১০.৯৫৩ স্টিম পাওয়ার বৃদ্ধি

in Incredible Indialast year

IMG_20230411_172743.jpg

হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম/আদাব।
আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ।
আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি ।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগ লেখা শুরু করছি।
আলহামদুলিল্লাহ আজ ১৯ই রমজান ভালোভাবেই শেষ করতে পারলাম।
আজ ১৯ রোজার ইফতার শেষ করে এসে লিখতে বসেছি।

যখন আমি এই পোস্ট লিখতে বসেছিলাম তখন ঘড়ির কাঁটায় দিগে লক্ষ্য করলাম সন্ধা ৬ টা বেজে ৫৫ মিনিট। এখন আমি আপনাদের সকলের মাঝে একটি পাওয়ার আপ পোস্ট নিয়ে আসলাম। এটি আমার পাওয়ার আপ করার প্রথম পোস্ট। আমার ওয়ালেটে যে পরিমান লিকুইড স্টিম ছিল সম্পূর্ণ স্টিম পাওয়ার আপ করব।এই মুহূর্তে আমার ওয়ালেটে লিকুইড স্ট্রিম এর পরিমাণ ছিল ১০.৯৫৩ আমি সম্পূর্ণটাই পাওয়ার অফ করি।

আমরা যারা স্টিমিট এ কাজ করতে এসেছি তাদের সকলের জন্যই পাওয়ার আপ একটি গুরুত্বপূর্ণ কাজ। আমাদের মধ্যে যার ওয়ালেটে যত বেশি পাওয়ার থাকবে সে তার আইডির ভ্যালু ততো বেশি পাবে।আসলে এখানে সকলেরই একাউন্টের পরিচয় পাওয়া যায় তার স্টিম পাওয়ার এর মধ্য দিয়ে।
তাছাড়া এই ইস্টিমেট প্লাটফর্মে যদি কেউ ভালো কিছু আশা করে তাহলে তাকে অবশ্যই নিয়মিত পাওয়ার অফ করতে হবে। তাই আমরা সকলেই নিয়মিত পাড়া পর্ব।যাই হোক এখন আমরা আজকের মূল বিষয়ে ফিরে আসি।

আমার ওয়ালেটে যে পরিমান লিকুইড স্টিম ছিল আমি তার পুরোটাই পাওয়ার আপ করব কারণ আমি স্টিমিট প্লাটফর্মে একেবারেই নতুন তাই আমার আইডির পাওয়ার বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার অফ করার আগে আমার লিকুইড স্টিম এর পরিমাণ ছিল ১০.৯৫৩ স্টিম।এবং স্টিম পাওয়ার ছিল ১৭.৭৩৪।

IMG_20230411_124436.jpg

এখন পাওয়ার আপ করার জন্য আমি সর্বপ্রথম আমার ওয়ালেট এ প্রবেশ করব
ওয়ালেটে প্রবেশ করার পর ওয়ালেট লগইন করে নিব। ওয়ালেট লগইন করার পর দেখতে পাচ্ছি আমার ওয়ালেটে পাওয়ার আপ এর জন্য লিকুইড স্টিম এর পরিমাণ দেখাচ্ছে। এরপর আমি পাওয়ার আপ করার জন্য স্টিম এর ওপর ক্লিক করেছি

IMG_20230411_124556.jpg

তারপর যে ইন্টারফেস আসবে সেখানে power up সিলেক্ট করব।

IMG_20230411_124712.jpg

যেহেতু আমি আমার ওয়ালেটে থাকা লিকুইড স্টিম এর সম্পূর্ণটাই পাওয়ার অফ করব তাই এমাউন্টের ঘরের নিচে থাকা ব্যালেন্স ব্যালেন্স এ ক্লিক করব ব্যালেন্সে ক্লিক করার পর যে পরিমান লিকুইড স্টিম ব্যালেন্স ছিল সম্পূর্ণটাই ব্যালেন্সের ঘরে চলে আসলো।

তারপর নিচে থাকা power up লিখাটি ভেসে উঠলো, তারপর সেই power up অপশনে ক্লিক করবো

IMG_20230411_124823.jpg

এরপর ok অপশন আসবে এরপর ওকেঅপশন এ ক্লিক করে পাওয়ার আপ সম্পূর্ণ করতে হবে।

IMG_20230411_124907.jpg

আজকের মতো এখানেই শেষ করছি
সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন

সকলকে ধন্যবাদ

Sort:  
 last year 

হুম ভাই পাওয়ার আপ করা আমাদের একাউন্ট এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ৷ যত পাওয়ার আপ করবেন ততই আপনার একাউন্ট কে শক্তিশালী করে তুলতে পারবেন ৷

আপনার পাওয়ার আপ টি দেখে খুবই ভালো লাগলো নিজেকে অনেক উৎসাহিত লাগতেছে আমরা কবে পাওয়ার আপ করবো ৷

আপনি বেশ সুন্দর ভাবে পাওয়ার আপ এর বর্ণনা এবং নিয়মাবলি দিয়েছন খুবই ভালো লাগলো ৷ ধন্যবাদ ভাই আপনাকে ৷ আপনার জন্য শুভকামনা রইলো ৷

#miwcc

Loading...
 last year 

আমরা সবাই জানি আমাদের শরীরের শক্তি থাকলেই। আমরা অনেক বড় বড় কাজ সহজেই করতে পারব। ঠিক তেমনি আমাদের অ্যাকাউন্টের যদি পাওয়ার থাকে। তাহলে আমরা ওই জায়গায় অনেকদিন টিকে থাকতে পারবো।

আপনি আপনার একাউন্টে পাওয়ার আপ করেছেন, বিষয়টা দেখে বেশ ভালো লাগলো। এভাবেই একটু একটু করে এগিয়ে যান। ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভালো থাকবেন।

#miwcc

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68609.44
ETH 3824.89
USDT 1.00
SBD 3.63