You are viewing a single comment's thread from:
RE: The beauty of Citrus maxima flowers/বাতাবিলেবু ফুলের সৌন্দর্য
সাধারনত আমরা বাতাবিলেবুকে দেশী লেবু বলে থাকি ৷ আর এই লেবু গাছ গুলো খুবই কম রয়েছে ৷ আবার যাদের বাড়িতে এই বাতাবিলেবু গাছ গুলো রয়েছে তারা সারাবছর ধরে কমবেশী খেয়ে থাকে ৷ আর দেশী লেবুর মধ্যে স্বাদ ও রয়েছ অনেক ৷ সাথে সৌন্দর্য দিক থেকে দেখলে বেশ ভালোই লাগে প্রত্যেকটি লেবু প্রায় এক সাইজের হয়ে থাকে যখন ফুল আসে দেখার মত সোন্দর্যতা সৃষ্টি হয় ৷ আর গাছে প্রচুর পরিমানে ফলন ধরে থাকে এই বাতাবিলেবু ৷
যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