স্বরচিত কবিতা " তোমার মায়ায় পড়তে চাই "| |10% Beneficiary To @shy-fox | |

in আমার বাংলা ব্লগ5 months ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি রোমান্টিক কবিতা লিখেছি। কবিতাটির নাম " তোমার মায়ায় পড়তে চাই "। কবিতাটিতে একজন প্রেমিক তার ভালোবাসার মানুষকে ঠিক কতটা ভালোবাসে তা প্রকাশ করতে চেয়েছে। আশা করি, আমার লেখা এই কবিতাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

people-2562102_1280.jpg

source

তোমার মায়ায় পড়তে চাই

আমি তোমার শেষ ভালোবাসা
হয়ে থাকতে চাই,
তোমার একলা আকাশ
আমার নামে করতে চাই,
তোমার ভালবাসায় প্রতিটি প্রহর
এভাবেই কাটাতে চাই,
তবে উদ্দেশ্যে কখনোই তোমায় জয় করা নয়
শুধুই ভালোবাসার চাদরে
তোমায় মোড়াতে চাই।

যদি চায়ের কাপেতে জমে নীরবতা
তবে সেটুকুও তোমার দিকে
তাকিয়ে কাটাতে চাই,
তোমার নীরব চাহনির মায়ায়
বার বার পড়তে চাই।

আমার পুরনো যত ডায়েরির পাতায়
তোমার গল্প পূর্ণতা পায়
সেখানে তোমার যত স্মৃতি, যত অক্ষর বিস্তৃত।
তোমার আমার ভালোবাসা
আরো কতো না বলা কথা গল্প হয়ে রয়ে যায়।

রাস্তার ধারের সেই বকুল গাছের নিচে
হাজার বছর ধরে শুধু তোমারই
অপেক্ষা করতে চাই,
তুমি আসবে বলে তোমার জন্য
বকুলের মালা গাঁথতে চাই,
এভাবেই যুগের পর যুগ শুধু
তোমার মায়ায় পড়তে চাই।

সমাপ্ত

IMG_20230325_232520.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

ধন্যবাদ সবাইকে।


Sort:  
 5 months ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে এ ধরনের কবিতা গুলো আমার খুবই ভালো লাগে। চমৎকার এই কবিতার মাঝে ভালোবাসার দারুন একটি অনুভূতি ফুটে উঠেছে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

বাহ্ ! চমৎকার একটি কবিতা লিখেছেন ৷ আপনার লেখা তোমার মায়ায় পড়তে চাই কবিতাটি পড়ে অসম্ভব ভালো লাগলো ৷ খুবই সুন্দর এবং মিষ্টি একটি ভালোবাসার লিখেছেন ৷ অনেক সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 5 months ago 

তোমার মায়ায় পড়তে চাই কবিতাটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল ভাইয়া। আর আমার কাছে আপনার লেখা এই পুরো কবিতাটা পড়তে কত বেশি ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। প্রেমিক নিজের ভালোবাসার মানুষটাকে কতটা বেশি ভালোবাসে, এটার বহিঃপ্রকাশ পুরো কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। এটা কিন্তু সত্যি খুব ভালো লাগলো। এই ধরনের টপিক নিয়ে লেখা কবিতা গুলো আমার কাছে সব সময় খুব ভালো লাগে। তেমনি আপনার লেখা আজকের এই কবিতাটাও ভালো লাগলো।

 5 months ago 

অনেক সুন্দর একটি কবিতা রচনা করেছেন ভাইজান। আপনার কবিতাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে প্রেম অনুভূতিমূলক প্রত্যেকটা লাইন সাজিয়েছেন আপনি। এই জাতীয় ভালবাসা নিবেদন কবিতা আমার কাছে অনেক ভালো লাগে।

 5 months ago 

আপনি ভিন্ন একটা টপিক তুলে ধরলেন এই কবিতার মধ্যে। ভালোবাসার মানুষকে নিয়ে যদি কবিতা লেখা হয়, তাহলে এমনিতেই অনেক বেশি সুন্দর হয়। আর এই কবিতার মধ্যে ও প্রেমিক প্রেমিকাকে কতটা ভালোবাসে, এটাকে বোঝানোর চেষ্টা করেছে যেটা আমার খুব ভালো লাগলো। এটা কিন্তু সম্পূর্ণ কবিতার মধ্যে খুব ভালোভাবেই ফুটে উঠেছে। ভিন্ন ধরনের অনুভূতি নিয়ে কবিতা লিখলে যেমন সুন্দর হয়, তেমনি পড়লে মনটাও ভরে যায়।

 5 months ago 

অনেকদিন পর একটা শুদ্ধ প্রেমের কবিতা পড়লাম। চমৎকার ছিল আপনার উপমা গুলো। আমি সত্যিই মুগ্ধ হয়ে পুরো লেখাটা পড়ছিলাম আর অনুভব করছিলাম। এভাবেই এগিয়ে যান ভাই। অনেক ভালোবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.11
JST 0.030
BTC 70453.17
ETH 3808.25
USDT 1.00
SBD 3.51