আম গাছের মুকুলের ফটোগ্রাফি | | 14 March, 2024

in Incredible India2 months ago (edited)

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি সবার প্রিয় কমিউনিটিতে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো: আমের মুকুলের ফটোগ্রাফি নিয়ে।তাহলে বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক:

1710522270224.jpg

Edit by picsKit

আমরা সবাই জানি, বর্তমানে বসন্তকাল। আর এই সময় শুধু আমগাছ না বিভিন্ন গাছে মুকুল হয়। তবে আম গাছের মুকুল টা অনেক বেশি হয়, দেখতে ও অনেক সুন্দর লাগে। বর্তমান সময়ে আমের মুকুল সব গাছেই হয়েছে। তবে মুকুল আর বেশিদিন থাকবে না কারণ কিছুদিন পরে এই মুকুল থেকে আমে পরিণত হবে। আম এমন একটি ফল আমরা সবাই এই ফলের সঙ্গে পরিচিত।

IMG_20240315_092257.jpg

আমাদের বাংলাদেশের এই আম অন্যতম একটি ফল। আর এই ফলের দাম যে খুব একটা বেশি এমনটা না। সেই ক্ষেত্রে আমরা ধনী ও গরিব সবাই এই আম বাসায় গাছ না থাকলেও কিনেও খেতে পারি। আমের মুকুল হয়েছে বেশ কিছুদিন হয়ে গেলো, বর্তমান আমের মুকুল কিছুটা ঝরে গিয়ে ছোট্ট ছোট্ট আমি পরিণত হচ্ছে।

তবে অন্যান্য সিজনের থেকে এইবারে সব গাছে আমের মুকুল একটু বেশি হয়েছে। তবে একটা দুঃখের বিষয় হলো, এই মুকুল যখন আমে পরিণত হয় সে ক্ষেত্রে অনেক আমের মুকুল নষ্ট হয়ে যায়। আমাদের বাসায় ও অনেকগুলো আমের গাছ রয়েছে। তবে বাংলাদেশে হাতে গোনা কয়েকটি আম অনেক নামকরা, যেমন- হাড়িভাঙ্গা, ল্যাংচা ,আমরোপলি। এগুলা আম খেতে অনেক বেশি সুস্বাদু তবে এছাড়াও অনেকের বাসায় কিছু দেশি আম গাছ থাকে সেগুলোও অনেক মিষ্টি হয় খেতে।

IMG_20240315_092119.jpg

আম গাছে যখন প্রথম মুকুল আসে সে ক্ষেত্রে কিছু ওষুধ দিয়ে স্প্রে করিয়ে দিতে হয়। তাহলে দেখা যায় গাছে মুকুল ভালো থাকে এবং আম ভালো ধরে। আমাদের বাসার পাশেই অনেক আমের বাগান রয়েছে সেখানেও আমি দেখেছি প্রতিবছরই আমের মুকুল আসার আগেই আম গাছে স্প্রে করানো হয়।

IMG_20240315_092044.jpg

আবার যখন গাছে মুকুল আসে পরপর দুই থেকে তিনবার আবারো স্প্রে করানো হয়। সে ক্ষেত্রে দেখা যায় চাহিদার থেকে একটু আম বেশি ফলন হয়। তবে আমাদের বাংলাদেশের বেশিরভাগ জায়গাই আমি দেখেছি হাড়িভাঙ্গা আমের বাগান অনেক বেশি রয়েছে। কারণ আমাদের বাংলাদেশে হাড়িভাঙ্গা আমের চাহিদাটা অনেক বেশি। আমরা সবাই জানি, আম একটি অত্যন্ত সুস্বাদু ফল। তবে আবার কিছু কিছু আম আছে যেগুলো কাঁচা খেতেও অনেক ভালো লাগে।

IMG_20240315_092137.jpg

আম গাছে মুকুল আর কিছুদিন পর্যন্ত থাকবে তারপরে ছোট ছোট আমে পরিণত হবে। তবে আমের মুকুল থাকাকালীন অবস্থায় অনেক কয়েকবার বৃষ্টি হয়। এই বৃষ্টির মাঝেই অনেক মুকুল ঝরে যায়। তবে মুকুল থেকে আমে পরিণত হওয়ার জন্য আবার বৃষ্টিও অনেক প্রয়োজন। শুধু আম গাছ না, যে কোন গাছের ফলন ভালো হওয়ার জন্য বৃষ্টিরও অনেক প্রয়োজন।

আমাদের বাংলাদেশে বর্তমানে হাতে গোনা কয়েকটা আম ছাড়াও হাজারো রকমের রাম রয়েছে। তবে আমার কাছে সব থেকে হাড়িভাঙ্গা আম বেশি ভালো লাগে। আজকে এই পর্যন্তই ছিল।

ধন্যবাদ

Sort:  
Loading...
 2 months ago 

আজ আপনি আমাদের মাঝে আম গাছের মুকুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আমাদের এখানেও আমাদের বেশ ভালোই আমের মুকুল ধরেছে। আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে আমের খুব ভালো মুকুল ধরেছে।।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য। ভালো থাকবেন।।

Posted using SteemPro Mobile

 2 months ago 

জি ভাই আমের মুকুল অনেক ধরেছে। সে ক্ষেত্রে অনেক ভালো আম ধরার আশা করতেছি। আমার পোস্ট পড়ে সুন্দর অভিমত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

বর্তমান সময়ে আমের মুকুল দেখা যাবে আর কয়েকদিন গেলেই আমরা আম দেখতে পারবো আর দেখতে দেখতে কখন যে বড় হয়ে যাবে টেরও পাবো না ৷ তাছাড়াও ঝড় বৃষ্টির রাতে বা দিনে আম কুড়াতে খুবই ভালো লাগে ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 months ago 

আমার পোস্ট পরিদর্শন করে সুন্দর অভিমত প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

প্রথমে বলব অসম্ভব সুন্দর কিছু ফটোগ্রাফি মন কেড়ে নেয়ার মত
। আম গাছে দেখছি খুব মুকুল এসেছে, মুকুলের এই গন্ধটা আমার কাছে অনেক ভালো লাগে।।

 2 months ago 

বর্তমানে সব গাছেই আমের মুকুল এসেছে। আর আমার মুকুল গুলো দেখতে খুব ভালো লাগে। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

বর্তমান সময়ে অধিকাংশ জায়গায় আমের মুকুল থাকলেও আম তেমন একটা দেখা যায় না। আমাদের এখানে আমের মুখগুলো কম, আবার আম ও একেবারেই কম। একদমই ঠিক বলেছেন আর কয়েকদিন থাকবে এরপর ছোট ছোট আম এ পরিণত হয়ে যাবে। ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

বর্তমানে আমের মুকুল দেখা গেলেও সেই রকম একটা আম হয় না। আমার পোস্টে চমৎকার মন্তব্য ব্যক্ত করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 67227.10
ETH 3137.71
USDT 1.00
SBD 3.76