বাজার করার কিছু মুহূর্তের ফটোগ্রাফি
টাটকা শাকসবজি কার না পছন্দ হয় আমি মাছ মাংস থেকে শাকসবজি অনেক বেশি পছন্দ করি তবে আমরা যে জায়গায় কাজ করি বা থাকি সে জায়গায় প্রতিনিয়ত টাটকা শাকসবজি দেখা মেলে না সেটার জন্য আমাদের বাহিরে যেতে হয় মার্কেটে।
সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আবার আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লক নিয়ে হাজির হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
আমরা যেখানে থাকি এখান থেকে একটু দূরে প্রতি রবিবার বাজার বসে সকালবেলায় এখান থেকে মালয়েশিয়ার রিংগেট হিসাবে ত্রিশ রিং যাওয়া আসা ভাড়া নাই, তবে আমি প্রতিনিয়ত বাজারে যাই না প্রতিমাসে দুইবার বাজার করতে যায় যেহেতু আমাদের ফ্রিজ আছে শাকসবজি বা অন্যান্য বাজার সদাই একেবারে নিয়ে এসে ফ্রিজে রেখে দেই।
মাছ মাংস কাঁচা মরিচ পেঁয়াজ রসুন এবং অন্যান্য যাবতীয় সংসারের জিনিস একেবারে নিয়ে আসি এটাতে হয়তোবা একটা সুবিধা হয় কিছু টাকা বেঁচে যায় সাথে সাথে নিত্য নতুন শাকসবজি বা অন্যান্য জিনিসপাতি পাওয়া যায় যেগুলো এখানে পাওয়া যায় না।
মালয়েশিয়ায় বিভিন্ন জায়গায় আপনি সচরাচর বাংলাদেশে দোকান দেখতে পাবেন সেখানে বাংলাদেশের যাবতীয় মোদি দোকানের জিনিসপত্র সহ কাঁচামাল শাকসবজি মাছ মাংস আরও ইত্যাদি সবকিছু পাওয়া যায় আমরা প্রতিনিয়ত সেখান থেকেই বাজার করি।
হয়তোবা একটু কষ্ট হয় কিন্তু অনেক সুবিধা আছে কারণ আমরা বাংলাদেশী মানুষ যার জন্য আমাদের বাংলাদেশের তরকারি পছন্দ হয় আর এদেশের দোকান থেকে যখনই আপনি জিনিসপত্র ক্রয় করতে যাবেন তখন এদেশের শাকসবজি বা এদেশের জিনিসপত্র দেখতে পাবেন যখন আপনি বাংলাদেশী দোকান থেকে শাকসবজি ক্রয় করবেন তখন বাংলাদেশি পণ্য ক্রয় করতে পারবেন এই দিক থেকে আমাদের জন্য অনেকটা সুবিধা হয়।
যেহেতু আমি ১৫ দিনের বাজার করি এবং আমাদের মেসে চার জন লোক সেজন্য বাজার করার সময় আমি আমার সাথে যে কোন একজনের নিয়ে যেতে হয় তা না হলে একজনে বাজার করে সবকিছু নিয়ে আসতে সমস্যা হয় যদি মনে করেন যা আসলে মালয়েশিয়া এরকম আসলে এটা ভুল ধারণা সব জায়গায় সমান না সেটা বাংলাদেশ হতে পারে মালয়েশিয়া কেন যে কোন দেশের যেকোন প্রান্তে হতে পারে।
যাই হোক আমি আমার কাঁচা বাজার করার সময় কিছু ফটোগ্রাফি করেছিলাম সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
আজি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।





My Twitter Link
https://x.com/aburihan2017/status/1979872639482249714
বাজার থেকে টাটকা শাকসবজি কেনার আনন্দই আলাদা। আর টাটকা শাকসবজিগুলো দেখে অনেক ভালো লাগলো।