গ্রীষ্মকালীন ফলের কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল সদস্যগণ আপনারা সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার রহমতে পরিবার নিয়ে আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে বেশ ভালো ও সুস্থ আছি। আজ আমি আপনাদের মাঝে কিছু এলোমেলো ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

ফোটোগ্রাফি 📸নং:- ১

IMG_20240609_143259_942.jpg

Device : Samsung
What's 3 Word Location


জাম আমার খুব পছন্দের একটি ফল। আজ আমার বাবা বাজার থেকে বেশ কিছু জাম কিনে এনেছে। আমি ভালো করে ধুয়ে খাওয়ার আগে চিন্তা করলাম এই জামগুলোর একটা ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব । এটি আমাদের দেশী একটি ফল। এই ফল শরীরের জন্য বেশ উপকার। জাম আমার কাছে খেতে খুব ভালো লাগে।

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9UUCXtuDz4j3YogH8bYTQ7xEKZH7aDHtXkofFUwqFTCbSMKCNJfvw1YHrxtdy6G5iPWCytZsbrW8WKx (1).png

ফোটোগ্রাফি 📸নং:- ২

IMG_20240614_140853_151.jpg

Device : Samsung
What's 3 Word Location


গ্রীষ্মকাল আমার খুব একটা পছন্দ ঋতু নয়। কিন্তু আমের কারণেই গ্রীষ্মকালটা আমার ভালো লাগে। প্রতিবছর অপেক্ষায় থাকি কবে গ্রীষ্মকাল আসবে আর আমরা আম খেতে পারব। আমার ভীষণ প্রিয় একটি ফল। এবারের গ্রামে যাবার পরে দেখতে পাই ছোট ছোট গাছগুলোতে আম ঝুলে রয়েছে। এর মধ্যে কিছু আম পেকে গিয়েছে আবার কিছু আম কাঁচা ছিল। পাকা আম গুলো তো তখনই পেরে খেয়ে ফেলেছি তাই মনে হল আপনাদের সাথে এই কাঁচা আমগুলোর একটি ফটোগ্রাফি শেয়ার করা যাক।

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9UUCXtuDz4j3YogH8bYTQ7xEKZH7aDHtXkofFUwqFTCbSMKCNJfvw1YHrxtdy6G5iPWCytZsbrW8WKx (1).png

ফোটোগ্রাফি 📸নং:- ৩

IMG_20240529_113740_184.jpg

Device : Samsung
What's 3 Word Location


গরমকালের আরেকটি ফল হলো লিচু। আমার কাছে সব থেকে বেশি চায়না লিচু খেতেই ভালো লাগে। তাই বাবা সবসময় চেষ্টা করে বাজার থেকে চায়না লিচুগুলো কিনে আনার। আসলে চায়না লিচুগুলোর বিচিগুলো অনেক ছোট হয় আর খেতেও বেশ মিষ্টি হয়ে থাকে। আমার কাছে কেন জানি মনে হয় লিচুর সময়টা খুবই সীমিত। কারণ প্রতিবছর খেয়াল করে দেখি লিচু কেনার পরেই লিচুর সময় টা শেষ হয়ে যায়।

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9UUCXtuDz4j3YogH8bYTQ7xEKZH7aDHtXkofFUwqFTCbSMKCNJfvw1YHrxtdy6G5iPWCytZsbrW8WKx (1).png

ফোটোগ্রাফি 📸নং:- ৪

IMG_20240609_143159_224.jpg

Device : Samsung
What's 3 Word Location


তাল আমার কাছে খুব একটা ভালো লাগে না। কিন্তু বছরের একটি ফল তাল সে হিসেবে আর কি খাওয়া। কিন্তু আমার বাসাতে আমার আম্মুর খুবই পছন্দের একটি ফল হল তাল। তাই বাবা বিশেষ করে আম্মুর জন্যই তাল নিয়ে আসে।

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9UUCXtuDz4j3YogH8bYTQ7xEKZH7aDHtXkofFUwqFTCbSMKCNJfvw1YHrxtdy6G5iPWCytZsbrW8WKx (1).png

