সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অতন্ত্য জরুরি।

in Incredible India2 months ago
Hello Everyone

নমস্কার বন্ধুরা! কেমন আছেন সবাই? আশা করি, সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। বরাবরের মতো আজও আপনাদের সাথে নতুন একটা পোস্ট নিয়ে চলে আসলাম।

pexels-stefan-stefancik-91224.jpgsource

মানুষ মাতৃক ভুল করে তবে সেই ভুল শুধরে নেওয়াটাও একান্ত জরুরি। আমরা অনেক সময় বন্ধুদের পাল্লায় পড়ে বা নিজের অজান্তে অথবা অন্য কারো প্ররোচনায় ভুল পথে পা রাখি। সত্যি বলতে তখন আমাদের মাথায় কাজ করে না, তখন আমাদের সঠিকভাবে কোনো কিছু চিন্তা করার ক্ষমতা থাকে না।

আমাদের সামনে এমনও অনেক পরিস্থিতি এসে দাঁড়ায় যখন আমরা নিজে থেকে নিজেদের ভুল পথ থেকে সরে আসতে চাই কিন্তু আমাদের বন্ধু বান্ধবের কারনে সঠিক পথে আসতে পারি না। এজন্য জীবনে সঠিক বন্ধু-বান্ধব বাছাই করা অতন্ত্য জরুরি।কারন একজন বন্ধুই পারে ভুল থেকে আমাদের সঠিক পথে নিয়ে যেতে।

আমাদের আশেপাশে অহরহ উদাহরণ আছে, যারা জীবনে ভুল পথে পা রেখে সময় মতো নিজেকে আর শুধরে নিতে পারেনি। আমার আশেপাশে এমন ঘটনা অনেক ঘটেছে, আজ তার মধ্যে থেকে একটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো

pexels-andrea-piacquadio-3830752.jpgsource

জানি না এই বিষয়গুলো শেয়ার করা কতটা যুক্তিযুক্ত হবে? আমরা এখানে যতজন আছি আমাদের সম্পর্ক যে শুধুমাত্র এই কমিউনিটির সদস্য বিষয়টা তেমন নয়, আমরা একটা পরিবারের মতো। জীবনের ভালো মন্দ সব কিছু যেমন পরিবারের মানুষের সাথে শেয়ার করা যায়, আমরাও তো ঠিক তেমনই। একজনের মনের কথা অন্যদের মাঝে তুলে ধরছি।

আমাদের এলাকার একজনের বিষয়টাই বলি,,, পার্থ নাম করে একটা ছেলে আছে আমাদের এলাকায়। বাড়ির দিক থেকে খুব ভালো অবস্থায় আছে। এক কথায় টাকা পয়সা বা জায়গা জমির দিক থেকে বেশ ভালো অবস্থানেই ছিলো। এই দাদার অন্য কোনো ভাইও ছিলো না তাই বাড়ির সকল সম্পত্তির মালিক সে একাই।

সব কিছুই ঠিকঠাক ছিলো কিন্তু হঠাৎ করে কোনো এক কারনে তার জীবনের গতি বদলাতে শুরু করে।

আপনি একটা বিষয় খেয়াল করবেন, যখন দেখবেন আপনার অনেক টাকা পয়সা থাকবে তখন আপনাকে পাত্তা দেওয়ার মতো অনেকেই থাকবে এবং তারা আপনার কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলবে আর নিজেদের স্বার্থ হাসিল করবে।

এই দাদা যাদের সাথে মেলামেশা করতো তাদের পাল্লায় পড়ে হোক আর যে কারনেই হোক, তার জীবন অনেক বড় ভুল পথের দিকে চালিত হতে থাকে।

