The Diary Game | | A Beautiful Day | | 11-03-2024

in Incredible India2 months ago

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আজকে আমি সবার প্রিয় কমিউনিটিতে ছোট্ট একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো:আমার গতদিনের কার্যলিপি নিয়ে।তাহলে বন্ধুরা চলুন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা শুরু করা যাক:

IMG_20240311_081749.jpg

আলহামদুলিল্লাহ প্রতিদিনের ন্যায় গতকালকেও সঠিক সময়ের মধ্যে ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে আমি আমার নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখি। তারপর একটু বাইরে বের হয়ে হাঁটাহাঁটি করেছিলাম। এদিকে মা আমার সকালের নাস্তা খাওয়ার জন্য চিতই পিঠা বানিয়েছিল। আমি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। গোসল করে চিতই পিঠা খেয়েছিলাম।

IMG_20240311_081825.jpg

যদিও বর্তমানে গরমের আবাস পড়ে গেছে তবুও খেতে ভালোই লাগছিল। এদিকে মা আমার দুপুরের খাবার জন্য খাবার রেডি করে দিয়েছিল। নাস্তা খাওয়া শেষ করে আমি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি ল্যাবে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। গতকালকেও সকালবেলা অনেক বেশি রোদ উঠেছিল। আলহামদুলিল্লাহ ভালো ভাবে রেডি হয়ে বিসমিল্লাহ বলে গাড়িতে উঠে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।

IMG_20240311_172646.jpg

আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতোই সঠিক সময়ের মধ্যে পৌঁছে গিয়েছি। ল্যাবে পৌঁছে আমার যে সকালের দৈনন্দিন কাজ সেগুলো আগে শেষ করেছিলাম। গতকালকে সকালবেলা ডাক্তার না থাকার পরেও অনেক চাপ হয়েছে। কেননা সকালবেলা একজন ব্লাড দেওয়ার জন্য এসেছিল। রোগীর লোকজন সাথে করে ব্লাড ডোনারকে নিয়ে এসেছিলেন। পরে আমি তাদের কাছ থেকে ব্লাড কালেকশন করে আমার যে কার্যাবলী অনুযায়ী যেসব করা দরকার সেসব কাজ সম্পন্ন করেছিলাম।

IMG_20240311_134438.jpg

আমাদের প্রত্যেকেরই ব্লাড দেওয়ার সময় ডোনারের সাথে রুগীর ক্রস ম্যাচিং করা এবং সাথে কিছু স্কিন টেস্ট করানো উচিত। আলহামদুলিল্লাহ আমি সবকিছু ভালোভাবে সম্পন্ন করে ডোনারের কাছ থেকে ব্যাগে ব্লাড কালেকশন করেছিলাম। ডোনারের কাছ থেকে কালেকশন করা শেষ হয়ে গেলে রোগীকে ব্লাড লাগিয়ে দিয়েছিলাম।

মূলত রোগীর সমস্যা ছিল থ্যালাসেমিয়া। যাদের থ্যালাসেমিয়া সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই ভালোভাবে জানেন। থ্যালাসেমিয়া রোগীকে কিছুদিন পরপরই ব্লাড দিতে হয়। এটা শুধু কিছুদিনের জন্য না মৃত্যুর আগ পর্যন্ত এভাবে কিছুদিন পরপরই ব্লাড দিতে হয়। কারণ থ্যালাসেমিয়া রোগীর কিছুদিন পরপরই হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়।

IMG_20240311_184113.jpg

আলহামদুলিল্লাহ সবগুলো কাজ ভালোভাবে সম্পূর্ণ করে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম। খাওয়া শেষ করে প্রতিদিনের মতোই শুয়ে রেস্ট করেছিলাম। গতকালকে বিকেল বেলা ডাক্তার আসার কথা ছিল কিন্তু কোন কারণবশত ডাক্তার আসতে পারেনি। তাই বিকেল বেলার কাজের তেমন একটা প্রেসার ছিল না। তবুও রাত সাতটা পর্যন্ত ফার্মেসিতে সময় দিয়েছিলাম। পরে মোটামুটি রাত হয়ে গেলে ল্যাব বন্ধ করে দিয়েছি। ভালোভাবে ল্যাব বন্ধ করে দিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম।

