ঈদের দিন বিকেলে বন্ধুদের সাথে আড্ডা

in Incredible Indialast year

JIT_20230422_135050_lmc_8.4.jpg

হ্যালো বন্ধুর,

আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ,
হিন্দু ধর্মালম্বী ভাই ও বোনদের জন্য আদাব,
এবং অন্যান্য ধর্মালম্বী ভাই ও বোনদের জন্য শুভকামনা রইল।
আশা করি সকলেই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে
এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।

প্রতিদিন এর মতো আজকেও আপনাদের নিকট এসেছি নতুন একটি ব্লগ পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ঈদ এর দিন বিকেল বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কিছু অভিজ্ঞতা।

আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আমার আজকের ব্লগ পোস্টটি।আমি আমার আগের পোস্টে বলেছিলাম ঈদের বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া নিয়ে পরবর্তী পোস্টে আলোচনা করব আজকে আপনাদের মাঝে সেই পোস্ট নিয়ে হাজির হচ্ছি।

আর দেরি না করে শুরু করছি আমার আজকের ব্লগ পোস্ট।

সেদিন আপনাদের মাঝে শেষ শেয়ার করেছিলাম ঈদের নামাজ শেষ করে দুপুরের দিকে বন্ধুদের সাথে আড্ডা দিতে যাওয়া পর্যন্ত কিন্তু আড্ডা দেওয়ার অভিজ্ঞতা শেয়ার করা হয়নি আজকে সেই আড্ডা দেয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব।

সেদিন বাড়ি থেকে বের হতে হতে প্রায় ৩.৩০ টা বেজে গিয়ে ছিল। বাড়ি থেকে বের হওয়ার পর এক বন্ধু কল করলো কল করে বলল আমরা সকলেই স্কুল মাঠে বসে আছি তুই তাড়াতাড়ি চলে আয় অনেকদিন সবাই একসাথে আড্ডা দেওয়া হয় না আজকে জমিয়ে আড্ডা হবে ঈদের ছুটিতে সবাই বাড়িতে এসেছি অনেক মজা হবে।

বন্ধুরাও এখন বিভিন্ন বিভিন্ন শহরে থাকে কেউ কেউ চাকরি করে কেউ কোম্পানির চাকরি করে কেউ সেনাবাহিনীতে আছে বাকি সবাই বিভিন্ন কলেজ ভার্সিটি পড়াশোনার কারণে ভিন্ন ভিন্ন শহরে। ঈদের ছুটিতে সবাই বাড়িতে এসেছে তাই সবারই মনে প্রচুর আনন্দ অনেকদিন পর আবার সবাই একসাথে হওয়ার আনন্দ।

তারপর সেই বন্ধুর কল পেয়ে আর দেরি না করে সামনে বাজারে গিয়ে অটোতে উঠি এবং কোথাও দেরি না করে সোজা স্কুল মাঠে চলে যাই। এবং সকল বন্ধুদের সাথে তাই মেতে উঠি।আড্ডার সময় এর সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এবং ছবি নিচে তার বিবরণ লিখে দেওয়া হল।

JIT_20230422_142216_lmc_8.4.jpg
এখানে দেখতে পাচ্ছি সবাই খুবই খুশি অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হয়েছে কে আবার গালে হাত দিয়ে কি যেন ভাবছে।
JIT_20230422_142143_lmc_8.4.jpg
এখানে দেখা যাচ্ছে বন্ধু হাফিজুর সেলফি নিচ্ছে এবং বাকিরা যে যার যার মত গল্পে ব্যস্ত কেউ আবার ফোন নিয়ে ব্যস্ত
JIT_20230422_141939_lmc_8.4.jpg
এরপর আমি সবাইকে একসাথে ছবি তুলে দেই।ছবিতে দেখা যাচ্ছে সবাই যখন ছবি ওঠার এক্সপ্রেশন নিচ্ছে তখন বন্ধু আলতাব তার গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করতে ব্যস্ত।
JIT_20230422_141705_lmc_8.4.jpg
আওবাই যে যার যার মতো বসে পরার পর আমার হাত থেকে বন্ধু শাকিল ফোন নিয়ে বলে তোরা বসেক আম ছবি তুলি।
JIT_20230422_141352_lmc_8.4.jpg

তারপর সবাই সহ স্কুল মাঠে যাই গিয়ে সেখানে বসার সময় এই ছবিটি তোলা।
JIT_20230422_135207_lmc_8.4.jpg

এসেই দেখি সবাই আমার জন্য অপেক্ষা করে বসে ছিলো তখন এই ছবিটি তোলা।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি
আর বেশি কিছু লিখছি না।
সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি

সকলকে ধন্যবাদ।

Sort:  
Loading...
 last year 

ঈদ মানেই আনন্দ আর ঈদে ঘুরাঘুরা তো অনেক মজার ব্যাপার ৷ আপনারা বেশ কয়েকজন ঘুরাঘুরি আড্ডা অনেক একটি সুন্দর মূহুর্ত অতিবাহিত হচ্ছে ৷

আসলে ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার নামই ঈদ ৷ সারাবছরের আপনাদের দুবার ঈদ হয় ৷

যাই হোক আপনাদেরদে অসংখ্য ধন্যবাদ ঈদ আনন্দে একটি সুন্দর মূহুর্ত আপনারা পার করেছেন ৷

#miwcc

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68609.44
ETH 3824.89
USDT 1.00
SBD 3.63