আমাদের আজকের ইফতার

in Incredible Indialast year

IMG_20230410_134008.jpg

হ্যালো বন্ধুর,

আসসালামুয়ালাইকুম ওরাহমাতুল্লাহ,
হিন্দু ধর্মালম্বী ভাই ও বোনদের জন্য আদাব,
এবং অন্যান্য ধর্মালম্বী ভাই ও বোনদের জন্য শুভকামনা রইল।

আশা করি সকলেই ভাল আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রতিদিন এর মতো আজকেও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ব্লগ পোস্ট নিয়ে। আজকের আমি আপনাদের শেয়ার করবো বন্ধুদের সাথে আমার ইফতার করার অভিজ্ঞতা এবং সেই ইফতার মাহফিলে তুলা কিছু ছবি।আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে আমার আজকেই পোস্ট টা।

প্রতি বছর রমজান মাসে আমরা সকল বন্ধুরা মিলে ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। এবছরও এটির আয়োজন করা হয়েছে। রমজানের ছুটিতে সকল বন্ধুবান্ধব রায় সকলের সাথে কথা বলে আজকের দিনটি কি আমাদের ইফতার মাহফিলের জন্য সিলেক্ট করা হয়েছে। শুধু এই বছর না প্রতি বছর রমজান মাসেই সবার সাথে আলোচনা সাপেক্ষে বিশেষ একটি দিন সেলেক্ট করে সকলেই একসাথে ইফতার করে থাকি। এবছর আমরা ১৫ জন এর মত ছিলাম।

আসর নামাজের পর বাড়ি থেকে বের হয় যেহেতু আমাদের ইফতার মাহফিলের জায়গা নির্ধারণ করা হয়েছিল আমাদের স্কুল মাঠে সেহেতু বাড়ি থেকে সরাসরি সেই স্কুল মাঠে গিয়ে অবস্থান করি মাঠে গিয়ে দেখতে পাই মোটামুটি সবাই চলে এসেছে আরো কিছু সংখ্যক বন্ধু তখনো আশার বাকি ছিল তারপর আমরা সবাই মিলে সেখানে গল্প করতেছিলাম এবং বাকিদের আসার অপেক্ষা করতেছিলাম আস্তে আস্তে দুই-একজন করে সকলেই চলে আসলো।

তারপর আমরা সকলের সাথে আলোচনা সাপেক্ষে ইফতারের যাবতীয় জিনিসপত্র কেনার জন্য বাজারের দিকে যায় আমাদের স্কুল মাঠ থেকে বাজার খুব কাছেই ছিল যার কারনে হেঁটে হেঁটেই চলে গেলাম বাজারে।

JIT_20230409_175446_lmc_8.4.jpg

JIT_20230409_175443_lmc_8.4.jpg

আমরা তিন চার জন বাজারে গেলাম আর বাকিদেরকে মাঠে রেখে গেলাম আমরা আমাদের বাজার শেষ করে আসতে আসতে যেন তারা ইফতারের জন্য সকল সরঞ্জাম রেডি করে রাখতে পারে। তাদের কাজ ছিল পানি নিয়ে আসা শরবত তৈরি করা ও ওয়ানটাইম থালি ক্লাসগুলো রেডি করে রাখ।

আর আমরা চলে গেলাম ইফতারের জিনিসপত্র কেনার জন্য জিনিসপত্র কিনতে গিয়ে দেখি বাজারে প্রচুর ভিড় ভিড়ের মধ্যে আস্তে আস্তে সকল জিনিসপত্র কিনে ফেললাম এবং জিনিসপত্রগুলো নিয়ে সেই স্কুল মাঠের দিকে রওনা হলাম সেখানে গিয়ে দেখতে পেলাম তারা পানি সহ সকল সরঞ্জাম রেডি করে রেখেছে তাই আর দেরি না করে আমরা ইফতার গুলো তৈরি করতে শুরু করে দিলাম যেহেতু ইফতারের সময় হয়ে এসেছিল আর বেশি সময় হাতে ছিল না তাই খুব তাড়াতাড়ি এটা তৈরি করার কাজ শুরু করে দিলাম সবাইমিলে।

