Better Life With Steem | | The Diary Game | | 24 March, 2024

in Incredible India2 months ago (edited)

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি সবার প্রিয় কমিউনিটিতে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো:আমার গতদিনের কার্যলিপি নিয়ে।তাহলে বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক:

1711377533189.jpg

Edit by picsKit

আলহামদুলিল্লাহ প্রতিদিনের ন্যায় গতকালকেও সেহরির সময় ঘুম থেকে উঠে সেহেরি খেয়েছি। আল্লাহ তায়ালার কাছে অশেষ শুকরিয়া আদায় করি, তিনি যেন সুস্থভাবে সব রোজা রাখার তৌফিক দান করেন। সেহরি খেয়ে নামাজ পড়ে প্রতিদিনের মতোই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠতে মোটামুটি বেলা হয়ে গিয়েছিল। তবুও ঘুম থেকে উঠে নিজের জিনিসপত্র গুছিয়ে রেখে বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম।

IMG_20240324_090629.jpg

গতকালকে আমার ফোনের মেগাবাইট শেষ হয়ে গিয়েছিল। ফোনের মেগাবাইট কেনার জন্য আমাদের এলাকার এক দোকানে গিয়ে মোবাইলে টাকা রিচার্জ দিয়েছিলাম। দোকান থেকে আসার সময় মসজিদের দিকে খেয়াল করলাম ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার ঘরের কাজ তাড়াতাড়ি সম্পন্ন হচ্ছে দেখেও খুব ভালো লাগলো। বাসায় আসার পর তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে নিয়েছি। পরে গাড়ি বের করে প্রতিদিনের মতোই ল্যাবে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।

IMG_20240324_100729.jpg

আলহামদুলিল্লাহ সুস্থ হবে ল্যাবে পৌঁছে গিয়েছি। আল্লাহতায়ালা যেন এভাবে আমাকে ভালোভাবে গাড়ি চালানোর এবং দুর্ঘটনার হাত থেকে বাঁচানোর জন্য তৌফিক দান করেন। ল্যাবে পৌঁছে আমার যে, সকালের দৈনন্দিন কাজ সেগুলো আগে সেরে নিয়েছিলাম। পরে আমাকে প্রতিষ্ঠানের মালিক ডেকে একটি কাজ করতে বলেছিল। গতকালকে আমাদের প্রতিষ্ঠানের ফার্মেসির কিছু ইনজেকশন ইনসেপ্টা কোম্পানির কাছে অর্ডার দেয়া ছিল।

IMG_20240324_174720.jpg

সেই ইনজেকশন গুলো নিয়ে আসার জন্য আমাকে একটু পার্বতীপুর বাজারে যেতে বলেছিল। পরে ভাইয়ের কথামতো আমি ইনজেকশন গুলো নিয়ে এসেছিলাম। গতকালকে কোন ডাক্তার ছিল না এজন্য ল্যাবের কোন কাজ ছিল না। তবে গতকালকে বেশি সময় ফার্মেসিতে থাকতে হয়েছিল কারণ ফার্মেসিতে যে ভাই থাকে তিনি ছুটিতে ছিলেন। পরে মোটামুটি দুপুর হয়ে গেলে যোহরের নামাজ আদায় করে প্রতিদিনের মতোই শুয়ে রেস্ট করেছিলাম।

IMG_20240324_181936.jpg

এর মাঝে আমার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বলেছিল সে নাকি বাসায় আসছে। আমার এক রংপুরের বন্ধুর বাড়ি পার্বতীপুর বাজারের কাছে। সে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানায় চাকরি করতেছে। সে ছুটিতে বাসায় এসেছে এজন্য দেখা করার জন্যই কল দিয়েছিল।

এছাড়া গতকালকে আমার স্পেশাল দিন ছিল। কারণ গতকালকে আমাদের প্রতিষ্ঠানের সবাইকে আমি ইফতার করিয়েছিলাম। আল্লাহ তায়ালার কাছে অনেক শুকরিয়া আদায় করি, তিনি আমাকে সবাইকে ইফতার করার তৌফিক দান করেছেন। সবাই মিলে ইফতার করার পর নামাজ আদায় করেছি।

