বৃষ্টি ভেজা এক রাত
বিসমিল্লাহির রহমানির রহিম
★আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাব★। আমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে বৃষ্টি ভেজা এক রাত এই বিষয়ে একটি ব্লগ শেয়ার করবো।তাহলে চলুন এবার শুরু করা যাক।
![]() |
|---|
বৃষ্টির প্রতিটি ফোঁটা প্রকৃতির আনন্দধ্বনি।গাছেরা দুলে ওঠে নতুন প্রাণে, মাটির বুক ভিজে ওঠে জীবনের ছোঁয়ায়।ব্যাঙের ডাক, ছাদের টিনে বৃষ্টির শব্দ, বিদ্যুতের ঝলকানি সব মিলিয়ে সৃষ্টি হয় এক সঙ্গীত, যার তাল মেলায় হৃদয়ের স্পন্দনের সঙ্গে।প্রেমিক-প্রেমিকার জীবনে বৃষ্টি যেন এক মিষ্টি অজুহাত।এক ছাতার নিচে দুজনের নীরবতা, কিংবা এক কাপ গরম চায়ের পাশে জমে থাকা গল্পগুলো এই রাতেই যেন সবচেয়ে বেশি প্রাণ পায়।কিছু কথা না বললেও, চোখের ভাষায় সব বলা হয়ে যায়।
কবিরা এই রাতেই সবচেয়ে বেশি লিখতে পারেন।বৃষ্টির ছন্দে মিলে যায় কবিতার ছন্দ।fআকাশের কান্না, মাটির হাসি, আর হৃদয়ের কাঁপন সব একসাথে মিশে তৈরি হয় এক অবর্ণনীয় অনুভূতি, যা শুধু হৃদয় দিয়েই বোঝা যায়।বৃষ্টি শেষে চারপাশে নেমে আসে নিস্তব্ধতা।কুয়াশাচ্ছন্ন জানালায় প্রতিফলিত হয় কিছু অমলিন ভাবনা।মনে হয় এই রাতটুকুই যথেষ্ট নিজের সঙ্গে কথা বলার জন্য, নিজেকে নতুন করে জানার জন্য।
বৃষ্টি ভেজা এক রাত শুধু আবহাওয়ার গল্প নয়, এটি এক অনুভূতির যাত্রা।এই রাতে কেউ খুঁজে পায় হারানো ভালোবাসা, কেউ খুঁজে পায় নিজের শান্তি।বৃষ্টি থেমে গেলে হয়তো সব শুকিয়ে যায়, কিন্তু হৃদয়ের ভেতর জমে থাকা সেই সুর চিরকাল ভেসে থাকে নরম, ভেজা, অনন্ত।
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
আল্লাহ্ হাফেজ
| Device | Motorola g34 5g |
|---|---|
| Camera | 52 MP |
| County | Bangladesh |
| Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness












X-promotion
Comment Link:👇
https://x.com/Ava1965358/status/1984614735179104716?t=sexf641gYOoloLP8Uweu0Q&s=19