ফোটোগ্রাফি 📸নং:- ৫

IMG_20240614_130144_175.jpg

Device : Samsung
What's 3 Word Location


পেয়ারা আমার খুবই পছন্দের একটি ফল। তবে দেশি পেয়ারা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। সেদিন নদীর ধারে দেখতে পেলাম সারি সারি করে দেশি পেয়ারার কিছু গাছ লাগানো রয়েছে। সে সময় পেয়ারাগুলো বেশ ছোট ছোট ছিল যার কারণে খেতে পারিনি। তাই ভাবলাম আপনাদের সাথে এই পেয়ারা গাছগুলোর একটু ফটোগ্রাফি শেয়ার করা যায়।

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9UUCXtuDz4j3YogH8bYTQ7xEKZH7aDHtXkofFUwqFTCbSMKCNJfvw1YHrxtdy6G5iPWCytZsbrW8WKx (1).png

ফোটোগ্রাফি 📸নং:- ৬

IMG_20240614_140708_301.jpg

Device : Samsung
What's 3 Word Location


সেদিন গ্রামে যাবার পর আমরা আমাদের এক আত্মীয়ের বাসায় উঠেছিলাম। তাদের পাশে দেখি বেশ কিছু মাল্টার গাছ রয়েছে। মালটা গুলো বাহিরের দিক থেকে সবুজ রঙের। কিন্তু খেতে বেশ মিষ্টি। এই গাছের মাল্টাগুলো আমার বেশ পছন্দের। বাবা যখনই গ্রামের বাড়ি যায় আমার জন্য এই মাল্টাগুলো নিয়ে আসে

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9UUCXtuDz4j3YogH8bYTQ7xEKZH7aDHtXkofFUwqFTCbSMKCNJfvw1YHrxtdy6G5iPWCytZsbrW8WKx (1).png

ফোটোগ্রাফি 📸নং:- ৭

IMG_20240614_140514_846.jpg

Device : Samsung
What's 3 Word Location


কাঁঠাল আমার একদম অপছন্দের একটি ফল। কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি আমার আবার ভীষণ প্রিয়। কাঁঠালের বিচি আমরা সেদ্ধ করে ভেজে আবার অনেক সময় তো ভর্তা করে খাই। কখনো কখনো তো তরকারির ভেতরেও খাওয়া হয়। কিন্তু বেশি পাকা কাঁঠাল আমার আবার খুব একটা পছন্দ না।

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9UUCXtuDz4j3YogH8bYTQ7xEKZH7aDHtXkofFUwqFTCbSMKCNJfvw1YHrxtdy6G5iPWCytZsbrW8WKx (1).png

এই ছিল আমার আজকের পোস্ট। এরপর আবারো এ নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPptwgeYqAyQnCGLyAR5C2jardkEq4hQWCHtPGqKjoAypRG1fcpQFNRQgvh5fP...wyPEkdaL8rcy8iiqw2zmwtNGFRM7qzJMJfay58rzjBWrL8FtEuJZBNpwUK2YPKyD4Dsy9xJJpCDgiPrLZEWCfGdjjwF7pfFydZtM4b2E2zS6XgKqikMACiTkxe.png

আসসালামু আলাইকুম। আমি আফরিন খান উপমা। আমি রাজশাহী বিভাগের বগুড়া জেলায় বসবাস করি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারের মানবিক বিভাগের একজন ছাত্রী। আমার জাতীয়তা বাংলাদেশী। আমি একজন ব্লগার উদ্যোক্তা। আমি গান গাইতে , নতুন নতুন রেসিপি তৈরি করতে এবং ছাদ বাগান করতে খুব ভালোবাসি। আমি আনন্দময়ী এবং সকলকে নিয়ে হৈহুল্লর ও একসঙ্গে সকলকে নিয়ে মজা করতে পছন্দ করি। আমি সকলের দুঃখে দুঃখী এবং সকলের সুখে সুখী

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbqYxJcZK9JtriFPdqZV3xXxtdk9yPisUeRGZ8ozrvr2rnUXs5cagAakwsFpC...crnZzhhqu4WYmao4vB3RGiHNTU8GnpyKxF83dd6bSwTqRwmbSmFsvHQugwruB3kXoq8vq41Z9g3n3c9cGisLLwmNhiGFhgH3Q5gyrPfV554nn9Ypt5xRrncPbs.gif

