Sort:  
 3 years ago 

আপনাকে দেখলাম আপনি যখন পোস্ট করেন তখন পোস্টের দিকে আপনার মনোযোগ থাকে না। বিশেষ করে আপনি একদিনে তিন থেকে চারটি করে পোস্ট করেন এগুলো কখনোই একজন ভালো লেখকের কাজ নয়।

আমি লক্ষ্য করে দেখলাম অন্য কমিউনিটিতেও আপনি পোস্ট করেন সেখানে গিয়েও দেখলাম আপনার লেখার কোন কোয়ালিটি নেই এবং অনেক বানান ভুল রয়েছে এবং সেন্টেন্স পূর্ণতা পায় না।

যদি কোন কিউরেটরের নজরে পড়ে যান তাহলে অবশ্যই এটা আপনার জন্য দুঃখজনক। সুতরাং আপনাকে এর আগেও সতর্ক করা হয়েছে এখনো বলা হচ্ছে মনোযোগ সহকারে লেখেন এবং যেকোনো এক জায়গায় স্থির হয়ে যান।

 3 years ago 

ঠিক আছে,পরবর্তীতে এরকম করে দেবো

আপনার কাছে প্রশ্ন করি দেখেন তো ইন্ডিকেট করা লেখাটি পূর্ণতা পেয়েছে নাকি? মানে আপনি লেখার সময় কখনো মনোযোগ রাখেন না যে আপনি কি লিখতেছেন।