You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ।

in আমার বাংলা ব্লগ4 years ago

আমার বাংলা ব্লগ আমার পরিবার বলেই ভেবে আসতেছি ভাইয়া। এর পরিবারের সাথে থাকতে থাকবে একটা আলাদা অনূভুতি, মায়া, ভালো লাগা হয়ে গেছে।সেই অনূভুতি হয়তো মুখে বলে বা লিখে প্রকাশ করা যাবেনা
দুই একদিন যদি এই পরিবারের সাথে থাকতে পারি কেমন জানি ভিতরটা ফাকা ফাকা লাগে।এই পরিবারে মানুষগুলোর প্রতিও আলদা এক আত্বার সম্পর্ক হয়ে গেছে। এই পরিবারের কর্তা ও সকল এডমিড, মমডারেটর ভাইদের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা থাকবে সর্বদা।যেকোনো প্রতিষ্ঠান যদি সুশৃঙ্খল ভাবে না চালানো যায় তা অতিদ্রুত সমুলে উৎপাটিত হয় কিন্তু এই প্রতিষ্ঠানটি শৃঙ্খলার কোনো কমতি। সব কিছুই খুব আপন মনে হয়। যতদিন আছি এই পরিনারের একটা অংশ হয়ে থাকতে চাই। এই পরিবার স্টিম জগৎ কে নেতৃত্ব দিবে সেই প্রত্যাশা করছি এবং বাংলা ভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্টায় অগ্রনী ভূমিকা পালন করবে বলে মনে করি।

Sort:  
 4 years ago 

এই পরিবারে মানুষগুলোর প্রতিও আলদা এক আত্বার সম্পর্ক হয়ে গেছে।

💞💞