি দিয়ে দিয়েছেন। আশা করছি প্রত্যেক ইউজার এই পোস্টটি মন দিয়ে পড়বেন এবং নিজেদের লেখা ও ক্লাব নিজেরাই চেক করতে পারবেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য, যেটির মাধ্যমে আমাদের সমস্ত কিছুই সঠিক ভাবেই করা সম্ভব। ভালো থাকবেন।
Your post has been rewarded by the Seven Team.
Support partner witnesses
We are the hope!
জ্বী দিদি আমরা সকলেই আপনার দেয়া গাইডলাইন মেনে চলবো। আপনি সাবলিল ভাষায় যে কথা গুলো আমাদের বুঝিয়েছেন তা আমাদের পালন করা আবশ্যক। আপনাকে অনেক ধন্যবাদ দিদি।
আপনার পোস্টে অনেক নতুন কিছু তথ্য সংক্রান্ত নিয়ামাবলী শেয়ার করেছেন ৷ আপনার এই গুরুত্বপূর্ণ নিয়মাবালী আমরা সবাই মেনে চলবো ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিদি ৷
ইউজারদের সামনে সঠিক নিয়ম-কানুন তুলে ধরে,
সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
জুন মাসের টীম-১ এ নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন জানাই। বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। প্রত্যেকটা টিমের মধ্যে এখন সাতজন নয় বরং চারজন করে রাখা হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আপনার আগামী পথ চলা যেন সুগম হয় এই দোয়া করি।