সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি !!

in Incredible India2 months ago

IMG_20240313_000703.jpg

হ্যালো বন্ধুগণ,,

চলে আসলাম আপনাদের মাঝে সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি নিয়ে ৷ আজকে অনেক দিন পর গোলাপ ফুল চোখে পড়লো ভাবলাম আজকে এই সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করি ৷ তাহলে আর বক বক না করে চলো শুরু করা যাক ৷

সাদা গোলাপ ফুল সবার প্রিয় রঙের একটি ফুল ৷ আর গোলাপ ফুল প্রায় সবার বাড়িতেই কম বেশী রয়েছে ৷ কিন্তু যদি আমরা লক্ষ্য করে থাকি তাহলে দেখি লাল গোলাপ ফুল টাই বেশী ব্যবহার করা হয়ে থাকে আর লাল গোলাপ ফুল টাই সবচেয়ে বেশী দেখা যায় ৷ তবে আমাদের এই দিকে সাদা গোলাপ ফুল তেমন একটা দেখা যায় না , শুধু লাল গোলাপ ফুল টাই বেশী চোখে পড়ে ৷

সাধারনত গোলাপ ফুলের ব্যবহার আমরা অনেক লক্ষ্য করে থাকি ৷ যেমন , পূজার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তারপর ভি আই পি মানুষকে সম্মানিত করার জন্য অন্যান্য ফুলের পাশাপাশি গোলাপ ফুলের ব্যবহার করা হয়ে থাকে ৷ তাছাড়াও ফুল একটি পবিত্র জিনিস ফুল ব্যবহার পাশাপাশি আমাদের শরীরের রোগ ব্যাধি দুর করার জন্য অনেক ঔষুধ গুনাগুন লক্ষ্য করা যায় গোলাপ ফুলের মধ্যে ৷

গোলাপ ফুলের গাছ সাধারনত অনেক বড় হয়ে থাকে তারপর ডালপালা গুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়াতে বেশ ঝাপুর ঝুপুর একটি গোলাপ গাছ তৈরি হয় ৷ আর এই গোলাপ ফুলে পর্যাপ্ত পরিমাণে কাঁটা রয়েছে যেই কাঁটা গুলো একবার শরীরের মধ্যে লাগলে শরীর থেকে রক্ত ঝরতে শুরু করবে ৷ এই ধরনের ফুল গুলো সবসময় সতর্কতার সাথে ছিরতে হয় ৷

IMG_20240313_001033.jpg

সাধারনত গোলাপ ফুলের পাপড়ি গুলো খুবই নরম ৷ হালকা টাচ করলেই ফুল গুলোর পাপড়ি গুলো ঝরে পরে যায় ৷ তারপর গোলাপ ফুলের গাছ গুলো কলম চারা করে বাড়ির ভিতরে বা বাড়ির ছাদে এবং কি বেলকনিতে চাষ করে থাকে বাড়ির সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য ৷

IMG_20240313_000922.jpg

এখন জেনে নেওয়া যাক গোলাপ ফুলের কিছু উপকারিতা :

উপকারিতা
  • প্রথমত গোলাপ ফুলের এমন একটি সুবাস রয়েছে যেটার ঘ্রানে মন ভালো হয়ে যেতে পারে ৷ তারপর গোলাপ ফুলের রস স্ট্রোকের ঝুকি কমাতে সাহায্য করে থাকে ৷

  • পেটে অতিরিক্ত গরম ভাব দেখা দিলে এই গোলাপ ফুলের পাপড়ির রস বেটে চিনির সাথে মিশ্রণ করে খেলে তা খুব সহজেই দুর করা সম্ভব হয়ে পরে ৷

  • তারপর গোলাপ ফুল শরীরের ত্বক সুস্থ ও কমল রাখতে সাহায্য করে থাকে ৷ শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে থাকে ৷ তারপর শরীরের মধ্যে ছোট খাটো কাটা গেলে তা সারাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷

  • তারপর গোলাপ ফুল থেকে এক ধরনের চা তৈরি করা হয়ে থাকে যে চা মানসিক চাপ কমাতে সাহায্য করে থাকে ৷ তাছাড়াও গোলাপ ফুল দিয়ে সাবান তৈল যাবতীয় জিনিস তৈরি করা হয়ে থাকে ৷

অপকারিতা,,,

এই গোলাপ ফুলের সবচেয়ে বড় অপকারিতা হলো যাদের শরীরের মধ্যে এলার্জি রয়েছে ৷ তারা সাধারনত এই গোলাপ ফুলের কাছ থেকে সবসময় দুরে থাকবেন ৷

IMG_20240313_000935.jpg

তো বন্ধুরা আজকে এই ছিলো আমার গোলাপ ফুলের ফটোগ্রাফি ও কিছু উপকারিতা ৷ তো আজকের মত এখানেই বিদায় নিচ্ছি , ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

বিষয়ফটোগ্রাফি
ডিভাইসভিভো Y11
লোকেশনবাংলাদেশ
W3Whttps://w3w.co/slotted.inward.quartered

IMG_20230720_181603.png

Sort:  
Loading...
 2 months ago 

আপনার সাদা গোলাপের ফটোগ্রাফি দেখে আমি প্রেমে পড়ে গিয়েছি। এত সুন্দর অসম্ভব ভালো লাগছে না।। তবে এর উপকারিতা এবং অপকারিতা জেনে বেশি উপকারিত হয়েছে।

 2 months ago 

হ্যা আপু সাদা গোলাপ ফুলের প্রেমে সবাই পড়ে আমিও পড়েছি ৷ যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন

 2 months ago (edited)

