You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪৭৭ || প্রশ্ন: কোন টেকনিক অবলম্বন করলে শ্বশুরবাড়িতে বাকি জামাইদের থেকে বেশি ..

in আমার বাংলা ব্লগ4 days ago

কোন টেকনিক অবলম্বন করলে শ্বশুরবাড়িতে বাকি জামাইদের থেকে বেশি আদর যত্ন পাওয়া যাবে?

শ্বশুরবাড়িতে বাকি জামাইদের থেকে বেশি আদর যত্ন পাওয়া যাবে তা হলো যে কোন উপায়ে শাশুড়ির মন জয় করার জন্য তার মেয়ে খুব ভালো আছে তার সুখ শান্তির জন্য কোন কমতি নেই এমন কথা বলতে হবে। বিশেষ করে যদি জামাই বউকে দিয়ে তার মায়ের কাছে এমন কথা বলাতে হবে তাহলে অবশ্যই শ্বশুরবাড়িতে বাকি জামাইদের থেকে বেশি আদর যত্ন পাওয়া যাবে😁😄।

শ্বশুরবাড়ির সবাই চাই যেন তার মেয়ে ভালো থাকে। মেয়ে যদি ভালো না থাকে অনেক রকম মাছ, মাংস, ফলমূল নিলেও মেয়ে যদি একবার বলে আমি তাদের বাড়িতে সুখে ছিলাম না তাহলে সব কিছু বৃথা হয়ে যাবে। তাই যে কোন উপায়ে বউকে রাজি করাতে হবে যেন সে সবার কাছে বলে আমি জামাই বাড়িতে খুব ভালো ছিলাম। তাহলে শাশুড়ি বেশ খুশি হবে শ্বশুরবাড়িতে বাকি জামাইদের থেকে বেশি আদর যত্ন পাওয়া যাবে😆😁😁।