DIY:- || বিলুপ্তপ্রায় মৃৎশিল্প -ছোটবেলার হাড়ি পাতিল খেলনা||@shy-fox এর জন্য ১০%

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,
আমি মোঃ আহসান হাবীব। আমার স্টিমিট আইডি@ahosan01
আজ,শনিবার, ২৫-১২-২০২১ইং

আশা করি আপনারা অনেক অনেক ভাল আছেন। সেই সাথে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আমার পোস্টটি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার পোস্টটি আপনাদের অনেকটাই মনোরঞ্জন হবে ইনশাল্লাহ।

আমি আজকে যে পোস্টটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি,তা হলো আমরা খুব ছোট কালে যে সমস্ত খেলাধুলা করেছি তার মধ্যে এই হাড়ি পাতিল খেলা একটি যা বর্তমানে এই খেলাটি আমাদের ছোট বাচ্চাদের মাঝে কিছুসংখ্যক দেখতে পাই। এই খেলাটি অনেকটাই বিলুপ্তির পথে যার কারনে আমি এই পোস্টটি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি আপনাদের অনেকটাই মনমুগ্ধকর হবে পোস্টটি।

আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে নতুন মেম্বার হিসেবে যোগদান করেছি। তাই আমি যতটুকু নতুন হিসেবে কাজ করতে পারি ঠিক ততটুকুই আমি চেষ্টা করছি ভালো পোস্ট তৈরী করার।

আমি আশা করি আগামীতে আমি আরো ভালো ভালো পোস্ট তৈরী করে আপনাদের মাঝে শেয়ার করতে পারব।

তাহলে চলুন শুরু করা যাক আমার পোস্টে বিস্তারিত আলোচনাঃ

2021-12-25-17-42-22-320.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPUynaHZkw87skG1YpxEgv8uy2EVdMbCtQMH1nej5k5APKSQj699DUagnU3G4kDzYPkvDEXwUHC.png

উপকরনঃ

পলি কাদা মাটি।
পানি।
পরিষ্কার কাঠের পাত্র।

আমার পোস্টটিতে উপরোক্ত উপকরণ গুলো আমি ব্যবহার করেছি।

আমি আমার পোস্টটিতে যে হাড়ি পাতিল গুলো তৈরি করেছি সেগুলো কয়েকটি ধাপে আপনাদের মাঝে দেখানো
চেষ্টা করছি। আশা করি ভালো লাগববে।

ধাপগুলি দেখুন⤵

ধাপ ১''

IMG_20211225_141727.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPUynaHZkw87skG1YpxEgv8uy2EVdMbCtQMH1nej5k5APKSQj699DUagnU3G4kDzYPkvDEXwUHC.png

আপনারা এক নম্বর ধাপে দেখতে পারছেন ছবিতে যে আমি খেলাগুলো তৈরি করার জন্য কিছু সংখ্যক মাটি পরিমাণমতো আমি নিয়ে নিয়েছি। এ মাটি গুলো সবচেয়ে বেশি ভালো হয় যদি পলি কাদামাটি হয়। তাহলে জিনিসগুলো তৈরি করতে খুবই সুবিধা হবে এবং সৌন্দর্য দেখাবে। আপনারা এই মাটি গুলো ব্যবহার করতে পারেন তাতে জিনিস গুলো তৈরি করতে সুবিধা হবে এবং দেখতে সুন্দর লাগবে।

ধাপ ২''
IMG_20211225_142319.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPUynaHZkw87skG1YpxEgv8uy2EVdMbCtQMH1nej5k5APKSQj699DUagnU3G4kDzYPkvDEXwUHC.png

পানি দিয়ে কাদামাটি গুলো সুন্দর ভাবে মিক্সার করে নিয়েছি যাতে জিনিসগুলো তৈরি করতে সুবিধা হয়। আপনারা এভাবে পানি দিয়ে সুন্দর ভাবে ছেনে মিক্সার করে নিবেন যাতে আপনাদের জিনিস তৈরি করতে সুবিধা হয়। যেটা আমি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন।

ধাপ ৩"

IMG_20211225_144907.jpg

IMG_20211225_144832.jpg

IMG_20211225_144050.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPUynaHZkw87skG1YpxEgv8uy2EVdMbCtQMH1nej5k5APKSQj699DUagnU3G4kDzYPkvDEXwUHC.png

তিন নম্বর ধাপে আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটি মাটির চুলা তৈরি করেছি। যা মাটি দিয়ে সুন্দরভাবে তৈরি করা সম্ভব। আপনার চেষ্টা করলে পারবেন। আমি প্রথমে চূলাটির আকৃতি তৈরি করে নিয়েছি। তারপর সুন্দরভাবে সেটার ঝিক তৈরি করে তার উপরে দিয়েছি এবং সুন্দরভাবে নেপেছি যাতে এটি দেখতে সুন্দর দেখায়।

ধাপ ৪"
IMG_20211225_142400.jpg

IMG_20211225_141926.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPUynaHZkw87skG1YpxEgv8uy2EVdMbCtQMH1nej5k5APKSQj699DUagnU3G4kDzYPkvDEXwUHC.png

৪ নম্বর ধাপে দেখুন আমি মাটির খেলনা হারি এবং ঢাকনা তৈরি করেছি। যেগুলো আমরা খুব ছোট কালে তৈরি করতাম এবং খেলা খেলতাম। এগুলো নিয়ে আমরা অনেক আনন্দ উল্লাস করেছি। যেগুলো মনে পড়লে এখনও মনের ভিতর একটু ছোটবেলার আনন্দটা উপভোগ করতে পারি।
ধাপ ৫"

