প্রেম প্রতারণার গল্প-৩ (আমার অনুভূতি)

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য কামনা করি। আমি কয়েকদিন অসুস্থ থাকায় কোন ধরনের কাজকর্ম করতে পারিনি। আজ বেশ সুস্থ আমি তাই আজ থেকে আপনাদের সাথে আবারো নিয়মিত হচ্ছি। তবে চলুন আমার সেই প্রেম প্রতারণার গল্প বাকি অংশটুকু আজ শোনাবো

man-2933984__480.webp

Image Source

আমার কথা হচ্ছে অন্য জায়গায় একজন মানুষ কিভাবে এই ধরনের প্রতারণা দিনের-পর-দিন করে যেতে পারে। তাদের মনে কি সামান্য পরিমাণ বিবেক বোধ জাগ্রত হয় না! সামান্য পরিমাণ কি মনুষত্ববোধ জাগ্রত হয়না! নাকি ন্যূনতম পাপ বোধ জাগ্রত হয়না। আপনি যতই মুখে মধুর কথা বলেন না কেন আপনার মনে যদি বিষ থাকে একদিন একদিন সেই বিষ আপনার মুখ দিয়ে বের হবেই। যারা মনে করেন ছলনা করবেন প্রতারণা করবেন, মিথ্যা বলবেন কিন্তু ধরা পড়বেন না তারাব বোকার স্বর্গে বসবাস করছেন। পৃথিবীতে এমন কোন অপরাধই নাই যে কখনো ধরা পড়েনি, তার মুখোশ কখনো না কখনো প্রকাশ পাবেই এমনকি মৃত্যুর আগে হলেও প্রকাশ পাবে। এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতি এভাবেই তার প্রতিশোধ নিয়ে আসছে। আমাদের দেশে এই ধরনের রাকিবরা প্রতিনিয়ত হাজারো মেয়ের সর্বনাশ করছে, মন নিয়ে খেলা করছে। তবে আমি শুধু রাকিবকে বলবো না হাজারো মেয়েরাও আছে যারা হাজারো ছেলের জীবন নষ্ট করছে কিন্তু আপনাদের মনে প্রশ্ন করেন এর পরিণতি কি? কখনো কী দেখেছেন কোন ছেলে ১০ টা প্রেম করে সুখী হতে পেরেছে? জীবনকে উপভোগ করেছে শুধুমাত্র সামরিক ভোগ বিলাসে ব্যস্ত ছিল হয়তো কিন্তু ব্যক্তিজীবনে সে কখনোই সুখের দেখা পায়নি, আর কখনো পাবেও না। আমি প্রেমকে কখনোই ভালো বা খারাপ বলবো না। তবে খারাপ তখনই বলবো যখন এটি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, জীবন নষ্ট দেখে ধাবিত করে। আমাদের দেশের ছেলেমেয়েরা প্রেম টাকে এমন এক জায়গায় নিয়ে গেছে জীবনের সবকিছু বাদ দিয়ে তারা প্রেমে পেছনে লেগে পড়েছে। প্রেম ছাড়া মনে হয় জীবনই অচল। আপনি প্রেম করেন না মানে আপনার জীবন বৃথা। কোন মানুষই না এটাই যেন এখন দুনিয়া নীতি হয়ে গেছে। আপনি স্কুল কলেজে ভর্তি হয়েছেন? বিশ্ববিদ্যালয় পড়েন? আপনার গার্লফ্রেন্ড নেই, আপনার বয়ফ্রেন্ড নেই, আপনি হচ্ছে সবথেকে ক্ষেত এটাই এখন প্রচলিত। আপনাকে মনে করা হবে সব থেকে পিছিয়ে পড়া একজন মানুষ। আবার যে সত্যিই প্রেম করে না সে যদি বলে না আমি সম্পর্ক করিনা। একটা মানুষ খুঁজে পাবেন না যে তাকে বিশ্বাস করছে। কারণটা কি? কারণ এটাই যে মানুষের মাঝে রক্তে রক্তে এতটাই মিশে গেছে বিষয়টি ছাড়া বিকল্প কল্পনায় করতে পারে না। প্রেম কি শুধু মাত্র একজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের মাঝে হতে পারে? একজন বন্ধুর সাথে হতে পারে না?, বাবার সাথে হতে পারে না?। তার বইয়ের সাথে হতে পারে না?গাছপালার সাথে হতে পারে না? অবশ্যই পারে। যে যাকে পছন্দ করে যে বিষয়গুলো তারা ভালোলাগে।. যেখানে যে বিষয় গুলো করলে তারা মনে আনন্দ পায়, সুখ অনুভব করে, সে গুলোকে আমি প্রেম বলি কিন্তু এখন প্রেম হয়ে গেছে শুধুমাত্র ছেলেমেয়েদের ভোগবিলাসের বস্তু। শুধু প্রেম করলে হবে না। এখানে যেতে হবে !এটা না করলে প্রেম থাকবে না! প্রেমিককে টিকিয়ে রাখতে গিয়ে অনেক নারী তাদের সর্বনাশ করে থাকেন আর এই সুযোগটাই নেয় সেই লম্পট প্রেমিকরা অনেক সময় ব্ল্যাকমেইল করা শুরু করে।এইভাবে প্রেমের চরম পরিনতির শিকার হচ্ছে হাজারো যুবক যুবতী।

