PRIZE DISTRIBUTION- For the second birthday of the community.

in Incredible Indialast month
1000025725.png
On the occasion of the community's
second birthday

I am here to distribute the reward as I promised to all my family members of

The Incredible India community
We celebrated the community's birthday on Wednesday.

Today, I am here to distribute rewards to those who not only joined us to celebrate the community's birthday through Hangout but also performed.

I will only be going to share rewards;
who regularly attend and value hangouts and tutorial classes.

As I always follow a proverb -
"All work and no play makes Jack a dull boy."

So today, I decided to reward those winners with a small amount of steem as a reward for their performance.

I feel fortunate and consecrated. Because all my moderators are so cooperative. Sharing the names, I would like to show my gratitude to all the moderators and co-admin;
Who bind their hands with me to assemble this comment contest triumphant.

Senior moderator and co-admin also sacrifice their booming support at various times;
so that users can get that support! They are an example of humanity.

Today, I want to say, guys!

I am proud of you all.

  • Now let me move on to the winners':-

Who not only consistently attended the hangouts but also performed their best.

Community's birthday celebration performers
Reward
1.@hasnahena(Hangout winner)2steem
2.@mdsahin111(Hangout winner)2 steem
3.@jahidul21(Hangout winner)2 steem
4.@isha.ish(Hangout winner)2 steem
5.@jakaria121(Hangout winner)2steem
6.@mukitsalafi(Hangout winner)2steem
7.@sabus(Hangout winner)2 steem
8.@rakibal(Hangout winner)2 steem
9.@baizid123(Hangout winner)2 steem
10.@shariarprottoy(Hangout winner)2 steem
11.@sayeedasultana (Hangout winner)2 steem
12.@tanay123 (Hangout winner)2 steem

Total Reward Passed

24 steem

IMG_20240518_001214.jpg

For me, hangouts and tutorials are equally significant for all users as various talented users get the opportunity to present them in front of us.

Besides that, through this entertainment, they can increase bonding with each other.
Lastly, I would adore admiring all those users who may not perform in the Hangout but always attend to us in the voice.
Today, being a founder and the admin of the community

I @sduttaskitchen show my love to all my moderators and all the members of the Incredible India family.

I hope, in the future, many more users will come forward and share their talents with us.
Congratulations to all the winners.🏆



The prize was distributed among all winners

1000025728.jpg
1000025730.jpg

I hope next time, I will be capable of counting additional users to distribute the reward. Though the amount is not so high,
That is all I can afford!
I expect those who won will accept this small gratitude gladly.



OUR QUICK DELEGATION LINK:-

Sort:  
 last month 
  • ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার কথা মতো ২য় জন্মদিন উপলক্ষে কমিউনিটির সদস্যদের উপহার দিয়েছেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। উপহার পেতে সকলেই খুব ভালোবাসে তাই স্বাভাবিকভাবে আপনার কাছ থেকে উপহার পেয়ে আমিও ভীষণ খুশি।

  • তবে উপহার দেওয়ার বিষয় কিছুটা বিপরীতমুখী হওয়া উচিত ছিলো কারন সাধারণত যার জন্মদিন তাকেই সকলে উপহার দিয়ে থাকে। যেহেতু এটা ছিলো আমাদের কমিউনিটির জন্মদিন, তাই সকলে মিলে পরিশ্রম করে কমিউনিটিকে আরও উচ্চস্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করাটাই হবে আমাদের তরফ থেকে Incredible India প্রতি সবচেয়ে বড় উপহার। জানি না কতটুকু করতে পারবো তবে সাধ্যমতো চেষ্টা করবো। ❤️ ভালো থাকবেন।

TEAM 5

Congratulations! Your comment has been upvoted through steemcurator08.

Curated by : @sduttaskitchen
 last month 

Thank you, our Honourable Ma'm🙏

 last month 

কমিউনিটির দুই বছর পূর্ণতা হলো আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল। কমিউনিটিতে যুক্ত হয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং নিজের ব্যক্তিগতভাবে বলব আমাদের অনেক কিছু শেখার আছে এখনো এবং ভবিষ্যতে কমিউনিটির সদস্যদের সাথে একসাথে অনেক বছর ধরে পথ চলার আছে এবং অনেক কিছু শিখবো ইনশাল্লাহ।

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

 last month 

প্রথমেই বলতে চাই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত বোধ করছি। পুরো পোস্টটিতে ম্যামের আমাদের প্রতি ভালোবাসা যেভাবে প্রকাশিত হয়েছে তা সত্যি অন্তর ছুঁয়ে যাওয়ার মতো।আর সত্যি কথা মডারেটর, কো-এডমিন এনাদের প্রচন্ড পরিশ্রম ও ত্যাগ আমরা সব সময় দেখছি। তাদেরকে ও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই।

