You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪৭
হঠাৎ আসা নীরবতা,
ভেঙে দেয় যত নীরবতা।
অবাঞ্ছিত স্মৃতিরা ভিড় করে,
মন খোঁজে তার পুরোনো ঘর।
সময় বাঁকে বাঁকে পথ ভোলায়,
পুরোনো হাসি আজ শুধু মিলায়।
আলো-আঁধারের খেলা,
কখনও তারা জ্বলে, কখনও ভেলা।
প্রত্যাশার রেশ ধরে,
মন শুধু চেয়ে রয় বহুদূর।
নিঃশব্দে ঝরে পড়া জলবিন্দু,
মিথ্যে মায়ার ছন্দ-বিন্দু।