মেঘ বালিকার প্রতীকী রূপায়ণটা অসাধারণ ছিল! অল্প কথায় এত গভীর অনুভূতি তুলে ধরেছেন — সত্যিই প্রশংসনীয়।গল্পটি যেন কবিতার মতো গড়িয়ে চলেছে। ভাষা আর আবেগের মিশ্রণ ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো।চরিত্রটি যেন শুধু গল্পে নয়, মনের ভেতর এক ধরনের নরম ছায়া ফেলল। খুব সংবেদনশীল লেখা।
গল্পটি পড়ে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।