সাধারণত এ সময় আমি কখনো অনলাইনে আসি না। কিন্তু আজকে হঠাৎ এসে পুরস্কার পাওয়ার বিষয়টি দেখে খুবই ভালো লেগেছে। যতবারই ম্যাম তার ভালোবাসা প্রকাশ করেন বিভিন্নভাবে তাতো বারই আসলে নিজের কাজ নিয়ে কুণ্ঠিত হয়ে পড়ি। কিভাবে আরো ভালো কাজ করা যায় সে চিন্তাতেই পড়ে যাই।😔

এডমিন ম্যাম কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলকে পুরস্কৃত করার জন্য। আর আমরা যাতে ভালো-মন্দে,সুখে-দুখে একসাথে কাজ করে যেতে পারি এই কামনাই করছি।

 last month 

কমিউনিটির দুটি বছর পূর্ণ হল। আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখতে দেখতে অবশেষে দুটি বছর অতিক্রম করে আগামী পথ চলা আবারও শুরু। ইনশাআল্লাহ এভাবে আরও বছরের পর বছর অগ্রসর হোক আমাদের এই কমিউনিটি সকলকে নিয়ে।

ধন্যবাদ জানাই বিজয়ীদের মধ্যে আমাকে নির্বাচিত করার জন্য। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তাদের মূল্যবান সময় অতিবাহিত করে দুটি বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য।

সর্বোপরি অনেক অনেক দোয়া রইল এবং ভালোবাসা রইলো, সকলেই যেন হাত ধরে আরো অনেক দূর অগ্রসর হতে পারি। সকলের মঙ্গল কামনা করে এখানেই সমাপ্ত 🥳

 last month 

যারা যারা কমিউনিটির জন্মদিন উপলক্ষে ভালো পারফরম্যান্স করে প্রাইজ পেয়েছেন তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক মিস করলাম আসলে খুব ব্যস্ততার কারনে ইদানীং হ্যাংআউটে অংশ গ্রহণ করতে পারি না।ভালো থাকবেন সকলে

 last month 

অসংখ্য ধন্যবাদ ম্যাম। কমিউনিটির ২বছর উপলক্ষে হ্যাংআউটে অংশগ্রহণকারী সদস্যদের উপহার দিয়েছেন যা সকলকে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করবে আশা করি।
খুব অল্প সময় কমিউনিটির সাথে যুক্ত থাকলেও এই কমিউনিটির হাত ধরে যেতে চাই অনেক দূর। আশা করি কমিউনিটির এক যুগ পূর্তিতেও যেন উপস্থিত থাকতে পারি।
একটি মজার বিষয় হচ্ছে, ২দিন আগে কমিউনিটির জন্মদিন ছিল আর আজ আমার জন্মদিন। কমিউনিটি থেকে পাওয়া এটি আমার প্রথম পুরষ্কার। যা আমার কাছে জন্মদিনের গিফটও বটে।
Incredible India কমিউনিটির জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

 last month (edited)

আমরা হয়তোবা কমিউনিটিকে তেমন কিছু দিতে পারি না । তবে কমিউনিটি আমাদের জন্য যেসবগুলো উদ্যোগ নিয়ে থাকেন প্রশংসার যোগ্য। আমি ধন্যবাদ জানাই অ্যাডমিন ম্যাডামকে আমাকে উইনিয়ারদের ভিতরে রাখার জন্য।

ইনশাল্লাহ আমি যেভাবে যুক্ত হয়েছি এভাবেই যুক্ত থাকতে চাই এবং সর্বদাই কমিউনিটের পাশে দাঁড়াতে চাই। আমার কাছে এটা ২ স্টিম নয়,২০০০ স্টিমের সমান।

Loading...
 last month 

ম্যাম আমরা সকলে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আপনার মতো ধৈর্য্যশীল একজন মানুষ সত্যি আমাদের জন্য গর্বের বিষয়। কেননা আমাদের অনেক কিছুই প্রতিনিয়ত আপনি সহ্য করে আসছেন। তবুও আমাদের নিয়ে আপনি অনেক আশাবাদি। কমিউনিটির জন্মদিন উপলক্ষে আপনাকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা।

আমরা সকলে মিলে একটি পরিবার। আমাদের পরিবারের প্রধান আপনি। আপনার দেখানো পথে আমরা সবাই চলছি, ইনশাল্লাহ্‌ ভবিষ্যতেও চলবো। ভালো থাকবেন ম্যাম। আপনার ভবিষ্যত সফলতা কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 65826.04
ETH 3521.87
USDT 1.00
SBD 2.49