কবিতা-৩||আলামিন রিদয়||১০%বেনিফিট লাজুক খ্যাক এর জন্য ও ৫%বেনিফিট এবিবি স্কুলের জন্য।

২৩-৪-২০২২

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আজ আমার কবিতা ৩ উপস্থাপন করলাম।আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমাকে কাজ করতে অনুপ্রেরণা জাগায়।আশা করি এই কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতা-৩

আমি আর ফিরবো না

man-gb14d5405d_1920.jpg
Source

একদিন সব খেলা শেষ হবে
বেলাটাও ফুরিয়ে যাবে
একদিন ফিরে যাবো আপন নিড়ে
সকল জোট ছেড়ে,মায়া ভুলে,
রাত আরো গভীর হবে
সূর্য টা উঠবে নব রুপে
সেই জায়গায়, সেই তুমি,সেই পাখির গান,
তবে এবার আর ফিরবো না আমি।

আমায় ছাড়া তুমি সব পাবে সেখানে,
কথায় কথায় আর হয়তো ঠান্ডা হবে না কফি,
তোমার জড়ানো শাড়ীতে আর পড়বে না নজর
আর হয়তো আমার হাতে পড়বে না তোমার হাত
কপালের টিপটা আবারো পড়বে হয়তো বা বাকা
তবে তা ঠিক করার জন্য আমি আর থাকবো না।

নিজেকে ইক্টু গুছিয়ে নিও,
নতুনভাবে নতুন কারো সাথে,
আমি জানি পরতে ইক্টু কষ্ট হবে,
তবে সময় সাথে সাথে সব পাল্টে যাবে
যেমনি পাল্টে গেছি আমি।
তুমি বার বার আমার কাছে এলোও
আমি আর ফিরবো না তোমার কাছে।

তুমি চিক্কার করে আমায় ডাকলেও
স্বার্থপরের মত চুপ থাকবো আমি
আগের মত তোমার চোখের পানি মুছতে
আর ফিরবো না আমি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টি পড়ার জন্য।

Sort:  
 2 years ago 

ভাই আপনিও বেশ কিছুদিন ধরেই ইন এক্টিভ রয়েছেন। আপনার কি কোন সমস্যা হয়েছে? সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের কমিউনিটির একটি নতুন নিয়ম হয়েছে খুব বেশিদিন ইন্যাক্টিভ থাকলে কারণ ছাড়াই তাহলে আপনার লেবেল টি উঠিয়ে দেওয়া হবে. আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি দ্রুত টিকিট কেটে আমার সাথে কথা বলুন।

 2 years ago 

আপনি বিগত ৯ দিন যাবত আমাদের কমিউনিটি তে অ্যাক্টিভ নন। আপনি হয়তো আমাদের নতুন নিয়ম সম্পর্কে অবগত আছেন। যদি ১৫ দিনের বেশি কেউ ইনএকটিভ থাকে কোন কারণ ব্যতীত তাহলে তার লেবেলটি আমরা উঠিয়ে দিই. আশা করি আপনি বুঝতে পেরেছেন.. অ্যাক্টিভ হয়ে অবশ্যই আমাকে মেনশন দেবেন.

 2 years ago 

নিজেকে ইক্টু গুছিয়ে নিও,
নতুনভাবে নতুন কারো সাথে,
আমি জানি পরতে ইক্টু কষ্ট হবে,
তবে সময় সাথে সাথে সব পাল্টে যাবে
যেমনি পাল্টে গেছি আমি।

অনেক ভালো লিখেছেন । আপনার আগের কবিতাটিও অনেক ভালো ছিল। অনেক কস্ট যন্ত্রণার একটি কবিতা। শোকে পাথর হয়ে প্রেমিকার উপর কঠোর প্রতিশোধ নিয়েছেন।

