আন্তর্জাতিক ক্রীড়া দিবস ও করোনা প্রতিরোধ কল্পে প্রতিরোধমূলক ব্যবস্থা অনুষ্ঠান

in Incredible Indialast year

🔭GcamHero_20230406_105725_🌄Pro Color by arafath Lmc (8.4).jpg

🔭GcamHero_20230406_110540_🌄Pro Color by arafath Lmc (8.4).jpg

হ্যালো বন্ধুর,

আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ /আদাব
আশা করি সকলেই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

প্রতিদিনের মতো আজকেও আপনাদের নিকট এসেছি নতুন একটি ব্লগ নিয়ে।আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৩ উপলক্ষে রেলি ও আলোচনা সভা,,করোনাভাইরাস প্রতিরোধ কল্পে প্রতিরোধমূলক ব্যবস্থা (মাক্স, হ্যান্ড স্যানিটাইজার, এন্টিসেপটিক সাবান, পালস অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার, থার্মাল স্ক্যানার),বিতরণ অনুষ্ঠানে আমার উপস্থিতি নিয়ে।

উক্ত অনুষ্ঠানটির আয়োজন করেন উপজেলা পরিষদ ভূরুঙ্গামারি কুড়িগ্রাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারি উপজেলার উপজেলা নির্বাহি অফিসার জনাব মোহাম্মদ দীপক কুমার দেবসর্মা মহোদয়, উপজেলা চেয়ারম্যান নুরনবী চৌধুরী খোকন মহোদয় , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডঃ মুহাম্মদ আবু সায়েম সাদ্দাম হোসেন স্যার মহোদয় , গ্রামারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ নুরুল ইসলাম স্যার মহোদয়। আরো উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারি উপজেলার সমাজসেবা ও যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সকলেই।

মূলত সেই অনুষ্ঠানে আমাকে ডাকা হয়েছিল আমন্ত্রিত অতিথি হিসেবে কারণ আমি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত আমার সংগঠনের নাম হচ্ছে ডোনেট ফর ভূরুঙ্গামারিযুব ফাউন্ডেশন বাংলাদেশ। এটি ভূঙ্গামারি উপজেলার সর্ব বৃহত্তর একটি স্বেচ্ছাসেবী সংগঠন করোনাকালীন সময় থেকে এই সংগঠনটি অসহায় মানুষ দের সেবায় নিজেদের সর্বত্র চেষ্টা করেছেন। সে কারণে সংগঠনের সভাপতি 2021 সালে জাতীয় ভলান্টিয়ার পুরস্কার পান। শুধু আমরাই নয় উক্ত অনুষ্ঠানে ভূরুঙ্গামারি বিভিন্ন স্থান থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল বিষয় ছিল খেলাধুলা বিষয়ক।

এবং তারপরে করোনাকালীন কাজ করা স্বেচ্ছাসেবক কর্মীদের এবং আরও বিভিন্ন সংগঠনের কর্মীদের হাতে সামান্য কিছু উপহার প্রদান করা হয়েছে। মাক্স হ্যান্ড স্যানিটাইজার এন্টিসেপটিক সাবান অক্সিজেন সিলিন্ডার, থার্মাল স্ক্যানার ইত্যাদি।

🔭GcamHero_20230406_110726_🌄Pro Color by arafath Lmc (8.4).jpg

🔭GcamHero_20230406_110713_🌄Pro Color by arafath Lmc (8.4).jpg

🔭GcamHero_20230406_111110_🌄Pro Color by arafath Lmc (8.4).jpg

সব শেষ এ আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডঃ মুহাম্মদ আবু সাঈদ সাদ্দাম হোসেন স্যার কে তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জন্য অক্সিজেন সিলিন্ডার উপহার দেওয়া হয় দীর্ঘদিন থেকে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন সিলিন্ডারের অভাব বোধ করছিলাম যার কারণে সাধারণ মানুষের চিকিৎসা পাচ্ছিল না।
🔭GcamHero_20230406_111952_⌛ IPHONE 14 PRO MAX BY GCAM HERO (AUTO) LMC8.4 R13.jpg

উক্ত অনুষ্ঠানে যোগদানের জন্য আমাদের সংগঠন থেকে আমারা চার জন মনোনীত হয়। আমারা চারজন সকাল দশ টায় উপস্থিত হয় উপজেলা হলরুমে আমরা সেখানে উপস্থিত হওয়ার কিছুক্ষণ পর অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়

আজ আর লিখছি না, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম। আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

ধন্যবাদ সাবাইকে

Sort:  
 last year 

এবং তারপরে করোনাকালীন কাজ করা স্বেচ্ছাসেবক কর্মীদের এবং আরও বিভিন্ন সংগঠনের কর্মীদের হাতে সামান্য কিছু উপহার প্রদান করা হয়েছে। মাক্স হ্যান্ড স্যানিটাইজার এন্টিসেপটিক সাবান অক্সিজেন সিলিন্ডার, থার্মাল স্ক্যানার ইত্যাদি।

এই যে আপনি বললেন সামান্য কিছু উপহার আসলে। আমার কাছে এটা মোটেও সামান্য উপহার নয়। কারণ করোনা কালীন সময়ে এই জিনিসগুলো পাওয়াটাও খুবই দুঃসাধ্যকর ব্যাপার ছিল। মার্কস তারপরে অ্যান্টিসেপটিক সাবান এগুলা আমরা অনেক খুজেছি কিন্তু পাইনি।

সব শেষ এ আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডঃ মুহাম্মদ আবু সাঈদ সাদ্দাম হোসেন স্যার কে তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জন্য অক্সিজেন সিলিন্ডার উপহার দেওয়া হয় দীর্ঘদিন থেকে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন সিলিন্ডারের অভাব বোধ করছিলাম যার কারণে সাধারণ মানুষের চিকিৎসা পাচ্ছিল না।

আসলে একটা হসপিটালে জন্য অক্সিজেন সিলিন্ডার কত বড় একটা গুরুত্ব পূর্ণ জিনিস। সেটা হয়তো বা একমাত্র রোগী এবং হসপিটালে থাকা ডাক্তাররাই অনুভব করতে পারে।

যাইহোক ওই হসপিটালে একটা অক্সিজেন সিলিন্ডার দিয়েছে। এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। যেটা দিয়ে অন্ততপক্ষে ওই এলাকার কিছু মানুষের উপকার হবে।

করোনা প্রতিরোধ প্রকল্পের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সে অনুষ্ঠানের অভিজ্ঞতার কথা। আপনি আমাদের সাথে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

Loading...

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66671.81
ETH 3087.26
USDT 1.00
SBD 3.68