এককথায় বলতে গেলে,

সে নিয়ন্ত্রণহীন ভাবে মাদকাসক্ত হয়ে পড়ে।।।

pexels-nikolas-resende-6121911.jpgsource

আর এটা যে মানুষের জীবনে কত বড় বাজে প্রভাব পড়ে সেটা আমরা সবাই জানি। মাদকাসক্ত মানুষটা যে শুধু তার নিজের ক্ষতি করে তেমন নয়, তার গোটা পরিবারই অন্ধকারময় জীবনে প্রবেশ করে।।

মাদকের নেশায় সে এমন অবস্থানে পৌছায় যে তার পরিবারের লোকের সাথে খারাপ ব্যবহার করতেও একবার দ্বিধা বোধ করত না। এমনকি সে টাকা জোগাড় করার জন্য বাড়ির জায়গা বিক্রি করতে শুরু করে।

আমার তো এখনও স্পষ্ট মনে আছে, এক বছর জমিতে ফসলি ধান থাকা অবস্থায় সেই জমি অন্য একজনের নিকট বিক্রি করে দেয়।

তার বাড়ির লোক বা তার আত্মীয়স্বজনরা কেউই তাকে ঐ অন্ধকারময় জীবন থেকে ফিরিয়ে আনতে পারছিলো না।

চোরে না শোনে ধর্মের কথা
এই প্রচলিত প্রবাদটা হয়ত আমরা অনেকেই জানি।

তার এই বিশৃঙ্খল জীবনের কারনে এক পর্যায়ে বাড়ির জমি অধিকাংশই বিক্রি করে ফেলে। যখন আর হাতে খুব বেশি কিছু অবশিষ্ট নেই তখন সে তার নিজের ভুল বুঝতে পারে এবং তার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করে। তবে ততক্ষণে সে হয়ত অনেক দেরি করে ফেলেছে।

pexels-min-an-1134190.jpgsource

সে যদি প্রথম থেকেই নিজের জীবনকে নিয়মের মধ্যে বেঁধে রাখতো আর এই ভুল পথে পা না বাড়াতো, তাহলে পরিবারের সকলের ভালোবাসাও যেমন পেতো তেমনই সমাজে তার সম্মানটাও বজায় থাকতো।

আজ এই পোস্টটি শেয়ার করার একটাই উদ্দেশ্য, সময় থাকতে আমরা যেন আমাদের জীবনের গুরুত্বটা বুঝি, পরিবার ও সমাজের প্রতি দায়িত্বের কথা মাথায় রেখে যেকেনো সিন্ধান্ত গ্রহণ করি। সর্বোপরি এমন কোনো কাজ যেন না করি, যার কারনে সমাজ আমাদের পরিবারকে অবহেলার চোখে দেখে।।।

END
Sort:  
Loading...
 2 months ago 

ঠিক বলেছেন ভাই সময় থাকতে সময়ের মূল্য বুঝতে হবে না হলে পরে অবশ্যই পস্তাতে হবে ৷ আমরা অনেকে কিছু লোভের আশায় নানা ধরনের খারাপ কাজে লিপ্ত থাকি পরে একসময় সেই লোভের কারনে আমরা আমাদের মূল্যবান সময় টুকু হারিয়ে ফেলি ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মতামত করার জন্য। সময় থাকে সময়ের মূল্য দেওয়া উচিত এটা আমরা সবাই জানার পরও এর সঠিক ব্যবহার করি না।।

ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 months ago 

একজন মানুষ সফলতার পেছনে রয়েছে সঠিক সিদ্ধান্ত।। আমরা এই সঠিক সিদ্ধান্ত না নিতে পেরে জীবন থেকে অনেক কিছুই হারিয়ে ফেলি।। আজকে আপনি খুবই চমৎকার একটি পোস্ট করেছেন এখানে অনেক কিছু শেখার রয়েছে।।

 2 months ago 

সঠিক সিদ্ধান্তের উপর জীবনের সফলতা আর বিফলতা নির্ভর করে, তাই লক্ষ্যে পৌঁছাতে হলে সঠিক সময়ে উচিত নেওয়ার ক্ষমতা থাকাটা জরুরি।।

