চলতি পথে ধারণ করার কিছু ফটোগ্রাফি
দীর্ঘদিন যাবৎ একই জায়গায় কাজ করছি হয়তোবা এটার জন্য মনের ভেতর অন্য ধরনের প্রশান্তি হয় কারণ এক জায়গায় থেকে কাজ করার আনন্দ একটা আলাদা আর মাঝেমধ্যেই জায়গা পরিবর্তন করলে সেটারও কিছু সুবিধা থাকে যেমন আপনি বাহিরের অনেক ভালো ভালো দৃশ্য উপভোগ করতে পারবেন।
সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন আমিও অনেক ভালো এবং সুস্থ আছি।
বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে অল্প কিছু ফটোগ্রাফি উপস্থাপন করতে চাই আমি বাহিরে গিয়েছিলাম কাজের উদ্দেশ্য সেখান থেকে অল্প কিছু ফটোগ্রাফি ধারণা করেছি সেটাই আপনাদের মাঝে উপস্থাপন করব।
আমি কনস্ট্রাকশনের কাজ করি এবং নির্দিষ্ট একটা প্রজেক্ট এর ভেতর এখানে নতুন রুম তৈরি হচ্ছে পাহাড় বা বনো জঙ্গল পরিষ্কার করে এখানে রুমগুলো তৈরি হয় যার ফলে এখানে উপভোগ করার মত চোখের প্রশান্তি পাওয়ার মতো তেমন কোন দৃশ্য নতুন করে দেখা যায় না কিন্তু যখনই একটু বাইরের দিকে যাওয়া হয় তখন মনের ভেতর প্রফুল্ল বা আনন্দ লাগে কারণ বাহিরে বিভিন্ন ধরনের জিনিস উপভোগ করা যায়।
গতকাল ১১ টার দিকে হঠাৎ করে কোম্পানি ফোন করে বলল তুমি কিছু জিনিস নিয়ে রেডি থাকো তোমাকে বাহিরে কাজের জন্য নিয়ে যাওয়া হবে অল্প একটা কাজ আছে কাজটা শেষ করে আসতে হবে আমি কোম্পানির গাড়ির উদ্দেশ্যে বসে থাকি এবং যত সময়ে গাড়ি চলে আসে এবং কাজের জন্য রওনা দেই।
ততটা বেশি দূরে না আমি যেখানে থাকি এখান থেকে প্রায় ১০ কিলোমিটারের মতো দূর হবে 10 কিলোমিটার বিদেশের বাড়িতে নিকোটিক মনে হয়। যাই হোক সেখানে যাওয়ার পরে রাস্তায় যেতে যেতে ভালো কিছু সিনারি বা দৃশ্য আমার চোখে ভালো লেগে যায় তারই কিছু ফটোগ্রাফি ধারণ করি।
এখানে রাস্তার পাশে উল্লেখ করা থাকে আপনি কোন কোম্পানির ভিতরে কাজে যাবেন বা তাদের রুমগুলো নির্দিষ্ট একটা জায়গা দেওয়া থাকে প্রবেশ পথেই খুব সুন্দর করে উল্লেখ করা আছে এবং সেটা দেখে আমার কাছে খুবই ভালো লেগে যায়। শুধু কি তাই ভেতরে প্রবেশপথে আরো বেশি সৌন্দর্যময় কিছু জিনিস তৈরি করে রেখেছে সেগুলো দেখে আরো বেশি ভালো লেগে গেল কিছু প্রজাপতি আঁকিয়ে রেখেছে যেগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল।
যাওয়ার পথে কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে আমি উপস্থাপন করছি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
আজও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
| Device | Name |
|---|---|
| Android | oppo A95 |
| Camera | 4.71 Mm, f/1.0, (iso100) |
| Photography: | |
| Location | Malaysia 🇲🇾🇲🇾🇲🇾 |
| Short by | @aburihan |










My Twitter Link
https://x.com/aburihan2017/status/1978474057571152087
https://x.com/aburihan2017/status/1978474790714474705?t=rAqpw-Yfh3cunRJZmsl09g&s=19
Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
Congratulations!!

Your post has been upvoted through steemcurator06. We encourage you to publish creative and quality content.
Curated By:
Thank you for supporting me