You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪৫৩|যৌতুককে সবাই অপছন্দ করা সত্ত্বেও কেনো সবাই যৌতুক দেয়?

in আমার বাংলা ব্লগlast year

যৌতুককে সবাই অপছন্দ করা সত্ত্বেও কেনো সবাই যৌতুক দেয়?

সাধারণভাবে দেখা যায় পিতা তার মেয়ে, ভাই তার বোনের মুখ উজ্জ্বল করার জন্য অনেক কিছু দিয়ে থাকে। নিজেদের একটু বড় লোক ভাব দেখানোর জন্য। পরবর্তীতে এইটা সমাজে যৌতুক হিসেবে সাব্যস্ত হয়। অনেক কিছু দিয়ে বর পক্ষদের বুঝায় তাদের টাকা পয়সা ধন-সম্পদ অনেক আছে তারা চাইলে তাদের মেয়ের জন্য অনেক কিছু করতে পারে। কিন্তু পরবর্তীতে এইটা সমাজের মারাত্মক ব্যাধি হিসেবে রূপান্তরিত হয়।