পরে আর বেশিক্ষণ ল্যাবে থাকি নি, তাড়াতাড়ি ল্যাব বন্ধ করে দিয়ে পার্বতীপুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। যাওয়ার সময় আমার বন্ধুর সাথে দেখা করে, তার সাথে আড্ডা দিয়েছিলাম। অনেকদিন পর দেখা হয়ে বেশ ভালই সময় পার করেছি।

IMG_20240324_203616.jpg

বাজার থেকে বাসায় যাওয়ার সময় আমার বাবার জন্য ফার্মেসি থেকে ওষুধ কিনেছিলাম। ডাক্তার যে ওষুধ লিখেছিলেন সেটা আমাদের ফার্মেসিতে ছিল না। এজন্য পার্বতীপুর বাজার থেকে কিনে নিয়েছি। আলহামদুলিল্লাহ ভালো ভাবে বাসায় পৌঁছে সবাই মিলে একসঙ্গে রাতের খাবার খেয়েছি। পরে কিছুক্ষণ ফোন চালানোর পর তাড়াতাড়ি ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম।

ধন্যবাদ

Sort:  
Loading...
 2 months ago 

কালকে ল্যাবের মধ্যে কোন কাজ না থাকার কারণে, আপনার দিনটা বেশ ভালো হবেই কেটে গিয়েছে। আসলে বন্ধুর সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে। সেই সাথে আপনি আবার আপনার প্রতিষ্ঠানের প্রত্যেকের জন্য ইফতারের আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

জ্বী আপু! আল্লাহতালার কাছে অশেষ শুকরিয়া আদায় করি তিনি আমাকে একদিন সবাইকে ইফতার খাওয়ার তৌফিক দান করছেন। আপনার জন্য ও শুভকামনা রইল।

 2 months ago 

ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার দিনের কার্যক্রম আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য। আল্লাহতালার কাছে অসংখ্য শুকরিয়া যে আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনার যাত্রা সবসময় সুন্দর হোক এবং শুভ হোক আমি সেই কামনাই করি। দিনটি আপনি কর্মব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়েছেন। আপনার আগামী দিনগুলো সুন্দর হোক ভালো থাকবেন শুভকামনা রইল।

 2 months ago 

আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য ও শুভকামনা রইল।

 2 months ago 

কাজের ক্ষেত্রে একজনের অনুপস্থিতে সাহায্য করাটা খুব ভালো লাগে আমার।
যদিও আপনারা আজ ল্যাবে কোন ডাক্তার ছিল না তবে ফার্মেসিতে বেশ কিছুটা সময় দিয়েছেন কারণ যে ফার্মেসিতে যেতে বসে সে ছুটিতে ছিলো,, আমার মনে হয় এভাবেই কাজ করা উচিত তাহলে এ কারণে বিপদে যাওয়া সম্ভব হয়।।। ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

জ্বী আপু! আপনি একদম ঠিক বলছেন। কাজের ক্ষেত্রে একে অপরকে সহায়তা করাটাই উত্তম। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। আপনার জন্য ও শুভ কামনা রইল।

 2 months ago 

আপনার পোস্ট দেখলে আমার এলাকার কথা মনে পড়ে। এখনো এম্বি কিনতে আপনি ফ্লেক্সি দোকানে গিয়েছেন এটা শুনে অবাক হলাম। এখন তী সবাই নিজের বিকাশ নগদ দিয়ে লোড করে। পার্বতিপুর নিয়ে অনেক স্মৃতি আছে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

যাক আমাদের পার্বতীপুর এলাকা আপনার পরিচিত শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ ভাই বিকাশে বা নগদে টাকা না থাকলে তো তাহলে দোকানে যেতেই হবে। সুন্দর মন্তব্য ব্যক্ত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আমার কাছে মনে হয় এন্ড্রয়েড ফোনে যদি এমবি না থাকে তাহলে সেই ফোন অযোগ্য।। আর হ্যাঁ প্রতিদিনের মতোই ল্যাবে যে দায়িত্ব নিয়ে কাজ করে যেটা আমার কাছে বেশ ভালো লাগে।। আর ইফতারের সময় সবকিছু এভাবে মাখিয়ে খেতে অনেক ভালো লাগে।।