digital-art-398342__480.webp.png

Image Source

যাই হোক রাফিয়া মৌ আপাতত ভালো আছে হয়তো। কিন্তু আমি তাদের বলেছি যে কোন কিছু করার আগে একটা মানুষ সম্পর্কে ভালভাবে জানা দরকার। শুধু চর্মচোখে বিশ্বাস না করে মানুষটাকে যাচাই করা উচিত। চেহারা সুন্দর হলেই যে তার মন সুন্দর হবে এর কোন ব্যাখ্যা নেই। আজকাল ছেলে মেয়েরা শুধুমাত্র প্রথম দর্শনেই প্রেমে পড়ে যায়। তার রূপ দেখে, তার শারীরিক কাঠামো দেখে। কিন্তু একজন মানুষের সাথে সারা জীবন থাকতে গেলে শুধুমাত্র এই সব জিনিস কে প্রাধান্য দিলে আপনি কখনোই সুখী হতে পারবেন না। হয়তো সাময়িক ভাবে আপনার ভালো লাগবে কিন্তু দীর্ঘস্থায়ীভাবে আপনি কখনো প্রশান্তি পাবেন না। আমি বলতে বাধ্য হচ্ছি প্রেম , ভালোবাসা কখনো শরীরে খুঁজে পাবেন না, ভালোবাসা খুঁজে পাবেন মস্তিষ্কে। একজন ব্যক্তির সাথে আপনার মনের মিল, চিন্তা ভাবনার মিল, দৃষ্টিভঙ্গির মিল যদি না থাকে শুধুমাত্র চেহারা দেখে কখনই কোন ধরনের সম্পর্কে জড়ানো উচিত নয়। জীবনের সঙ্গী হিসেবে একজন বিশ্বস্ত মানুষ পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে এই সমাজে ।যাকে বিশ্বাস করে অন্ধকারে হাঁটা যায় ,যাকে বিশ্বাস করে আগুনে পা দেয়া যায়।

Sort:  
 2 years ago 

অনেক ভালো ভালো কথা লিখেছেন। এই কথাগুলো পড়তে ভালোলাগে কিন্তু জীবনে মানতে পারে কজন? আসলেই আমরা প্রেমটাকে এখন এমন একটা জায়গায় নিয়ে এসেছি। এটা এখন আমাদের মৌলিক চাহিদার পর্যায়ে চলে গিয়েছে। এটা এখন একটা স্ট্যাটাস সিম্বল। এই ধরনের চিন্তাভাবনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। চমৎকার লিখেছেন। পোষ্টের ছোটখাটো কিছু ভুল আছে। সম্ভবত টাইপিং মিসটেক। সেগুলো অনুগ্রহপূর্বক সংশোধন করে নেবেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওকে ভাইয়া।ধন্যবাদ এত সুন্দর করে পড়ার জন্য।

 2 years ago 

গল্পটি প্রথম থেকে পড়ে আসলাম।আসলে এইরকম অনেক ছেলেরা আছে যারা মেয়েদের ঠকিয়ে টাকা নিচ্ছে,খাবার খাচ্ছে যেন জীবন চালিয়ে নিচ্ছে অন্যের টাকায়।তাই সবার আগে সচেতন নিজেদের হওয়া উচিত।অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন আপু,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জীবনের সঙ্গী হিসেবে একজন বিশ্বস্ত মানুষ পাওয়া বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে এই সমাজে ।যাকে বিশ্বাস করে অন্ধকারে হাঁটা যায় ,যাকে বিশ্বাস করে আগুনে পা দেয়া যায়।

চমতকার কিছু কথা লিখেছেন শেষে। ভাল লেগেছে আপনার কথাগুলো। আমাদের জীবনে সঠিক মানুষ নির্বাচন করাটা খুবই জরুরি। কিন্তু আমরা এত কিছু বিচার বিশ্লেষণ না করে ঝাপ দিয়ে ফেলি। পরে পস্তাতে হয়। যাইহোক ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। ধন্যবাদ আপনাকে। আপনার লেখাগুলো ভাল ছিল।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 62613.51
ETH 3019.43
USDT 1.00
SBD 3.93