IMG_20240311_195559.jpg

আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতোই সঠিক সময়ের মধ্যে বাসায় পৌঁছে গিয়েছি। বাসায় পৌঁছে বেশি দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়েছি। পরে মা-বাবা আমি তিনজনে মিলে রাতের ভাত খেয়েছিলাম। ভাত খাওয়া শেষ করে মায়ের সঙ্গে কিছুক্ষণ শুয়ে টিভি দেখেছি। গতকালকে বেশিক্ষণ রাত জাগি নি কারণ আমাদের পরের দিন থেকেই পহেলা রমজান শুরু। সেহরির সময় আবার উঠতে হবে এজন্য আর বেশিক্ষণ রাত জাগিনি তাড়াতাড়ি ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছি।

ধন্যবাদ

Sort:  
Loading...
 2 months ago 

চিতই পিঠা আমার বেশ ভালই লাগে। আর প্রতিদিনের মতোই সকালের কাজ করে চলে যান আপনার কর্মস্থলে আর আজকে ডাক্তার না থাকায় বেশ ভিড় হয়েছিল।। আর রক্ত দেওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার।।

 2 months ago 

জি ভাই যাদের শরীর-স্বাস্থ্য ভালো তাদের প্রত্যেকেরই ব্লাড ডোনেট করা উচিত। পোস্ট পরিদর্শন করে সুন্দর অভিমত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 months ago 

আমি এখন পর্যন্ত রক্ত ডোনেট করিনি কারণ আমার রক্তের গ্রুপ জানা ছিল না।। এখন আমি রক্তের গ্রুপ জানি কথায় রক্ত লাগলে অবশ্যই দেবো।।

 2 months ago 

আজ সকালে আপনি ঘুম থেকে উঠে বাইরে হাঁটাহাটি করেছেন এবং স্নান শেষ করে চিতই পিঠা খেয়েছিলেন। গুড় দিয়ে চিতই পিঠা খেতে সবারই খুব ভালো লাগে। আপনি সারাদিনই ল্যাবের কাজে ব্যস্ত ছিলেন এবং প্রতিদিনের মতো সঠিক সময়ে বাড়িতে চলে গিয়েছিলেন।।

ধন্যবাদ আপনাকে আপনার কার্যক্রম তুলে ধরার জন্য।।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আমার পোস্ট পরিদর্শন করে সুন্দর অভিমত প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আমার মতামতের উওর দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।।

Posted using SteemPro Mobile

 2 months ago 

সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেন তারপর সকালের কার্যক্রম গুলো সেরে নাস্তা করে ফেলেন ৷ নাস্তা শেষ করে অফিসে চলে যান ৷ তারপর অফিসে কাজে মনোযোগ দেন তারপর রাতে অফিস শেষ করে বাড়িতে ফিরেন ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য ৷

 2 months ago 

আমার পোস্ট পড়ে চমৎকার মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য ও শুভ কামনা রইল ভাই।

 2 months ago 

চিতই পিঠা যে দেখতে এত বড় হয় সেটা আমি জানতাম না। তবে আমার কাছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে না।। ধন্যবাদ আপনার আজকে দিনের কার্যক্রম পরিবেশ ভালো লাগলো।।

 2 months ago 

আমাদের বাসায় চিতই পিঠা অনেক বড় করে বানায়। ধন্যবাদ আপনাকে আমার পোস্ট পড়ে সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।

 2 months ago 

আজকে সকাল বেলা উঠে ফ্রেশ হয়ে চিতই পিঠা খেয়েছেন আসলে চিতই পিঠা খেতে বেশ মজাই লাগে ৷ তারপর আপনি চলে গেলেন ল্যাবে সেখানে যাবতীয় কাজকর্ম করতে থাকেন ৷

তারপর দুপুরের খাবার খেয়ে আবার ডিউটিতে চলে যানে ডিউটি শেষ করে রাতে বাড়ি ফিরেন ৷

যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার সারাদিনের কার্যক্রম গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য ৷

 2 months ago 

জি ভাই চিতই পিঠা আমারও খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 66086.94
ETH 3029.54
USDT 1.00
SBD 3.70