Better Life with Steem|| The Diary Game||17 August 2024||
আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো আজকের সকল কর্মকান্ড গুলো।
সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেই। তো আজকে আমার আর একটু নাস্তা করতে ইচ্ছা করতেছিল না। ভারী কোন নাস্তা খেতে ইচ্ছে করছিল না তাই এক কাপ কফি বানাই আর আম্মু সাথে দুটো পিঠা দেয় বলে এই দুটো খা। তো আমি সেই কফি আর ওই দুটো পিঠা খেয়ে সকালের নাস্তা করি।
তারপর বাড়ি থেকে বের হয় সাইকেল নিয়ে। আজকে আর কলেজে যায়নি তাই এলাকায় এলাকায় একটু ঘোরাঘুরি করতে চেয়েছিলাম। তো কাউকে কোথাও না পেয়ে কিছুদূর সাইকেল চালিয়ে আবার বাড়িতে চলে আসি। বাড়িতে এসে কিছুক্ষণ ফোন দেখি।
বেশ অনেকটা সময় পরে আমাকে কল দেয় আমার খালাতো ভাই। বলেন নানা বাড়ির সামনে আসতে আমি ভেবেছিলাম গোসল করতে যাব তাই ফোন বাসায় রেখে সেখানে চলে যায়। তারপর সেখানে গিয়ে আমি আমার খালাতো ভাই আরো এক এলাকার ভাই মিলে একটা টুল তৈরি করি বসার জন্য। টুলটা আগে থেকেই তৈরি ছিল তারপর আমরা সেটা কার একটু ভালোভাবে তৈরি করে সেখানে রাখি। তো এতো বেস অনেকটা সময় ব্যয় হয়।
তারপর সেখানে টুল বানিয়েছি তাই সেখানে বসে ছিলাম কিছুক্ষণ। তারপর আমরা কিছু বানানি খাবার খেতে চেয়েছিলাম। তো কোথাও কিছু না পেয়ে আমরা কলার ফুল আমাদের অঞ্চলে এই গোলাপ ফুলের নাম মোর্চা। তো বেশ কিছু মোর্চা পেরে আনি আমরা গাছ থেকে। তারপর বাকি সরঞ্জাম নিতে আমি বাড়িতে চলে আসি। সেই সরঞ্জাম আর সাথে আমার ফোনটা কেউ নিয়ে যায়।
তারপর আমি যেতে যেতে ওরা মোর্চা কেটে রেখে দেয়। তারপর সেগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে একটা বানানি তৈরি হয়। খুব বেশ মজাও লাগে খেতে। তো সেখানে বসে ওগুলো খেয়ে সেখান থেকে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে গোসল করে দুপুরের খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়ি।
বেশ অনেকটা সময় পরে চলে যাই ফুটবল খেলতে। তো সেই আগের কথাই প্রতিদিনের মতো বিকেলবেলা ফুটবল খেলতে চাই খুব মজা করি সবার সাথে। ভালোভাবে ফুটবল খেলে সুন্দর দিকে বাড়িতে চলে আসি।
তো আমাদের সেখান থেকে আসতে আসতে প্রায় অনেকটা সময় লেগে যায় কারণ আমরা এ জায়গায় একটু দাঁড়িয়ে ও জায়গায় একটু দাড়াই। তারপর বাড়িতে এসে গোসল করে হালকা কিছু খাবার খাই। খাবার খেয়ে একটু বিছানায় শুয়ে থাকি।
তারপর বাড়ি থেকে বের হই একটা দোয়া অনুষ্ঠান আছে সেখানে যাব তার জন্য। তো সেখানে যাওয়ার আগে আমার বন্ধুদের খুঁজতে হয় কারণ তাদের আমি ফোনে পারছিলাম না। তো যেখানে টুল তৈরি করেছি সেখানে গিয়ে কিছুক্ষণ বসি অল্প কিছুক্ষণের মধ্যেই ওরাও চলে আসে আর এক জনের জন্য সেখানে বসে থাকি সে আসবে তারপর যাবো দোয়া অনুষ্ঠানের। তাই আগেই পোস্ট লিখে ফেলি।








সকালে নাস্তা হিসাবে মায়ের হাতের কফি আর পিঠা আর কি লাগে বলুন। কলার মোচা রান্না করে খেতে আমার ভালো লাগে তবে এভাবে কখনও খায়নি তাই বলতে পারবো না যে কেমন লাগে। সকলে মিলে ফুটবল খেলতে মজাই লাগে। ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
অসংখ্যভাবে ধন্যবাদ জানাই আপনি আপনার সারাদিনের কার্যক্রম আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করেছেন এবং আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
আপনার সারাদিনের কর্মকাণ্ড গুলি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি কলা গাছ থেকে মোচা পেরেছেন। মোচা ছাড়ানো সত্যি খুব কষ্টের। তবে মোজা খাওয়া খুব ভালো। আপনার সারাদিনের কাজ কর্ম
গুলো পড়ে ভালো লাগলো।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
মাঝে মাঝে সকালে আমারও ভারী কিছু খেতে ইচ্ছা করে না আমার মনে হয় অনেকেরই এমন হয়।। কলেজে যাবেন না জন্য সাইকেল নিয়ে বের হয়েছিলাম আবার সেখান থেকে এসে সবাই মিলে বসার স্থান তৈরি করেছে।। আমরাও এরকম বসার স্থান তৈরি করি যেখানে বাতাস লাগে।। আপনাদের ফুটবল খেলা দেখে আমরা খেলতে খুব ইচ্ছা করছে।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ভাই কলার মোসা রান্নার জটিলতা অনেক কলরব প্রত্যেকটি ফুলের মধ্যে ফ্যান থেকে নির্দিষ্ট তিনটি অংশ ফেলে যেতে হয় তা না হলে তিতা লাগে।
কলার মোচা খেতে খুবই সুস্বাদু আমি অনেকবার খেয়েছি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবেই আমাদের কাছে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটা পড়ার জন্য এত সুন্দর একটা মন্তব্য দেওয়ার জন্য ও ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ থাকবেন।