 2 months ago 

বর্তমান সময়ে মোবাইলে এমবি না থাকালে মনে হয় ফোন অচল। জ্বী ভাই প্রতিদিন এইভাবে সবাই মিলে ইফতার মেখে খেতে অনেক ভালো লাগে।

 2 months ago 

আমার বাসায় ওয়াইফাই থাকা সত্ত্বেও আমি সব সময় ফোনে এমবি রাখে যাতে বিদ্যুৎ চলে গেলে আমার ফোন যেন থেমে না থাকে।।

 2 months ago 

প্রতিদিনের মতই আজকে ভোরে উঠে সেহেরি খাবার খেয়েছেন তারপর সকালে উঠে চলে গেলেন দোকানে মোবাইলে মেগাবাইট ভরতে ৷

তারপর ইফতারের সময় হয়ে গেলে ইফতার সেরে ফেলেন ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য ৷

 2 months ago 

জ্বী ভাই! সকালে দোকানে গিয়ে মেগাবাইট তুলেছিলাম। চমৎকার মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ। আপনার জন্য ও শুভ কামনা রইল।

 2 months ago 

সেহরির পরে ঘুম থেকে উঠে কিছু সময় হাটাহাটি করেচিলেন। আসলে সকালে হাটলে শরীর ও মন দুটোই ভালো থাকে। এর পর ল্যাবে গিয়েছেন।
আপনাদের মসজিদের ছাদ ঢালাই হয়ে গেছে শুনে ভালো লাগলো।
আপনার বন্ধু ব্রাহ্মণবাড়িয়া থেকে বেড়াতে আসছে। তার সাথে খুন সুনদর একটা সময় কাটাচ্ছন
এত সুন্দর করে দিনলিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন সবসময়।

 2 months ago 

আমাদের প্রত্যেকেরই সকালবেলা একটু হাটাহাটি করা উচিত। সকালবেলা হাটাহাটি করলে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে। মসজিদের ছাদ ঢালাইয়ের কাজ দেখলে সবারই অনেক ভালো লাগে। সুন্দর অভিমত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য ও শুভ কামনা রইল।

 2 months ago 

আমি সব সময় ওয়াইফাই ব্যবহার করি তবে এখন বেশ অনেক দিন যাবত বাড়িতে থাকার কারনে মোবাইলে মেগাবাইট কিনতে হচ্ছে এবং সেটা কিনতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। নেট কিনতে কিনতেই ফুরিয়ে যাচ্ছে আর তাছাড়া ইন্টারনেট প্যাকেজের দামও অনেক বেশি।

ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

বর্তমানে ভাই মেগাবাইটের প্যাকেজগুলোর অনেক দাম বেড়ে গেছে যা বলার মত নয়। সে ক্ষেত্রে দেখা যায় ওয়াইফাই ব্যবহার করলে একটু সুবিধা বেশি পাওয়া যায়। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আজকের পোষ্টের মাধ্যমে অনেক সুন্দর করে আপনার দিনলিপি তুলে ধরেছেন। ডাক্তার না থাকলে আপনার বেশ ভালোই হয়েছে। ল্যাবের কাজ কিছুটা কম করতে হয়েছে। সবাইকে ইফতার করিয়েছেন শুনে ভালো লাগলো। সবাইকে ইফতার করানো খুবই পুণ্যের কাজ।

 2 months ago 

জ্বী ভাই! অনেকদিন পর সবাইকে ইফতার করাতে পেরে আমারও অনেক ভালো লেগেছে। আমার পোস্ট পড়ে সুন্দর অভিমত প্রকাশ করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 66374.00
ETH 3067.84
USDT 1.00
SBD 3.67