You are viewing a single comment's thread from:

RE: "The Steemit Awards 2024- My choice"

in Incredible Indialast year

আপনি একদম যোগ্য ও উপযুক্ত ব্যক্তিকেই বেছে নিয়েছেন। Best All Rounder এবং Best Contest Maker হিসাবে আমাদের প্রিয় এডমিন ম্যামকে বেছে নিয়েছেন আর এই সিদ্ধান্ত নিয়ে হয়ত কারো মনেই সন্দেহ থাকার কথা নয়।

ম্যাম প্রতি সপ্তাহে আমাদের জন্য কনটেস্টের আয়োজন করেন আর প্রতিটা কনটেস্টের বিষয়বস্তু যে কতটা আকর্ষণীয় হয় সেটা আমরা সকলেই জানি। যদি বলি, লেখার মানের ব্যাপারে তাহলে বলবো - ম্যাম তার পরিশ্রম এবং লেখার মানের কারনে আজকের পর্যায়ে পৌঁছেছেন। যোগ্য হওয়ার জন্য যতগুলো গুণাবলি থাকা আবশ্যক প্রতিটাই ম্যামের মধ্যে বিদ্যমান।ভালো থাকবেন।