তুমি চিক্কার করে আমায় ডাকলেও
স্বার্থপরের মত চুপ থাকবো আমি
আগের মত তোমার চোখের পানি মুছতে
আর ফিরবো না আমি।

ধন্যবাদ কষ্ট করে আমার পোস্টি পড়ার জন্য।

 2 years ago 

ভাইইয়া আপনি খুব সুন্দর করে একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ সুন্দর লেগেছে। কবিতার ভিতর আপনি আপনার মনের কথাগুলো তুলে ধরেছেন। অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটা কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

ধন্যবাদ,, আপনাদের এই ভালোবাসার জন্য আমি ধন্য

 2 years ago 

আপনি তো খুব সুন্দর কবিতা লেখেন ভাই। আপনার কবিতাটা আসলে আমার কাছে বেশ ভালো লেগেছে। আর পড়েও খুবই ভালো লাগছে। প্রতিটি লাইন ই কিছু না কিছু কথা লুকিয়ে আছে শুভকামনা আপনার জন্য এভাবেই এগিয়ে যান

ভালো লাগলো আপনার মন্তব্য শুনে

 2 years ago 

এর আগেও আপনার কবিতা পড়েছি। আমি কবিতা সম্পর্কে খুব একটা বুঝি না। কিন্তু আপনার কবিতাটি পড়তে বেশ ভালো লাগলো। এমনকি কবিতার লাইনগুলো খুব সুন্দর ভাবে লিখেছেন। আমার কাছে প্রত্যেকটা লাইন সেরা।

আপনাদের ভালো লাগায় আমি ধন্য।শুধু এত টুকু ভালোবাসার জন্য অপেক্ষা করি।

 2 years ago 

আপনার কবিতাটি অসাধারণ হয়েছে ভাইয়া। প্রতিটি লাইনের মাঝে অনেক কথা লুকিয়ে আছে। পড়ার সময় মনে হচ্ছিলো এতো তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেলো।

সেই জায়গায়, সেই তুমি,সেই পাখির গান,
তবে এবার আর ফিরবো না আমি।

এই লাইন টি অনেক ভালো লেগেছে আমার কাছে। আসলে, আমরা না থাকলেও সব কিছু ঠিকঠাক চলতে থাকে।
সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টি পড়ার জন্য।

 2 years ago 

তুমি চিৎকার করে আমায় ডাকলেও
স্বার্থপরের মত চুপ থাকবো আমি
আগের মত তোমার চোখের পানি মুছতে
আর ফিরবো না আমি।

আপনারাই কবিতাটির এই লাইন পড়ে খুবই কষ্ট খারাপ লাগলো।

অসাধারণ একটা কবিতা লিখেছেন ভাইয়া। আপনার কবিতার মাধ্যমে অনেক কিছু ফুটে উঠেছে ধন্যবাদ।।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টি পড়ার জন্য।

 2 years ago 

আপনার এত সুন্দর কবিতা পড়ে আমার খুব ভালো লেগেছে। কথায় আছে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। ঠিক তার একটি উদাহরণ আপনার কবিতার মধ্যে লক্ষণীয়। আশা করি আমার সুন্দর সুন্দর কবিতা আপনি আমাদের মাঝে আবার শেয়ার করবেন।

ধন্যবাদ,, এত সুন্দর একটা মন্তব্য রাখার জন্য।

 2 years ago 

কবিতাটি পড়তে পড়তে কোন এক জগতে যেন হারিয়ে গেলাম আমি। যাইহোক ভাইয়া আপনার কবিতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ছন্দে ছন্দে মিলানো তাই পড়তেও অনেক ভালো লেগেছে।
আশা করি পরবর্তীতে এমন সুন্দর সুন্দর কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করবেন ভাইয়া। অপেক্ষায় রইলাম ভাইয়া । ধন্যবাদ ও শুভকামনা রইল। 🙂

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টি পড়ার জন্য

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.029
BTC 61258.65
ETH 3372.50
USDT 1.00
SBD 2.53