IMG_20211225_142256.jpg

IMG_20211225_141913.jpg

IMG_20211225_141846.jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPUynaHZkw87skG1YpxEgv8uy2EVdMbCtQMH1nej5k5APKSQj699DUagnU3G4kDzYPkvDEXwUHC.png

আমরা আজকে আমাদের এই ঐতিহ্যগুলো অনেকটাই বিলুপ্তের পথে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হাড়ি পাতিল গুলো আমরা যেভাবে তৈরি করি আসলে এগুলো আমরা অনেক সময় মৃৎশিল্প বলে থাকি। এই শিল্পের অনেক গুণমান একসময় আমাদের মাঝে ছিল যা আমাদের এখন বিলুপ্তির পথে। আমরা ছোটবেলায় হাড়ি পাতিলে নিয়ে ভাত তরকারি রান্না করা খেলা করতাম খুব ভাল লাগতো।

কাদা সুন্দরভাবে মিক্সার করে হাতের সাথে হাতের তালুতে এবং আঙ্গুল দিয়ে সুন্দর ভাবে চেপে এই খেলনা গুলো তৈরি করা সম্ভব হয়। আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন। দেখুন সুন্দর সুন্দর হাড়িএবং ঢাকনা আমি তৈরি করেছি।

আমি সবশেষে বলতে চাই যে আমি যেহেতু নতুন ইউজার এই কমিউনিটিতে সেহেতু আমি হয়তো খুব বেশি ভালো গুনাগুন এবং মানসম্মত পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারছিনা তার জন্য ক্ষমাপ্রার্থী। তবে আমি চেষ্টা করব আগামীতে আরও সুন্দরভাবে পোষ্ট গুলো লিখে সাজাতে এবং আমার পোষ্টের যে সমস্ত দ্রব্যগুলো সেগুলো সুন্দর ভাবে তৈরি করতে।

আমার পোস্টটিতে কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা ধরিয়ে দেবেন এবং আপনাদের সুন্দর সুদর্শন ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেন আগামীতে আরও সুন্দর সুন্দর পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আপনাদের মনোরঞ্জনের জন্য।ধন্যবাদ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPUynaHZkw87skG1YpxEgv8uy2EVdMbCtQMH1nej5k5APKSQj699DUagnU3G4kDzYPkvDEXwUHC.png

Sort:  
 2 years ago 

আপনার পোস্টের মাধ্যমে ছোটো বেলায় কথা মনে পড়ে গেলো। কাদামাটি দিয়ে অনেক কিছু তৈরি করেছি। খুবই আনন্দের দিন ছিল। আর আপনি খুবই সুন্দর করে কাদামাটি হাঁড়ি-পাতিল ও চুলা তৈরি করেছেন। শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ার জন্য। 🌹👈👈

 2 years ago 

আপনি ডিসকর্ডে আমার সাথে যোগাযোগ করবেন।

 2 years ago 

জি ভাইয়া আমি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো।

 2 years ago 

জি ভাইয়া🌹👈

 2 years ago 

বাহ , আপনি মাটি দিয়ে দারুন হাড়ি পাতিল তৈরি করেছেন। মৃৎশিল্প হলো বাঙালির ঐতিহ্য যা কালেরবিবর্তনে দিন দিন হারিয়ে যাচ্ছে এবং এই ঐতিহ্য আমাদের অবশ্যই ধরে রাখা উচিত। আপনি আমাদের মৃৎশিল্প ঐতিহ্যকে সবার সামনে রিপ্রেজেন্ট করে দারুন একটি কাজ করেছেন। পোস্টটি আমার কাছে অনেক ভাল লেগেছে ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ কাকু🌹👈👈

 2 years ago 

ছোট ছোট হাড়ি পাতিল ও মাটির তৈরি ছোট চুলাটা দেখে ছেলেবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় ছোট ছোট মাটির চুলা তৈরি করতাম অনেক। এই মাটির চুলা গুলো দিয়ে খেলতাম আগে। আপনার এই চুলা তৈরি এবং অন্যান্য ছোট ছোট জিনিস গুলো তৈরি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল আজকে। ভাইয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দারুন একটি চুলা এবং ছোট ছোট খেলনা গুলো তৈরি করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু 🌹👈👈

 2 years ago 

মৃৎশিল্প আজকাল আমাদের সমাজে কিন্তু সচরাচর দেখতে পায় না। কিন্তু আপনি যে এত সুন্দর পোস্ট আমাদের মাঝে দেখিয়েছেন। তার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

ভাইয়া আপনার মাটির চুলা টি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় গ্রামের বাড়িতে গেলে এভাবে মাটি দিয়ে বিভিন্ন হাড়ি পাতিল বানিয়ে অনেক খেলা করেছি। খুব সুন্দর করে আপনি মাটির চুলাটি বানিয়েছেন যা দেখে খুবই ভালো লাগলো। আপনি ঠিকই বলেছেন এখন এরকম মাটির হাড়ি পাতিল বানানো প্রায় বিলুপ্তির পথে।

 2 years ago 

নতুন হলেও আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। ছোটবেলার কথা মনে পড়ে গেল। ধন্যবাদ। এগিয়ে যান।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 67561.04
ETH 3505.44
USDT 1.00
SBD 3.22