আমার পরিচিতি||তারিখঃ০৯-০৮-২০২১
পোষ্টের শুরুতেই আমার বাংলা ব্লগএর সবাইকে জানাই আমার শুভেচ্ছা ও সালাম-আসসালামু আলাইকুম।এই কমিউনিটি তে এটা আমার দ্বিতীয় পোষ্ট।প্রথমে আমার নিজের পরিচয় না দিয়ে প্রথম পোষ্ট করার জন্য আমি এখানের শ্রদ্ধেয় সিনিয়র ভাইদের থেকে ক্ষমা চাচ্ছি এবং একইসাথে @winkles ও @moh.arif ভাইকে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।আশা করছি আপনাদের এবং @rme ভাইয়ের সহযোগীতায় নিজ মাতৃভাষায় সুন্দর সুন্দর পোষ্ট উপহার দিতে পারবো
আমার নাম মোঃমাসুম বিল্লাহ।আমি কারিগরী শিক্ষা বোর্ডের অধীনস্থ মৎস্য ডিপ্লোমা ইন্সটিটিউটের একজন চতুর্থ বর্ষের শিক্ষার্থী।আমার বাবার নাম রবিউল ইসলাম।চার বছর আগে আমার বাবা একটা দুঃঘর্টনায় মারা যায়।বর্তমানে আমাদের পরিবারের সদস্য সংখ্যা তিন জন।আমার মা মোসাঃ নাছরীন জাহান,আমার ছোট বোন এবং আমি।আমার মা একজন গৃহিণী।তাই তার কাছে আমাদের পরিবারের ভরণপোষণ চালানো কষ্টসাধ্য হয়ে যায়।
আমার অনেক শখের মধ্যে অন্যতম হলো বই পড়া,বাগান করা এবং পুকুরে মাছ চাষ করা।অবসর সময়ে আমার গল্পের বই পড়তে খুব ভালো লাগে বিশেষ করে বাংলা যেমনঃতিন গোয়েন্দা,সাইমুম সিরিজ ইত্যাদি।বাগান করতে আমার ভালো লাগে বলে নিজের বসত বাড়িতেই আম,লিচু এবং বড়ই গাছ লাগিয়েছি।
বিকেলের সময় আমার পুকুরে ঘুরতে খুব ভালো লাগে এতে আমার সারাদিনের পরিশ্রমের অবসান হয় এবং পুকুরে পাশের সবুজ পরিবেশ দেখলে আমার চোখটা জুড়িয়ে যায়।
আমি যেহেতু মৎস্য অনুষদ এর একজন শিক্ষার্থী তাই আমার পড়ালেখা শেষ হবার পর আমি মৎস্য অফিসার হবার স্বপ্ন দেখি।তাছাড়া চাকরির পাশাপাশি মাছ চাষের সাথে আমি সম্পৃক্ত হতে চায়।তাছাড়া ছোট বেলা থেকে আমার টেকনোলজি সম্পর্কিত জিনিসের উপর আমার প্রবল আগ্রহ।তাই আমি টেকনলোজি সম্পর্কিত জ্ঞান আহরণের মাধ্যমে আমার ভবিষ্যৎ পরিকল্পনার একটি অংশ করতে চায়
আমি আমার অবসর সময়কে নষ্ট না করে সবসময় এটিকে কাজে লাগানোর চেষ্টা করি।একদিন আমার এক ভাই স্টিমিট এই সাইটটি সম্পর্কে আমাকে বললো।তারপর এই সাইট সম্পর্কিত অনেক জানার পর দেখলাম এটা আমার পছন্দেরই একটা সাইট ঠিক আমি যেমনটা আশা করেছিলাম।তাছাড়া এখানে কাজের মাধ্যমে আমি যেমন টেকনোলজি সম্পর্কে একটা জ্ঞান পাব তেমনিভাবে এখানে উপার্জিত অর্থের মাধ্যমে আমি আমার পরিবারের হাল কিছুটা হলেও ধরতে পারবো।তাই আমি সবসময় চেষ্টা করবো এখানে সুন্দর এবং সাবলীল ভাষায় পোষ্ট করার জন্য।
অবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পোষ্টটি শেষ করছি।আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং ভুলত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।সবিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সচেতনতা অবলম্বন করার জন্য আকুল আবেদন করছি।ধন্যবাদ @abir10
আমি বিশেষ ভাবে আরো ধন্যবাদ জানাই
@rme
@black ভাইকে।




আপনাকে আমার বাংলা ব্লগে স্বাগতম। সৎ এবং সঠিকভাবে কাজ করুন আশাকরি আপনি নিরাশ হবেন না। আমাদের সাথেই থাকুন।
স্বাগতম আমার বাংলা ব্লগে। আশা করছি আপনার কাছ হতে সুন্দর গল্প শুনতে পাবো।
আমার সর্বোচ্চটা দেবার চেষ্টা করবো ভাইয়া...
আমার বাংলা ব্লগে আপনাকে জানাই স্বাগতম। আশাকরি আপনি "আমার বাংলা ব্লগে " কাজের মাধ্যমে অনেক অবদান রাখার চেষ্টা করবেন।
ধন্যবাদ...আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো
আমাদের কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। চেষ্টা করুন আমাদের সঙ্গেই থাকার জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাইয়া উৎসাহ প্রদানের জন্য...❤️