আজকের কবিতা :- উত্তর। Poetry- Answer!

in Incredible India27 days ago

1000025979.png

এই যাও.. যাও.. যাও বলছি এখান থেকে!
এতো কথা বলবে না! এতো প্রশ্ন করবে না!
নিজের কাজ করো! পড়া শেষ হয়ে গেলে টিভি দেখো! মোবাইল নিয়ে ভিডিও গেম খেল!

আজকাল প্রতিটি ঘরে পরিচিত এই কথাগুলো শুনতে পাওয়া যায়!

আগেও বলেছি গ্রামাঞ্চলে না হলেও শহরাঞ্চলে বেড়ে ওঠা অধিক পরিবারের ছুটির দিনে পরিবারে থাকা গুরুজনদের কাছ থেকে শিশুদের প্রশ্নের উত্তর স্বরূপ উপরিউক্ত কথাগুলোই শুনতে হয়।

এগুলোকে খানিক দায়সারা, অথবা এড়িয়ে চলা কথাই বলে, এগুলো তো শিশুদের জিজ্ঞাসার সদুত্তর নয়!

এরপর শিশুটি কথামত কাজ করলে, মনে মনে বলা বা...... বাহ্! এতো প্রশ্ন কোথা থেকে পায় কে জানে? শেষ হবার নাম নেই!

অথচ, আমরা নিজেদের ব্যস্ততার কারণে, একটি শিশুকে শুধু তার জিজ্ঞাসার থেকে দূরে ঠেলে দিলাম তাই নয়;
সাথে তাকে এমন কিছুর আসক্তি ধরিয়ে দিলাম, যেটা নিয়ে ভবিষ্যতে, এই গুরুজনেরাই অভিযোগ করতে বসবেন।

  • সারাদিন মোবাইল! পড়তে বসবে কখন?
  • সামনেই পরীক্ষা! কি দেখো সারাক্ষণ মোবাইলে?
  • ওইসব খেলা খেলে, ভিডিও দেখে কোনো ভবিষ্যত হবে?
বাচ্চাটির দোষ কোথায় এখানে বলতে পারেন?

নিজেদের শৈশবের মত করে কি এখনকার শিশুরা বেড়ে উঠতে পারছে?
একেবারেই নয়!
শহরের বন্দী আবাসনের চার দেয়ালের মাঝে হাতে গোনা কটা মুখ দেখে কি শিখবে আর কি বুঝবে এরা, তার উপরে যদি উত্তরে থাকে বিরক্তি!

তাই আজ মনে হলে উত্তরের বিরক্তি নিয়ে একটা কবিতা লেখার প্রয়াস করি!
জানেন আমাকে আজও কেউ কেউ ভারতে একটি খেলা, যার নাম কেবিসি (এটি একটি প্রশ্ন উত্তরের খেলা, যেখানে জেতা যায় টাকার অঙ্ক মেলা!)
ওই তার প্রশ্নগুলোর সৃষ্টিকর্তা বলে ক্ষেপানোর প্রয়াস করে।

কি জ্বালা! আরে প্রশ্ন আছে বলেই তো উত্তরের মূল্য! তাই তো নাকি? আজকে তাই কবিতার নাম দিয়েছি 👇

1000025911.jpg
(ঘরে বসে অস্তমিত সূর্যের আভায় উত্তরকে প্রশ্নের গুরুত্ব বোঝানোর প্রয়াস)

উত্তর

উত্তর শুধায়, হে প্রশ্ন!
তুমি কবে শেষ হবে?
প্রশ্ন হাসি কয় তব,
জানার অন্তিম লগ্ন যবে!

জানার ইচ্ছের হাত ধরে
আমি যাই আসি,
প্রশ্ন আর উত্তর সদাই,
চলে পাশাপশি।

তুমি, আমি রয়েছি একসাথে;
তাইতো, দেশ ও দশের সেবা
আজও মানুষের হাতে।

মাধ্যাকর্ষণ, গাছের প্রাণ,
প্রকৃতির অবদান!
আমি প্রশ্ন ছিলেম বলেই
উত্তরে সমাধান।

রোজ কত প্রশ্ন পাই!
সোজা, কঠিন, বাঁকা;
উত্তর না দিতে পারলে,
জানবে মগজ ফাঁকা!

যতদিন আমি, তুমি,
উন্নতি চলবে পিছু;
হারিয়ে গেলে প্রশ্ন,
এক্ পা এগোবে না কিছু!

কঠিন প্রশ্নের উত্তর
হয় সদাই শক্ত;
কিন্তু সঠিক হলে পরে
বাড়ে অনেক ভক্ত।

তাইতো আজও পৃথিবীতে
অনেকেই অমর;
সঠিক উত্তর খুঁজে,
জিতেছে সমর।

ভাবো তবে একবার
নিজেকে আমি ছাড়া!
অধরা থাকবে, আমি বিনা তুমি;
খুঁজবে তোমাকে যারা!

