You are viewing a single comment's thread from:

RE: আমার গ্যাস স্টেশন।

in আমার বাংলা ব্লগ4 years ago

মূলত এক জীবনে আমি খুব কমই গেম খেলেছি যদিও গেম খেলেছি সেই ছোটবেলায় মোটরসাইকেল রেস, কার রেস সাপ খেলা এগুলো। গেম কখনোই আমাকে টানতো না। আমার ফোনে কখনোই গেম এর কোন অ্যাপস ইনস্টল করা থাকত না। এমনকি এখনও নেই। তবে আপনার গেমগুলো দেখে আমার খুব ভাল লাগছে পড়ে এক ধরনের অ্যাডভেঞ্চার বা কোনো জায়গায় ঘুরে আসার স্বাদ পাচ্ছি। এর আগে যখন আপনি চট্টগ্রামে গেলেন তখন মনে হচ্ছে আপনি চট্টগ্রামে রাস্তাগুলো আমাদের সামনে চিনিয়ে দিচ্ছেন আমরা সেগুলো অনুসরণ করে পরিকল্পনায় চলে যাচ্ছি। আপনি মরুভূমির বুক চিরে লং রুটে চলে যাচ্ছেন এরপর ডাকাতের কাছে থেকে ঋন নেওয়া সব মিলে খুব দারুণ একটি উপস্থাপনা করেছেন। পরবর্তী গেমের জন্য অপেক্ষায় রইলাম।