You are viewing a single comment's thread from:

RE: নেদারল্যান্ডস কে হারিয়ে সুপার এইটে এক পা দিয়ে রাখলো বাংলাদেশ

in Incredible India3 months ago

কালকের সম্পূর্ণ খেলা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি। যখন ১৬০ রানের টার্গেট দেখলাম তখনই বুঝেছি আজকে বাংলাদেশের জেতার চান্স অনেক। বোলিং লাইনআপ বাংলাদেশের ভালো। কিন্তু ব্যাটিং এ বরাবরঅই কাঁচা। আর আমাদের ওপেনারদের নিয়ে তো কথাই নেই। এক ম্যাচে রান পেলে আগামী ১০-১৫ ম্যাচে আর খবর নেই। একমাত্র সাকিবই তার কন্সিসটেন্সি ধরে রাখতে সক্ষম। কাল একটি দূর্দান্ত ইনিংস খেলেছেন। ঈদের দিন নেপালের সাথে বাংলাদেশের ম্যাচ র‍য়েছে। আশা করি বাঙালীর ঈদের আনন্দকে দ্বিগুণ করে দিবে সেই ম্যাচটি জিতে। আপনার পোস্টটিতে খুবই সুন্দরভাবে বাংলাদেশের গত কালকের ম্যাচের বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

Sort:  
 3 months ago 

বাংলাদেশের ওপেনার সম্ভবত এবারের আসরের সব থেকে দুর্বল। যারা এখন অব্দি একটা ৩০+ রানের ওপেনিং জুটি করতে পারে নি। তার পরেও বাংলাদেশ জিতেছে বোলার দের কারণে। নেপাল কে হারিয়ে আমরা পরবর্তী মিশন শুরু করবো এটাই এখন চাওয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65792.35
ETH 2676.19
USDT 1.00
SBD 2.90