You are viewing a single comment's thread from:

RE: "INCREDIBLE INDIA WEEKLY ENGAGEMENT REPORT " (9th june to 15th june, 2024)

in Incredible India2 years ago

প্রথমেই কো-এডমিন ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর ভাবে সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট আমাদের মাঝে প্রকাশ করার জন্য।
সত্যিই এবারের এনগেজমেন্ট অনেকটাই হতাশাজনক। এমনকি নিজের এনগেজমেন্ট দেখেও খুব খারাপ লাগলো। কারণ অল্প কিছু কমেন্টের জন্য নিজের এনগেজমেন্ট খারাপ হলে খুব খারাপ লাগে।
ইনশাআল্লাহ আগামীতে নিজের এনগেজমেন্ট আবারো বৃদ্ধি করব।
@rubina203 আপুকে অভিনন্দন জানাই। এভাবেই নিজের কাজ চালিয়ে যাবেন।

Sort:  
 2 years ago 

একদমই তাই, অল্প কিছু কমেন্টের জন্য আপনার পিছিয়ে পড়ি আমার জন্যেও খুব খারাপ লাগার একটি বিষয়। কারন সারা সপ্তাহ জুড়ে ব্যক্তিগত কাজের জায়গা সামলে, কমিউনিটিতে আপনি যথেষ্ট পরিশ্রম করেন। কিন্তু অল্প কিছু মন্তব্যের কারনে বিজয়ী হতে না পারলে সেটা কষ্টদায়ক। তবে নিরাশ হবেন না, বরং সচেষ্ট হন। কারন, আপনি পারবেন, এটা আমি বিশ্বাস করি। মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।