Better Life with Steem|| The Diary Game||16 August 2024||

in Incredible Indialast year

" হ্যালো স্টিমের বন্ধুরা "

1000018605.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।

🌺সকাল বেলা🌺

IMG_20240816_101301_862.jpg

সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু নাস্তা করি। বাহিরে তখন প্রচন্ড বৃষ্টি পড়তেছিল। আমার বাহিরে একটু কাজ আছে তার জন্য বাহিরে বের হতে হবে। তখন আর বের হতে পারতেছিলাম না কারণ অনেক বেশি বৃষ্টি পড়তেছিল। তাই বেশ কিছুক্ষণ ঘরের মধ্যেই বসে থাকি।

IMG_20240816_110252_107.jpg

তারপর বৃষ্টি কমে বাড়ি থেকে একটা হাতা নিয়ে বের হই। তো বাড়ি থেকে বের হয়ে চলে যায় রাস্তার দিকে। সেখান থেকে চলে যাই বাজারে বাজারে গিয়ে আমি আমার সেই কাজটা সম্পূর্ণ করি। সম্পূর্ণ করে বাড়ি আসার সময় দেখা হয় আমার চাচাতো ভাইয়ের সাথে। তো তার সাথে দেখা হওয়ার পরে আমরা দুজনে একটা দোকানে যাই। সেখানে গিয়ে একটু চা পান করি।

IMG_20240816_115717_010.jpg

আর বেশ কিছু হাসি মজার কথা বলি। তখন তেমন কোন বৃষ্টি ছিল না। দোকানে বসে চা পান করলাম তারপর দোকানের বিল পরিশোধ করে বের হলাম দোকান থেকে। তো যে যার মত বাড়িতে চলে আসলাম। আমার চাচাতো ভাই গেল ওদের বাসায় আর আমি চলে আসলাম বাড়িতে। আমার চাচায় বাজারে দোকান দেয় তাই সে বাজারেই বাসা ভাড়া রেখে থাকে। বাড়িতে এসে কিছুক্ষণ শুয়ে থাকি তারপর আবারও প্রচন্ড বৃষ্টি শুরু হয়।

🌺দুপুর বেলা+বিকাল বেলা🌺

IMG_20240816_132115_164.jpg

বাড়িতে আছি আজকে জুম্মার দিন নামাজ পড়তে যেতে হবে। তাই অনেক তাড়াতাড়ি আজান দিয়ে দেয় বৃষ্টি পরতেছিল তারপরও গোসল করতে চলে যাই। গোসল করে তাড়াতাড়ি ঘরে এসে পরিপাটি হয়ে চলে যাই মসজিদে। সেখানে গিয়ে আজকে ইমাম হুজুরের বক্তব্য ওয়াজ নসিহত শুনে বেশ ভালো লাগলো। কারণ এই ওয়াজ নসিহত হচ্ছিল ঘরের পরিবেশ নিয়ে।

IMG_20240816_170051_758.jpg

যার যেমন ঘরের পরিবেশ তার তেমন আদব অসভ্যতা। এই বিভিন্ন কিছু বলতেছিল তারপর সবার সাথে সালাত আদায় করে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে বিছানায় শুই। তারপর চলে যাই ফুটবল খেলতে। সবাই মিলে অনেক আনন্দ করে ফুটবল খেলি আমরা। আমাদের ফুটবল খেলা শেষ হয় প্রায় সন্ধ্যার দিকে। ফুটবল খেলা শেষ করে যে যার মত বাড়িতে চলে আসি।

🌺সন্ধ্যা বেলা+রাত্র🌺

IMG_20240816_184402_391.jpg

আপনার বাড়িতে এসে আমি ঘাটপাড়ে চলে যাই গোসল করার জন্য। তো ভালোভাবে গোসল করে ঘরে চলে আসি ঘরে এসে আমি আর কোথাও না বসে রুমে চলে যাই। রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ি। বেশ অনেকটা সময় এভাবে শুয়ে কাটিয়ে দেই।

IMG_20240816_193700_484.jpg

তারপর আমাকে আম্মু ডাক দেয় তো আমার ক্ষুধা লেগে গেছিল তাই আমি সেখানে চলে যাই। আম্মুর কাছে গিয়ে দেখি আম্মু কুলি পিঠা তৈরি করেছে। তো সেখান থেকে বেশ কিছু পিঠা একটা ফ্রিজে নেই। নিয়ে আমি একা একা খাওয়া শুরু করে দেই। মিষ্টি জাতীয় জিনিস আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো অনেক মজা করে পিঠা খাই আমি। তারপর আবারও বিছানায় শুয়ে পরি। বিছানায় শুয়ে শুয়ে পোস্ট লেখে ফেলি।

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।

Sort:  
Loading...
 last year 

বর্ষাকালে তো বর্ষা হবেই। তাই যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে ছাতা নিয়ে বেরোতে হবে। বর্ষার সময়ে চায়ের মজা যেন আরও কয়েকগুন বেড়ে যায়। প্রতিদিন ফুটবল খেলাটা ভালো বিষয় এটা শরীর ফিট রাখতে সাহায্য করে। মায়ের হাতের পিঠাও খেয়েছিলেন আজ। ভালো থাকবেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আপনার না সারাদিনের সাহায্য করুন আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করুন এবং আপনার ফটোগ্রাফিলে অনেক সুন্দর হয়েছে,

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।