ফুল মাত্রই সুন্দর, আর গোলাপকে বলা হয় সকল ফুলের রানী। এতেই বুঝা যায় গোলাপ ফুল কতটা সুন্দর। আমরা রাস্তাঘাটে চলার পথে সচরাচর লাল গোলাপই সবচেয়ে বেশি দেখতে পাই।তবে সাদা গোলাপ ও চোখে পড়ে কিন্তু সেটা তুলনামূলকভাবে কিছুটা কম।
আপনি খুব সুন্দর ভাবে আপনার পোস্টে গোলাপ নিয়ে লিখেছেন। এর উপকারীতা ও অপকারীতা নিয়েও বিস্তারিত লিখেছেন।
এত সুন্দর একটা লেখা আমাদেরকে উপহার দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সবসময় এই শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 months ago 

হ্যা দিদি গোলাপ ফুলকে রানী বলা হয়ে থাকে আর গোলাপ ফুলের সৌন্দর্য অনেক সুন্দর ৷ এই ফুলের সুবাস টাও অনেক সুন্দর ৷ ধন্যবাদ আপনাকে মতামত প্রকাশ করার জন্য ৷

 2 months ago 

প্রথমেই বলবো আপনার ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে। সাদা জিনিস আমাদের প্রতিটি মানুষেরই পছন্দ তেমন সাদা ফুল।। ধন্যবাদ এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি করার জন্য।।

 2 months ago 

হ্যা ভাই চেষ্টা করবো পরবর্তীতে আরো ভালো করার ৷

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 2 months ago 

আপনার ফটোগ্রাফি সব সময়ই দারুণ হয়, বলতে পারেন আমি আওনার ফটোগ্রাফির ফ্যান। আজকে দারুয়ান কিছু সাদা গোলাপের ছবি দেখলাম, পাশাপাশি এর উপকারিতাও তুলে ধরেছেন। দারুণ হয়েছে সব মিলিয়ে।

Posted using SteemPro Mobile

 2 months ago 

সাদা রঙ বরাবর সবার পছন্দের হয়ে থাকে ৷ আর এটা তো গোলাপ সাদা গোলাপ সবার মনে জায়গা করে নিতে পারে খুব সহজেই ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 months ago 

আপনি আজ আমাদের মাঝে সাদা গোলাপের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। ফুল হলো ভালোবাসার প্রতীক আর গোলাপ ফুলের কথা আলাদা করে কি আর বলবো। গোলাপ সাদা হোক আর যেমনই হোক আমার এমনিতেই খুব প্রিয়। আর হ্যা! আপনার ফটোগ্রাফিগুলো খুব সুন্দর হয়েছে।।

ভালো থাকবেন।।।

Posted using SteemPro Mobile

 2 months ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য ৷ ভালো থাকবেন আপনিও ...

 2 months ago 
  • ফুল পবিত্র তার প্রতীক , এমন কোন ব্যক্তি নেই যে ,ফুল পছন্দ করেন না। আমার কাছে তো সাদা গোলাপ অসাধারণ সুন্দর লাগে ।সব ধরনের গোলাপ ই আমার কাছে ভালো লাগে তবে সাদা আর হালকা গোলাপি গোলাপটা বেশি ভালো লাগে আমার কাছে ।আর গোলাপের গন্ধটা এত মিষ্টি তা আর কি বলব। খুব ভালো লাগলো আপনার পোস্টে পড়ে ,ধন্যবাদ আপনাকে।
 2 months ago 

হ্যা দিদি ফুল একটি পবিত্র জিনিস আর ফুল কে ভালোভাবে যত্ন করা বা ভালোবাসা আমাদের দায়িত্ব বলা যেতে পারে ৷ ফুলকে ভালোবেসে কখনও ফেলে দিও না এই প্রবাদ টি আমি অনেক শুনেছি আর অনেক পড়েছি ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 months ago 

ফুল পবিত্র তার প্রতি এটি আমরা সকলেই জানি ফুল ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। আমি ব্যক্তিগতভাবে যেকোনো ধরনের ফুল পছন্দ করি বিশেষ করে হালকা গোলাপি রঙেরগোলা খুবই ভালো লাগে আমার।

Posted using SteemPro Mobile

 2 months ago 

ফুল পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। আপনার সাদা গোলাপের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।আপনি এই সাদা গোলাপের উপকারিতা সম্পর্কে খুব বিস্তারিত তথ্য আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ সবসময় শুভকামনা রইল।

 2 months ago 

হ্যা ভাই আমি অনেক চেষ্টা করি ভালো ভাবে ফটোগ্রাফি করার ৷ সামনেও ভালো রাখার চেষ্টা করবো ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন ...

 2 months ago 

আমি মনে করি সাদা জিনিস মানুষকে অনেক বেশি মানায়।। আজকে আপনি আমাদের মাঝে সাদা গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছেন সেই সাথে এর উপকারিতা বলেছেন।। সব মিলিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।।।

 2 months ago 

হ্যা ভাই সাদা গোলাপ ফুলের সবার নজর কারে খুব সহজেই ৷ তাছাড়াও এই গোলাপ সাদা রঙের ফুল তেমন একটা দেখা যায় না জন্য সবার নজরে পরে না আর একবার নজরে পরলে সবার মন জয় করে নেয় এই গোলাপ ফুল ৷

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷

 2 months ago 

এটা আপনি একদম সঠিক বলেছেন এই ভুল খুব কমই দেখা যায় আর খুব সহজে মানুষের মন কেড়ে নেয়।।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 66086.94
ETH 3029.54
USDT 1.00
SBD 3.70