JIT_20230409_182233_lmc_8.4.jpg

JIT_20230409_181235_lmc_8.4.jpg

JIT_20230409_180954_lmc_8.4.jpg

সবাই একসাথে কাজ করার কারণে অল্প কিছুক্ষণের মধ্যেই ইফতার তৈরি হয়ে গেল তারপর আমরা সকলেই সারিবদ্ধ ভাবে বসে বললাম এবং দুই-একজন সবার মাঝে ইফতার গুলো বিতরণ করে দিল ইফতার বিতরণ করা শেষের দিকে আযানের শব্দ শুনতে পেলাম সবাই ইফতার করে নিলাম।

JIT_20230409_182649_lmc_8.4.jpg

JIT_20230409_182532_lmc_8.4.jpg

আজকের মতো এখানেই শেষ করছি
সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন

ধন্যবাদ সকলকে

Sort:  
 last year 

Que bueno compartir buen post

Loading...
 last year 

আর আমরা চলে গেলাম ইফতারের জিনিসপত্র কেনার জন্য জিনিসপত্র কিনতে গিয়ে দেখি বাজারে প্রচুর ভিড় ভিড়ের মধ্যে আস্তে আস্তে সকল জিনিসপত্র কিনে ফেললাম এবং জিনিসপত্রগুলো নিয়ে সেই স্কুল মাঠের দিকে রওনা হলাম সেখানে গিয়ে দেখতে পেলাম তারা পানি সহ সকল সরঞ্জাম রেডি করে রেখেছে তাই আর দেরি না করে আমরা ইফতার গুলো তৈরি করতে শুরু করে দিলাম যেহেতু ইফতারের সময় হয়ে এসেছিল আর বেশি সময় হাতে ছিল না তাই খুব তাড়াতাড়ি এটা তৈরি করার কাজ শুরু করে দিলাম সবাইমিলে।

একে তো রমজান মাস, দ্বিতীয় বিকেল বেলা। ইফতারির দোকানে অবশ্যই ভিড় থাকবে এটাই স্বাভাবিক। তার পরেও আপনারা ধীরে ধীরে আপনাদের সমস্ত জিনিস কিনে নিলেন।

সবাই মিলে একসাথে কাজ করছিল। যার কারণে আপনাদের কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে গেল। এবং সবাই মিলে ইফতার করেছেন।

আসলে বন্ধুদের সাথে এই সময় গুলো না, খুবই স্মরণীয় হয়ে থাকে। আপনারাও প্রত্যেক বছরের মতো এবারও ইফতারির আয়োজন করেছেন। সে বিষয়গুলো আমাদের সাথে তুলে ধরেছেন।

আপনাদের ইফতার মাহফিলের গল্পটা পড়ে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।

#miwcc

 last year 

রমজান মাসে আপনাদের ইফতার করতেই হবে এটাই আপনাদের নিয়ম ৷ রোজা রেখে ইফতার করতে হয়ে ৷ সারাদিন রোজা থাকেন কিছু না খেয়ে অনেক কষ্ট করে রোজা দেন আল্লাহর ইবাদত করার জন্য ৷ রোজা শেষে ইফতার করেন সবাই মিলে অনেক আনন্দ হয় সবাই মিলে ইফতার করলে ৷

রোজা শেষ করে ঈদ আর ঈদে আপনারা সবাই নতুন জামা কাপর পজে ঈদ গা মাঠে প্রবেশ করবেন ভাবলেই খুব খুশি লাগে আর এটা খুশি লাগারই কথা ৷

#miwcc

মাশা-আল্লাহ ভাল লাগল।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66671.81
ETH 3087.26
USDT 1.00
SBD 3.68