শীতের সকাল কার কাছে না ভালো লাগে।

in আমার বাংলা ব্লগ4 hours ago

সকালে শিশির ভেজা কুয়াশামাখা মিষ্টি মিষ্টি রোদ্র গ্রামের মেঠো পথ বই হাটা তার পাশে পড়ে থাকা ঘাস গুলোর উপর কুয়াশা এ ধরনের অনুভূতি কার কাছে না ভালো লাগে কিন্তু আমরা অনেক বেশি মিস করি এই দিনগুলো।

1000512305.jpg
Pexels:
সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন পরম করুনাময় সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমিও অনেক ভালো এবং সুস্থ আছি বন্ধুরা আজ আমার আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম আজকের ব্লকের মূল বিষয়বস্তু নিজের মনের অনুভূতির কিছু কথা

বর্তমানে এখন বাংলাদেশে শীতকাল চলছে শীতকালে অনেক জিনিস ভালো লাগার আছে আর অনেক জিনিস একটু সমস্যা হয় বিশেষ করে শিশুদের জন্য একটু কষ্টকর হয়ে যায় এই শীতের সময় যেহেতু তারা নবজাতক শিশু তাদের একটু বেশি ঠান্ডা লাগলেই সর্দি কাশি জ্বর আরো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তবে খারাপ দিকগুলো শুধু দেখলে হবে না ভালো অনেকগুলো দিক আছে সেগুলো নিয়েও আমাদের আলোচনা করা উচিত।

আমাদের দেশের ছয়টা ঋতু দিয়ে একটি বছর প্রচলিত হয় আরো ছয়টার ভিতরে ছয় রকম বৈশিষ্ট্য আছে তবে আমার কাছে শীতের সময় টা ব্যক্তিগতভাবে অনেক বেশি ভালো লাগে তারও কিছু কারণ আছে শীতের সময় খাদ্য খাবার পিঠামাটা এবং খেজুর গাছের রস আসে তৈরি হয় গুড় এগুলো অনেক বেশি মিস করি।

শুধু কি তাই শীতের সময় যতগুলো সবজি পাওয়া যায় অন্য সময় এগুলো পাওয়া যায় না আর শীতের সবজি অন্যরকম একটা সুস্বাদু যেমন ফুলকপি বাঁধাকপি পেঁয়াজের কালি আরো বিভিন্ন ধরনের শাকসবজি এই শীতের মৌসুমে পাওয়া যায় আর এগুলো খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগে এই শীতের সময়।

যেকোনো মৌসুমের ফসল আবাদে সেই মৌসুমের সময়ই ভালো লাগে অন্য সময় কিন্তু ততটা বেশি সুস্বাদু হয় না শীতের সকালে কুয়াশার ভিতর গ্রামের মেঠো পথভরে যখন হেঁটে ফোলা হয় তখন মনের ভেতর অন্যরকম একটা অনুভূতি তৈরি হয় বা কাজ করে বিশেষ করে রাস্তার পাশে পড়ে থাকা ঘাসগুলোর উপর যখন কুয়াশা পড়ে থাকে আর সেগুলো দেখতে কতই না সুন্দর দেখা যায়।

সকালবেলা কৃষক বা দাসিরা গাছ কাটার জন্য বা রস করার জন্য গাছে উঠছে আসলে এগুলো এখন দিনে দিনে বিলুপ্ত হওয়ার উপযোগী হয়ে গেছে তারপরও গ্রাম অঞ্চলে এখনো আছে তবে তোর ভাগ্যবশত আমরা বাসায় থাকার কারণে এগুলো অনেক বেশি মিস করি।

আপনার কাছে শীতের সকাল কেমন লাগে অবশ্যই সেটা আপনি মন্তব্য করে জানিয়ে যেতে পারেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।