You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪৩৭ |অতি লোভ তো সবাই করে কিন্তু নষ্ট শুধু তাতির হয় কেনো?

in আমার বাংলা ব্লগlast year

অতি লোভ তো সবাই করে কিন্তু নষ্ট শুধু তাতির হয় কেনো?

অতি লোভ তো সবাই করে কিন্তু নষ্ট শুধু তাতির হয় কেনো তার কারণ হলো বেচারার কাজ হলো কাপড় বুনা । লোভের কারণে কাপড় যদি একটু ক্ষতিগ্রস্ত বা, নষ্ট হয় তাহলে ঐ পুরো কাপড় আর কেউ কিনে নেয় না। বলা যায় যে লোভের কারণে আমও গেলো ছালাও গেলো 😀। আর অন্য জনেরা লোভ করে ঐ লোভের কারণে সে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় না। আংশিক বা, সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়। এজন্য সবাই অনেক বেশি লোভ করেও পার পেয়ে যায় 😅। নাম শুধু তাঁতির হয়ে থাকে। যেমন জীবনে একবার চুরি করে চুরির দোষ সারা জীবন বয়ে যেতে হয় ঠিক তেমনি তাঁতি বেচারার কপাল। একবারে লোভ করছে এখন সারা জীবন তার দোষ বয়ে যাচ্ছে🤣।

আর এই সুযোগে অন্য জনেরা অতি লোভ করে ফায়দা তুলছে। শুধুমাত্র বেচারা তাঁতি লোভ করে তাঁতের সব হারিয়ে গেলো।

তাঁতি বেচারা চেয়ে ছিলো অতি লোভের মাধ্যমে কিছু আয় করে বউয়ের জন্য সোনার কানের দুল এনে দিবে। কিন্তু এখন লোভের বদনামের কারণে তার বউ তাকে ছেড়ে চলে গেলো😁। তার এমনি কপাল একবার অতি লোভ করার কারণে সে ইতিহাস হয়ে গেলো 😚।