দাদা আপনার কবিতা পড়ে সুফিয়া কামালের কবিতা কথা মনে পড়ে কেন "হে কবি নীরব কেন বসন্ত এসেছে ধরায়"। কিন্তু আপনি নীরব থাকেন নি ।চারিদিকে ফুলে ফুলে ভরা এ পরিবেশটাকে সত্যি বসন্তের আগমন। বসন্ত এমন একটি ঋতু যা সত্যি ভালোবাসার এক ধরনের বহিঃপ্রকাশ ঘটায়। এসময় প্রকৃতি নব রূপে সাজে। বসন্ত দার দখিনা বাতাস কে আমাদের মনে এমনভাবে দোলা দিয়ে যায় যা সত্যি প্রশান্তি বয়ে নিয়ে যায় । আপনার কবিতার প্রতিটি লাইন বসন্ত ভালবাসার সংমিশ্রণে সেই প্রিয় মানুষটির আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা বসন্তের শুরুতে আপনার কাছ থেকে পাওয়ার জন্য ।