স্বরচিত কবিতা " মিষ্টি প্রেম "| |10% Beneficiary To @shy-fox | |

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটি রোমান্টিক কবিতা নিয়ে হাজির হয়েছি। আমি কোনো প্রফেশনাল কবি নই, তবে মাঝেমধ্যে নিজে থেকে কবিতা লিখতে আমার কাছে খুবই ভালো লাগে। তবে কবিতা হচ্ছে এমন একটি বিষয় যা ইচ্ছা করলেই লেখা যায় না আবার কখনো কখনো কবিতার ভাষাগুলো যেন নিজে থেকেই ধরা দেয়। আজকের কবিতাটি আমি একটু ছন্দ মিলিয়ে লেখার চেষ্টা করেছি। আশা করি, কবিতাটি আপনাদের ভালো লাগবে‌। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

balloon-991680_1280.jpg

Source

মিষ্টি প্রেম

একটা মিষ্টি প্রেমের গল্প তোমায়
বলছি কানে কানে,
শুনলে পরে বলবে হেঁসে
প্রেম পাগলে করে!
প্রেমের সুধায় কত মধু
সে তো জানা নাই তবে
প্রেম পিরিতির জ্বালায় মন
পুড়ে হয়েছে ছাই।
প্রেম করলে প্রেমিক মানুষ
প্রেমে দিওয়ানা হয়,
সকল কিছুই লাগে ভালো
মন মিষ্টি কথা কই।

লুকোচুরি প্রেমের আসল মজা
প্রেম লুকিয়ে করতে হয়,
স্বীকৃতিতে প্রেম প্রীতির মজা চলে যায়
শুভ সমাপ্তি প্রেম পরিণয়ে
খুব কমই পাওয়া যায়,
সত্যিকারের ভালোবাসা আমৃত্যু রয়ে যায়।
স্মৃতির পাতায় নয়তো কোথাও
আবেগ রেখে যায়,
ভালোবাসার শর্ত এটাই
অন্যকে ভালো রাখতে হয়
নিঃস্বার্থ প্রেম বিলিয়ে প্রেমিক হওয়া যায়।

প্রেমের নিরব স্বপ্নগুলো মধুর মনে হয়
এর চেয়ে মধুর আর কিছুই হয়তো পৃথিবীর নয়।
বাস্তবতা তখন অনেক দূরের
স্বপ্নগুলোকে কাছের মনে হয়,
কল্পনার রাজ্যে ভেসে বেড়াতে শুধু মন চায়।
মিষ্টি প্রেমের গল্প শুধু মধুরতর নয়
ভালো-মন্দ সব মিলিয়ে
একটি মিষ্টি প্রেমের গল্প পূর্ণতা পায়।

সমাপ্ত

IMG_20230325_232520.jpg

আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।

প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-

ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড

ধন্যবাদ সবাইকে।


Sort:  
 2 years ago 

বাহ ভাইয়া আপনি দারুন একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি বেশ ভালো লেগেছে। লাইনে ছন্দের মিলের সাথে আপনি দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি কথাটা ঠিক বলেছেন ভাই,কবিতা এমন একটা বিষয় যা সবসময় মাথায় আসে না। আবার কিছু কিছু সময় লিখতে গেলে অনর্গল লেখা হয়ে যায়। যাইহোক আপনি মিষ্টি প্রেম নিয়ে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন খুব চমৎকার ভাবে লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দারুন একটা প্রেমের কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতা আবৃত্তি করে যেন নতুন করে আপনার ভাইয়ার সাথে প্রেম করতে ইচ্ছে হচ্ছে। প্রত্যেকটা লাইন যেন প্রেমে ভরপুর। খুবই সুন্দর হয়েছে আপনার কবিতা লিখা।

 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়তে আমার কাছে বেশ ভালো লেগেছে। কবিতাটি প্রতিটি লাইনের সাথে ছন্দের বেশ মিল রয়েছে। আসলে প্রেম ভালোবাসা লুকিয়ে করার মধ্যে একটা আলাদা মজা রয়েছে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কবিতাটি পড়ে মনে হচ্ছে আপনি প্রেম বিষয়ে অনেক অভিজ্ঞ আছেন ভাই। হাহাহা আপনার কবিতাটি আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে ভাই। সুন্দর সুন্দর কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile