You are viewing a single comment's thread from:

RE: Better Life with Steem|| The Diary Game||26 November 2024||

in Incredible India19 days ago

@muktaseo খুব বেশি হাতে সময় আমিও পাই না, তাই লেখা পড়া হলেও মন্তব্যের বিশেষ সময় করে ওঠা তাও আবার সকলের ক্ষেত্রে বেশ কষ্টসাধ্য হয়ে যায়।

অনেকদিন বাদে আপনার লেখায় মন্তব্য করতে উপস্থিত হয়েছি, আর শুরুতেই অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত।

তবে আপনার চা পাতা ছাড়া অপরাজিতা ফুলের চায়ের রেসিপি আমাকে বেশ অবাক করেছে তার কারণ একদিকে আপনি স্বাস্থ্যের কথা বলে যদি আরেকদিকে চিনি খাওয়ান তাহলে সবটাই জলে গেলো!🤣
ওই চা যদি গ্রীন টি ব্যবহার করে করা যায় চিনি ছাড়া তাহলে বোধহয়, বেশ কার্যকর হতে পারে স্বাস্থ্যের জন্য।

যাইহোক, সেটা অন্য একটি লেখার বিষয়, আজকের যে বিষয়টি আপনার লেখায় তুলে ধরেছেন সেটা আমাকেও বেশ ভাবায় মাঝেমধ্যে।

সত্যি বলতে কোনো সুস্থ্য মানসিকতা বোধহয় অশান্তি, বিভাজন, সন্ত্রাস, ধর্ম বিরোধিতা ইত্যাদি নেতিবাচক বিষয়গুলোকে সমর্থন করেন না!

শান্তির রাস্তায় এগুলো সবচাইতে বড় বাঁধা বলে আমি মনে করি! প্রতিবাদের ভাষাও শান্তিপূর্ণ ভাবে সম্পাদন করা যায়।

আরও একটি প্রবাদ এই সুবাদের মনে পড়ল, আপনার উল্লেখিত বাজার দর দেখে!
রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়!

বর্তমান পরিস্থিতি যদি দেখেন তাহলে মানুষের দৈনন্দিন জীবনের অবস্থা খানিক সেই রকম হয়ে দাঁড়িয়েছে।

ভাবুন সেই মানুষগুলোর কি অবস্থা যারা দিন আনে দিন খায়! মন খারাপ হয়ে যায় বিষয়গুলো ভাবতে বসলে। ভালো থাকুন আর আশীর্বাদ ধন্য থাকুন সবসময়।

Sort:  
 19 days ago 

দিদি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেন ।এত বড় একটি মন্তব্য পেয়ে আমি সত্যিই অভিভূত হলাম। স্টিমিট প্ল্যাটফর্মে যুক্ত হবার পরে আমি এই প্রথম এত বড় একটি মন্তব্য পেলাম।

আমরা সকল কথা প্রকাশ করতে পারিনা , নীরবে চেয়ে দেখতে হয় সবকিছু। আমরা প্রথম বিশ্বযুদ্ধ দেখিনি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখিনি ,পলাশী যুদ্ধ দেখিনি, দেশভাগের যুদ্ধ দেখিনি, এমনকি ১৯৭১সালের মুক্তিযুদ্ধ দেখেনি তবে বর্তমান পরিস্থিতি আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে তাও বুঝতে পারছি না।

অপ্রিয় হলেও কথাগুলো সত্যি, আমরা সকলেই নিজের ক্ষমতার বড়াই করে দুর্বলের উপরে আঘাত করতে বেশি ভালোবাসি ।শুধু আমাদের দেশে নয় আরও বিশ্বের বিভিন্ন দেশ আজ রক্ত খেলায় মেতে উঠেছে। এই যুদ্ধ কবে শেষ হবে সেই অপেক্ষায়।

সুন্দর সাজানো শহর গুলো ভাড়ি ভাড়ি বোমার আঘাতে দুমড়ে যাচ্ছে ,হাজার হাজার শিশু জীবন এখানেই শেষ হয়ে যাচ্ছে ।আজ মানুষে মানুষের যুদ্ধ , হানাহানি, হিংসা ।তারা কি একবারও ভাবেনা? এই ছোট্ট শিশুটি এই সুন্দর পৃথিবী দেখা এখনো তার হলো না ।

রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগড়ার প্রাণ যায়!

বাস্তব একটা কথা বলেছেন।
আমার মত সাধারণ জনগণ সকলেরই একই প্রার্থনা থাকবে সৃষ্টিকর্তার কাছে যে, রাজার রাজার যুদ্ধ বন্ধ হোক উলু খাগড়ার প্রাণ ফিরে পাক।