- সুনীতা দত্ত।

1000024838.jpg
1000024839.jpg
(গাছের প্রাণ আছে, গাছ আমাদের অক্সিজেন এর যোগান দেয় বিষয়গুলোর উত্তর প্রশ্নের হাত ধরেই পাওয়া)

এটা কখনও আপনাদের কারোর মাথায় এসেছে, যদি মানুষের মাথায় কোনো প্রশ্ন না আসতো তাহলে সত্যি অনেক সমস্যাই অধরা থেকে যেতো!

আধুনিক প্রযুক্তি, অঙ্কের, অক্ষরের, শব্দের আবিষ্কার ইত্যাদি;

কেনো আর কিভাবে
এই রকম একাধিক প্রশ্ন গুচ্ছ থেকেই উৎপত্তি!

  • পাখি আকাশে উড়তে পারলে মানুষ কেনো পারবে না?

  • কোনো বস্তু উপর থেকে সোজা নিচে কেনো নেমে আসে, কেনো উপরে চলে যায় না?

  • গাছের বৃদ্ধির কারণ কি? মানুষের মতো?
    এরকম লক্ষ কোটি প্রশ্ন কিছু মানুষকে উদ্বুদ্ধ করেছে বহুকিছু আবিষ্কার করতে।

কাজেই, কেউ কখনও প্রশ্ন করলে বিব্রত বা বিরক্ত না হয়ে, তার সেই প্রশ্নের সদুত্তর দেবার প্রয়াস করবেন।
বলা কি যায়? সেই উত্তরের মাধ্যমে নিজেরাও যে কিছু শিখতে পারব না!

জানবেন, উত্তর নামক শব্দ আবিষ্কৃত হতো না যদি তার আগে প্রশ্ন না থাকতো। তাই প্রশ্নকে কখনও অবহেলা না করে যত পারবেন জানার
ইচ্ছে শক্তিকে বৃদ্ধি করুন, বিরক্ত নয় বরঞ্চ প্রশ্নের সদুত্তর দেবার চেষ্টা চালিয়ে যান।

1000010907.gif

1000010906.gif

Sort:  
 26 days ago (edited)

আপনার এই কবিতাটা মাঝ রাতে ঘুম ভেঙে উঠেই পড়েছিলাম কিন্তু তখন কোন মন্তব্য করা হয় নাই। এখন সকালবেলা আবারও খুঁজে বের করলাম।
সত্যি বলতে একটা অন্য রকম লেখা পড়লাম।বাচ্চাদেরকে শুধু আমরা বলবো না আমি নিজেও অসংখ্যবার এধরনের কথা বলেছি ওদের প্রশ্নে বিরক্ত হয়ে। যদিও জানতাম যা বলতেছি এটা ঠিক না।
তবে এই কথার প্রেক্ষিতে যে এ'ধরণের চিন্তা করা যায় এটা আমি কখনো ভাবি নাই বা আমার পরিচিত কারো চিন্তাতেও আসতে দেখি নাই।
প্রশ্ন এবং উত্তর যে একে অপরের পরিপূরক এটা আপনার লেখার মাধ্যমেই আমার ভাবনাতে প্রথমবার আসলো।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা লেখার জন্য।
ভালো থাকবেন সবসময়।

TEAM 5

Congratulations! Your comment has been upvoted through steemcurator08.

Curated by : @sduttaskitchen
 26 days ago 

thank you so much, ma'am.

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Loading...

1000056888.png

Congratulations! This post has been upvoted through Curation Team#3. We support quality posts, and good comments anywhere and with any tags.

 25 days ago 

সকলে নিজেকে নিয়ে ব্যস্ত, সন্তানকে সময় দেওয়ার মতো সময় এখন আর বাবা মায়ের কাছে নেই। তারা হয়তো সত্যজিৎ রায়ের এই লাইন দুটোকে বিশ্বাস করে বসে আছেঃ

জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই।

আপনার কবিতাটা খুব সুন্দর হয়েছে। দুটো ভাষায় এরকম সমান দখল এবং সাবলীলতা আপনি ছাড়া আমার পরিচিত জনের মধ্যে আর জানা নেই।

 22 days ago 

মগজে আঘাত করা একটি কবিতা, সত্যি অসাধারণ।

প্রশ্ন আছে বলেই মানুষের মগজে জ্ঞানের প্রবেশ ঘটে। আপনি ঠিকই বলেছেন দিদি, প্রশ্ন এবং উত্তর একে অপরের পরিপূরক, আয়না স্বরুপ। একে অপরকে পথ দেখায়। প্রশ্ন থেকেই জ্ঞানের উদ্ভব ঘটে৷ যত প্রশ্নের উদ্ভব তত জ্ঞানের সূচনা। যে যত প্রশ্নের উত্তর দিতে জানেন সে তত জ্ঞানী।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 65302.82
ETH 3492.44
USDT 1.00
SBD 2.47