You are viewing a single comment's thread from:

RE: মুঠো ফোনে ধারণকৃত কিছু লিচুর ফটোগ্রাফি।

in Incredible India3 years ago

বর্তমান সময়ে গ্রীস্মকালীন ফল এই লিচু ফল ৷ লিচু ফল বাজারজাত করনে খুবেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ৷ বাড়িতে থাকা লিচু গাছ বলেন আর বাগানে থাকা লিচু গাছ বলেন বিক্রি করে অনেক টাকা বছেরর একবার নিতে পারবেন ৷ কারন লিচু অনেক চাহিদাময় ফল ৷ গ্রাম থেকে এই লিচু বড় বড় শহরে চলে যায় ৷ যার জন্য বাজারজাতকরনে একটু দাম বেশি পাওয়া যায় ৷

যাই হোক ভাই আপনার লিচু গাছের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷ ভালো থাকবেন ভাই ৷ আপনার জন্য শুভকামনা রইলো ৷

#miwcc