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রদানের জন্য।।

Posted using SteemPro Mobile

 2 months ago 

একদমই ভাই। সঠিক সিদ্ধান্তই পারে একজন মানুষকে উপরে তুলতে তাই যে কোন কাজের আগে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরী।।

 2 months ago 

এটা সত্য সুসময়ে অনেকেই কাছে থাকে, অনেকেই অনেক আশ্বাস দেয়, কিন্তু একটু খারাপ সময় দেখলেই এই লোক গুলোকে আর খুজে পাওয়া যায় না।

সিদ্ধান্ত নেয়াটা জরুরি সব সময়, তবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, না হলে হুঠাট সিদ্ধান্ত ভবিষ্যতে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

Posted using SteemPro Mobile

 2 months ago 

দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।,তবে দুঃখের বিষয় হলো সুখের সময় অনেকেই পাশে থাকে কিন্তু খারাপ সময় তারাই দুরে চলে যায়। এজন্য প্রকৃত বন্ধু নির্বাচন করাটা অনেক বড় চ্যালেঞ্জের হয়ে দাড়িয়েছে।।

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রদানের জন্য। ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 months ago 

বাস্তবে এমন বিন্ধু খুব কম ই মেলে। সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত

Posted using SteemPro Mobile

 2 months ago 

টাইটেলটা পড়েই মনটা ভরে গেল একদম ঠিক সময়ের সাথে সঠিক সিদ্ধান্ত নেয়া উচিত প্রত্যেকটা মানুষের এতে হয় কে মানুষ খারাপ দিক থেকে খুব একটা বেছে নিতে পারে না।।

 2 months ago 

সময় এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে কেদেও সেই সময়টা ফিরিয়ে আনা সম্ভব হয় না তাই সময়ের সঠিক ব্যবহার করাটা অন্তত্য জরুরি।

ভালো থাকবেন।।

Posted using SteemPro Mobile

 2 months ago 

প্রথমে আপনাকে বলব খুব গুরুত্বপূর্ণ একটি পোস্টে আমাদের মাঝে শেয়ার করেছেন। সময় থাকতে সময়ের মূল্য দিতে জানি না। কারণ সময়ের সাথে একটি সঠিক সিদ্ধান্ত নেওয়াই সবথেকে বড় বিবেকবান। তাই যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই ভেবেচিন্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া উচিত।

 2 months ago 

সময় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা যদি সঠিকভাবে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে না পারি জীবনে অনেক সমস্যা আমাদের হয়ে থাকে। আজকে আপনি যে দাদার বিষয়ে আমাদের সাথে শেয়ার করেছেন।তার অতিরিক্ত টাকা আর নিজের ভুলের কারণে এই সমস্যা গুলো হয়েছে।

উনি যে মানুষ গুলোর সাথে চলাফেরা করতেন তারা ভালো নয়।এই জন্য হয়তোবা গুরুজনেরা বলে থাকে ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ হওয়া যায়। ধন্যবাদ আপনাকে চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

সময় খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জীবনে। সময় ভালো ও খারাপের মধ্যে তফাত করতে শেখায়। তবে সময় থাকতে আমাদের ভুলগুলো শুধরে নিতে হবে।।

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত করার জন্য।।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আমি যতদূর দেখেছি অতিরিক্ত টাকা মানুষকে নষ্ট করে দেয়। আমাদের যতটুকু আছে ততটুকু নিয়ে থাকা উচিত। অতিরিক্ত টাকা যখন একটা মানুষের কাছে আসে। তখন তার মাথা ঠিক থাকে না, কখন কি করবে সে নিজেও বোঝেনা। একদমই ঠিক বলেছেন সময়ের সাথে নিজেদেরকে শুধরে নেয়া উচিত। আর জীবনে চলার পথে অবশ্যই সঠিক মানুষ নির্বাচন করা উচিত। ধন্যবাদ চমৎকার রিপ্লাই দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 66892.89
ETH 3101.75
USDT 1.00
SBD 3.74