Better Life with Steem|| The Diary Game||12 August 2024||

in Incredible Indialast year

" হ্যালো স্টিমের বন্ধুরা "

1000017752.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌺সকাল বেলা🌺

IMG_20240812_095532_260.jpg

সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। তারপর সকালের নাস্তা করার জন্য টেবিলে গিয়ে বসি। আম্মু নাস্তা দেয় নাস্তা শেষ করে বলে একটু দাঁড়া কাজ আছে। তারপর আম্মু আব্বুকে ডাক দিতে বলে আমি আব্বুকে ডাক দেই। আমাদের ডাইনিং টেবিলের উপরের অংশ কাঁচের তৈরি আর নিচের অংশ কাঠ দিয়ে তৈরি করা। তো আব্বু আসে আমি আর আব্বু মিলে উপরের অংশ নিচে নামিয়ে রাখি।

IMG_20240812_102523_762.jpg

তারপর আম্মু সুন্দরভাবে সেই টেবিলের উপরের অংশ পরিষ্কার করে। আর আব্বু নিজের অংশ পরিষ্কার করে আমি টেবিলের উপরের অংশ ধরে থাকি। তারপর টেবিল পরিষ্কার করা হয়ে যায় সব ঠিকভাবে রেখে দেই। তারপর ঘর থেকে বের হই আব্বু আর আমি একসাথে। আব্বু আমাকে আমার কলেজের সামনে নামিয়ে দেয়। আমি কলেজের মধ্যে চলে যাই।

IMG_20240812_105511_087.jpg

আজকে কলেজে বড় ভাইদের নিয়ে একটা সুন্দর কাজ করার চিন্তা করেছিলাম। কাল রাতে আমি আর আমার বড় ভাই দুজনে বেশ কিছুক্ষণ এই নিয়ে আলোচনা করি। তারপর সিদ্ধান্ত হয় যে আজকে সেই কাজটা করবো। তো কলেজে এসে আমরা সবাইকে নিয়ে কাজ শুরু করে দেয়। আমরা কলেজ পরিষ্কার করতে শুরু করি। তেমন একটা ভালোভাবে তো পরিষ্কার করতে পারি না টুকটাক ময়লা আবর্জনা পরিষ্কার করে দেই আমার।

🌺দুপুর বেলা+বিকাল বেলা🌺

IMG_20240812_152140_088.jpg

আমাদের এভাবে পরিষ্কার করতে করতে বেশ অনেকটা সময় কেটে যায়। অবশেষে আমাদের পরিষ্কার করা শেষ হয়। তারপর আমরা যে যার মত বাড়িতে চলে আসি। বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে গোসল করতে চলে যাই। গোসল করে ঘরে চলে আসে। ঘরে এসে খাওয়া দাওয়া করে আমি আমার কবুতরগুলোকে খাবার দেয়। অল্প কিছুক্ষণ ওদের খাবার খাওয়া দেখি।

IMG_20240812_180751_234.jpg

তারপর গিয়ে বিছানায় শুয়ে পড়ি। বিছানায় শুয়ে পড়ছি আমার ঘুম চলে আসে। আর আমি ও ঘুমিয়ে পড়ি। বেশ অনেকটা সময় পরে আমার ঘুম ভাঙ্গে। ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে একটু দোকানের দিকে চলে যাই। গিয়ে দেখি দোকান বন্ধ আর অনেক মানুষ বসে আছে দোকানে। তোদের সাথে অল্প কিছুক্ষণ কথাবার্তা বলে সেখান থেকে চলে আসি বাড়ির দিকে।

IMG_20240812_182024_517.jpg

তো বাড়ির দিকে আসে মসজিদের দিকে চলে যাই। কারণ সেখানে অনেক হইহুল্লোড় শুনতে পেয়েছিলাম। গিয়ে দেখি সেখানে মসজিদের সামনে ফুটবল খেলতেছে। তো ছোট জায়গায় ফুটবল খেলতেছে বার বার বল পানিতে ভরে যায়। জিনিসটা দেখে আমার খুব হাসি পেয়েছিল। তো তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ফুটবল খেলা দেখি।

🌺সন্ধ্যা বেলা+রাত্র🌺

IMG_20240812_184556_265.jpg

তোদের খেলা শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে আসে। যে যার বাড়ির দিকে চলে আসেন। তখন আমার খালাতো ভাই ও এলাকার এক বন্ধু বসে বসে ফোন দেখতে ছিলো এক পাশে গিয়ে। সেখানে ওদের সাথে আমিও গিয়ে যোগ হই। বেশ কিছুক্ষণ সেখানে বসে কাটিয়ে দেই।

IMG_20240812_191251_204.jpg

তারপর বাড়িতে চলে আসি বাড়িতে এসে আমি হালকা কিছু খাবার খাওয়ার জন্য আম্মুকে বলি। আম্মু আমাকে কেক ও কফি বানিয়ে দেয়। তো আমি সেই খাবার খেয়ে নেই তারপর গিয়ে ফোন দেখতে থাকি। বেশ কিছুক্ষণ ফোন দেখার পরে বসে বসে পোস্ট লিখে ফেলি।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।

Sort:  
Loading...
 last year 

আপনার সারাদিনের কার্যক্রম ও
ফটোগ্রাফি ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।