Sort:  
 2 years ago 

আপনি গ্রীষ্মকালীন মজার কিছু ফলের ফটোগ্রাফি শেয়ার করছেন তার ভিতরে তালের শাস, লিচু, আম, জাম এসব গুলো ফলই আমার অনেক পছন্দ । ভালোই করেছেন জাম ধুয়ে তারপর সুন্দর একটি ফটোগ্রাফি দিয়েছেন । আর আমাদেরও তো লোভ লেগে গেল আপু ফল গুলো দেখে । ভালো লাগলো গ্রীষ্মকালীন ফলের ফটোগ্রাফি গুলো দেখে ।

 2 years ago 

আমার গ্রীষ্মকালীন ফলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনি আজকে গ্রীষ্মকালীন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। লিচু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাছাড়া জাম গুলো দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালো ছিলো। পাকা পেয়ারা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ পছন্দের কিছু ফলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া লিচু খেতে আমারও খুব ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আজকের ফটোগ্রাফী অ্যালবামের মধ্যে গ্রীষ্মকালীন ফলের কিছু ফটোগ্রাফি শেয়ার করার চেষ্টা করেছেন। আপনার তোলা প্রতিটি ফলের ফটোগ্রাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনি ধারাবাহিক ভাবে প্রতিটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে বিশেষ করে আপনার তোলা কাঁঠালের ফটোগ্রাফি টি অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

তাল কিংবা তালের শাঁস আমারও একদম ভালো লাগে না আপু। তবে আপনার আম্মু পছন্দ করে জেনে ভালো লাগলো। লোভনীয় সব ফলের ছবিগুলো দেখে ভালো লাগলো আপু। এই সময় বিভিন্ন রকমের ফল পাওয়া যায়। আপনার শেয়ার করা ফটোগ্রাফি পোস্ট দারুণ হয়েছে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এই সময় বিভিন্ন রকমের ফল পাওয়া যায় এবং খেতেও ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

গ্রীষ্মকালীন কিছু ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সবগুলো ফলই খাওয়া হয়েছে তবে আপনার ফটোগ্রাফি দেখে মনে হল আসলে জাম খুব একটা খাওয়া হয়নি। যাইহোক গ্রীষ্মকালীন ফল গুলোর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বাহ আপনি তো গ্রীষ্মকালীন খুব চমৎকার কিছু ফলের ফটোগ্রাফি করেছেন। তাজা ফলের ফটোগ্রাফি দেখলে অন্যরকম ভালো লাগে। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আমাদের বাড়িতে আম এবং কাঁঠাল আছে। সুন্দর ফটোগ্রাফি করে সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন।

 2 years ago 

গ্রীষ্মকালীন কিছু ফলের ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ।ধন্যবাদ আপু

 2 years ago 

গ্রীষ্মকালীন বেশ কিছু ফলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। গ্রীষ্মকালীন নানা রকম ফলমূল পাওয়া যায় বিশেষ করে আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, পেয়ারা, তাল ও জামরুল সহ আরও নানা রকম ফল পাওয়া যায়। এই মৌসুম অনেকগুলা ফল খেয়েছি তবে জাম ফল খাওয়া হয়নি। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ঠিক আছে আপু সু স্বাগতম।

 2 years ago 

গ্রীষ্মকালীন ফলের দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। জাম এবং লিচু ও আম আমার খুবই পছন্দ। এছাড়াও প্রত্যেকটা ফলই ভালো লাগে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই চমৎকার ভাবে গ্রীষ্মকালীন ফলের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। লিচু এবং আমের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। এক কথায়, আমার কাছে আপনার প্রতিটি ফটোগ্রাফি ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি গ্রীষ্মকালীন কিছু ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি দেখতে অনেক চমৎকার হয়েছে। আপনি ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন তার মধ্যে লেচু আম জাম ও পেয়ারা এগুলা আমার অনেক পছন্দের একটি ফল। বিশেষ করে লিচু ও আম খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি পোস্টটা দারুন হয়েছে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

আপনাকেও সুস্বাগত জানায়।