আজ বৌভাতের অনুষ্ঠানে কাটানোর কিছু সময়

in Incredible Indialast year (edited)

IMG_20221130_234926.jpg

(বৌভাতের অনুষ্ঠানে আমার সাজগোজ)

প্রিয়,
বন্ধুরা,

আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, এবং সুস্থ আছেন, আজকে আপনাদের দিনটা খুব ভালো কাটিয়েছেন।

আজ কাকির ভাইয়ের বৌভাতের অনুষ্ঠান। আপনারা সকলেই ভাবছেন যে বিয়ে যদি ২৭.১১.২০২২ তারিখ হয়ে থাকে তাহলে আজ কেন বৌভাতের অনুষ্ঠান।

IMG_20221130_234613.jpg

(বৌমা বৌভাতের সাজে)

আজ বৌভাতের অনুষ্ঠান হওয়রা কারন হল। এখানে আসামের অনেক মানুষ মঙ্গলবার নিরামিষ খেয়ে থাকে। তাই তারা কাল অনুষ্ঠান করে নি। একদিন বাদে এই কারনেই করা।

IMG_20221130_234716.jpg

(আমি আর দিদি)

আজকাল বিয়ে বাড়িতে সকলেই বিভিন্ন ধরনের খাবার করে থাকে, মানে যারা মাছ, মাংস খেয়ে থাকে। আলাদা করে অনেকেই নিরামিষ খাবার কিছু করে না। কারন আলাদা করাটা ঝামেলার হয়ে থাকে আবার একটা খরচের ব্যপার ও আছে।

যথারীতি আমি, মা আর দিদি রেড়ি হয়ে চলে গেলাম।আমি পড়ে ছিলাম গোলাপি রঙের ল্যাহেঙ্গা আর দিদি কালো রঙের সাড়ি এবং মা নীল রঙের শাড়ি।

IMG_20221130_234641.jpg

(কফি বানানো হচ্ছে)

এরপর গিয়ে একটু কফি খেলাম। আমার খুব একটা ভালো লাগলো না এখানকার কফি, কেমন একটা তিতো ভাব আছে। আমার মায়ের খুব একটা ভালো লাগে নি। এই দিকে ইমনের নাকি খুব ভালো লেগেছে তাই সে ১০ কাপ কফি খেয়েছে।

তারপর কফি খাওয়ার পর একটু বসলাম সকলে ছবি তুললাম। কিন্তু একটা জিনিস ইমনের সাথে ছবি তোলা হয় নি।সে খুব সুন্দর একটা থ্রি সিস সুঠ পড়েছিল, সে অন্য একদিন আপনাদের ছবি দেখাবো।

IMG_20221130_234858.jpg

(খাওয়ার সময়)

এরপর আমারা সকলে গেলাম খেতে। আজ মেনুতে ছিল এ্যাগ ডেভিল, নান খোলে, সাদা ভাত, ভেজ ডাল, কাতলা কালিয়া, এরপর ফ্রাইড রাইস আর কচি পাঠার মাংস। এখানে খাশির মাংস হয় না পাঠা মাংশ হয়। এরপর মিষ্টি হল রসগোল্লা আর মিষ্টি দই আর চাটনি আর পাপড়। শেষে ছিল হজমোলা।

তারপর খাওয়া শেষ করে একটু বসলাম। মা আবার পান খেলো, তারপর সকলের নাচ দেখালাম। এরপর আসতে আসতে বাড়ির দিকে রওনা দিলাম।

আজ এখানেই ইতি টানলাম। আমাকে অবশ্যই জানাবেন আমার বিয়ে বাড়িতে কাটানোর মুহূর্তের কথা এবং ছবি আপনাদের কেমন লাগলো।

আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

শুভ রাএি।

Sort:  
 last year 

আপনাদের প্রত্যেক কে দেখতে খুব সুন্দর লাগছে।

 last year 

ধন্যবাদ লেখা ভাগ করে নেবার জন্য।

Loading...
 last year 

ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখা ভাগ করে নেবার জন্য।

 last year 

সাজগোজের পাশাপাশি খাওয়া দাওয়াও বেশ ভালো হয়েছে। ধন্যবাদ সেগুলো আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

 last year 

@swetab97আপনার সাজটি খুব সুন্দর হয়েছে।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 67169.01
ETH 3130.09
USDT 1.00
SBD 3.82