সকালবেলা কাজের জায়গা থেকে কিছু ফটোগ্রাফি
প্রতিটা কর্মজীবী মানুষ সকালবেলা ঘুম থেকে উঠেই নিজ কর্মস্থানে যাওয়ার প্রস্তুতি নায় আমিও ঠিক তেমনি তার ব্যতিক্রম নয়।
সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি অনেক ভালো এবং সুস্থ আছি বন্ধুরা আজ আমার আমি আপনাদের মাঝে আমার আজকের সকালের কিছু কথা উপস্থাপন করতে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং সাথে কিছু ফটোগ্রাফি।
প্রতিটা দিনই একই কাজ হয়তোবা একটু ভিন্নভাবে তবে কাজ তো কাজই কাজ ছাড়া জীবনে উন্নতি দেখা সম্ভব না যে ব্যক্তির জীবনে কাজ নেই আমি মনে করি তার জীবনে উন্নতি নেই তবে আমরা প্রবাসে আমাদের কাজ করতেই হবে শুধুমাত্র প্রবাসীদের ক্ষেত্রে নয় আমি মনে করি প্রতিটা মানুষের ক্ষেত্রে কাজ করা ভালো কাজের অনেকগুলো উপকারিতা আছে।
আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরেই কাজের মাঠে রওনা দেই কাজ না করলে মনের ভিতরে প্রফুল্ল তৈরি হয় না কেমন জানি আলসে লেগে যায় শরীরের ভেতরে বা মনের ভেতরে আজ সকালে আমি যে প্রযুক্তি বর্তমানে কাজ করছি সেখানে একটু কাজগুলো পরিদর্শন করে দেখলাম কারণ এক অংশ প্রায় কাজ শেষ হওয়ার উপযোগী হয়ে উঠেছে এবং আরেক অংশ এখনো পর্যন্ত বাকি আছে।
যেহেতু এখানে বিল্ডিং তৈরি হচ্ছে সবগুলো একসাথে কখনো সম্ভব না এজন্য পর্যায়ক্রম ভাবে তৈরি হচ্ছে আর আমার কাজও ঠিক সেইভাবেই কারণ সবদিকে যে কাজ যেভাবে যাবে আমাদেরও সেভাবে চলতে হবে তবে সকালবেলার ভিউ টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল সূর্য যেন পাহাড়ের ওই মাথা থেকে দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল এবং তার সাথে কাজের জায়গায় চলে এসেছে এটা একটা অন্যরকম অনুভূতি সব মিলে আজকের দিনটা হয়তো আশা করছি অনেক ভালোভাবেই অতিক্রম হবে।
যাহোক বন্ধুরা আমি আমার কাজের জায়গা থেকে কিছু ফটোগ্রাফি শেয়ার করছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।






My Twitter Link
https://x.com/aburihan2017/status/1975389537263378500
https://x.com/aburihan2017/status/1975390314233000195

Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin