জেনারেল রাইটিং : সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ।

সবাইকে শুভেচ্ছা।

সাফ নারী ফুটসালে লাল সবুজের বাংলাদেশ ফুটসাল দল চ্যাম্পিয়ন। অভিনন্দন।

pexels-laura-rincon-318039951-16378322.jpg

source

আমার বাংলা ব্লগের বন্ধুরা, সবকিছু মিলে আশাকরি ভালো আছেন। বাংলাদেশে আর কয়েকদিন পর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোট উপকক্ষ্যে সরগরম চারিদিক। চলছে প্রচার প্রচারণা।প্রার্থীদের উন্নয়নের ফুলঝুরি। কেউ কারো চেয়ে কম নয় ৷প্রার্থী ও সমর্থকদের কথার লড়াই।কথার লড়াই ছাপিয়ে আসল লড়াইও হচ্ছে, কোথায় কোথায়। আমরা চাই মানুষ যেন শান্তিপূর্ণ ও নির্ভয়ে ভোট দিতে পারে। বন্ধুরা, আমার বাংলা ব্লগে প্রতিদিন অনেক বিষয়ের পোস্ট হচ্ছে। আমিও মাঝেমধ্যে পোস্ট দিতে চেষ্টা করি। আজও একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আশাকরি ভালো লাগবে যারা পড়বেন পোস্টটি।

দক্ষিণ এশিয়ার ৭ টি দেশের মধ্যে নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাংলাদেশের নারী ফুটবল এখন অনেক শক্তিশালী। দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি বাংলাদেশ নারী ফুটবল দল। বর্তমান সাফ চ্যাম্পিয়ন। আজ তাদের মুকুটে যুক্ত হয়েছে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন মুকুট। ফুটবল ও ফুটসাল দুটোতেই সাফ চাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল।

আজ থাইল্যান্ডে বাংলাদেশ সময় সকাল ১০ টায় সাফ নারী ফুটসাল ফাইনালে প্রতিপক্ষ মালদ্বীপকে ১৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেন। সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ এবার প্রথম আয়োজন করা হয়। প্রথম শিরোপা ছিনিয়ে নিজেদের করে নেয় বাংলাদেশের নারীরা। বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালের আগে ভারতকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতার শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের পর টানা তিন ম্যাচে যথাক্রমে নেপাল (৩-০), শ্রীলঙ্কা (৬-২) ও পাকিস্তানের বিপক্ষে (৯-১) জয় তুলে নেয় লাল সবুজ জার্সিধারী মেয়েরা।

ফুটসাল আমাদের দক্ষিণ এশিয়ার ততটা জনপ্রিয় না হলেও দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। কর্পোরেট লেভেলে খেলাটা বেশ জনপ্রিয়। ফুটসাল হচ্ছে ফুটবলের ছোট বা সংক্ষিপ্ত রুপ। ছোট মাঠ ও কম খেলোয়াড়। ৫ জন খেলোয়াড় খেলতে পারে। তবে ইচ্ছেমত খেলোয়াড় বদলি করা যায়। খেলার সময় ৪০ মিনিট। ফুটসালে বল নিয়ন্ত্রণ ও দ্রুত খেলার উপর জোর দেওয়া হয়।১৯৩০ সাল থেকেই বিশ্বের বিভিন্ন দেশে ফুটসাল খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। অন্যান্য দেশে জনপ্রিয় হলেও আমাদের এই অঞ্চলে খেলাটি এখনো ততটা জনপ্রিয় নয়। ফুটবলের মত ফুটসালেরও নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ১৯৮৯ সাল থেকে ফিফা বিশ্বকাপ ফুটসালের আয়োজন করে আসছে। বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। সাফ ফুটসালের হাত ধরে দক্ষিণ এশিয়ায় জনপ্রিয় হয়ে উঠবে ফুটসাল এই আশাকরি।

পরিশেষে প্রথম সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন লাল সবুজের বাংলাদেশ দলকে অভিনন্দন।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.