তালের বড়া রেসিপি

in আমার বাংলা ব্লগ2 months ago

বিসমিল্লাহির রহমানির রহিম

আস্সালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, সম্মানিত এ্যাডমিন ও মডারেটরবৃন্দ, কেমন আছেন আপনারা? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের পোষ্টের মাধ্যমে আমি তালের বড়া তৈরির রেসিপি শেয়ার করিব। আশা করি আপনারা সবাই এটি উপভোগ করবেন । ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ!

IMG_20240815_192556.jpg

তাল বাংলাদেশে একটি জনপ্রিয় ফল। তালের চোখ পছন্দ করেনা এমন কেউ নাই। তাল পাকলে এটি দিয়ে সুন্দর বড়া তৈরি করে খেতে খুব ভাল লাগে এ এছাড়াও তাল এর সাথে নারিকেল এবং চিনি মিশিয়ে একটু জালদিয়ে খেলেও অনেক সুন্দর স্বাদ পাওয়া যায়। তবে আমার সব চেয়ে তালের বড়াটি খেতে খুবই ভাল লাগে। ছোট বেলায় বর্ষাকাল আসলেই অনেক তাল বাগানে পাকা পাকা তাল পড়ে থাকতে দেখতাম। যার যা ইচ্ছা বাসায় নিয়ে এটা ওটা বানিয়ে খেত এখন অবশ্য বাজার থেকে তাল কিনে খেতে হয়। তালটি আমার ছোট বোন তার শ্বশুর বাড়ি থেকে এনেছিল এবং আমাকে একটি খেতে দেয়। আমি তালের বড়া খুব পছন্দ করি তাই ঝটপট তালের বড়া বানানোর জন্য সবকিছু যোগাড় করে মজাদার বড়া তৈরি শুরুকরে দেই। তবে চলুন দেখি কিভাবে আমার বড়াটি তৈরি করেছি সেটা দেখাযাক।

IMG_20240815_192440.jpg

উপকরণ সমুহ

image.png

প্রস্তুত করন

প্রথম ধাপ

প্রথমে তালের খোশা ছাড়িতে নিতে হবে এবং এরপর ছাড়ানো তালের দানা থেকে তালকে আলাদা করে নিতে হবে
IMG_20240815_193500.jpg

IMG_20240815_194032.jpg

দ্বিতীয় ধাপ

এরপর কিছুটা আটার সাথে ভাল করে মিশিয়ে নিতে হবে সাথে চিনি এবং পরিমানমত লবন যোগ করে কিছুটা সময় রেখে দিতে হবে।
IMG_20240830_190554.jpg

তৃতীয় ধাপ

এরপর একটি কড়ায়ে পরিমানমত তেল নিয়ে কিছুটা গরম হলে ছোট ছোট করে বড়ার আকৃতিতে ডো বানিয়ে কড়াইয়ে ছাড়তে হবে।
IMG_20240815_192242_HHT.jpg

চতুর্থ ধাপ

এরপর একটু বাদামী রং হলে সেগুলিকে তুলে নিতে হবে।
IMG_20240815_192312_HHT.jpg

পরিবেশন

IMG_20240815_192556.jpg

তালের বড়া বানাতে তেমন বেশি কিছুর প্রয়োজন হয় না। বিধায় রেসিপিটি বেশি লম্বা না করে অল্পতে শেষ করে দিলাম আশাকরি তালের বড়ার তৈরির রেসিপিটি সবার ভাল লেগেছে।

আশা করি আজকের পোস্টটি আপনাদের সবার ভালো লেগেছে। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরো নতুন ও আকর্ষণীয় পোস্ট নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত সাথেই থাকুন।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

এখন তালের সিজন আর তালের বড়া আমার মনে হয় সবাই অনেক পছন্দ করে। আপনার ছোট বোনের বাড়ি থেকে তাল আনার পরে আপনি তালের বড়া তৈরি করেছেন জেনে অনেক ভালো লাগলো। আমি ও মাঝে মাঝে তালের বড়া তৈরি করি।ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনিও তালের বড়া পছন্দ করেন শুনে অনেক ভাল লাগল। আমার রেসিপিটি পড়ে সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 months ago 

তালের বড়া আমাদের সবারই অনেক প্রিয়। যখন তালের রস পাওয়া যায় তখন সব বাড়িতেই এই মজার খাবারটি তৈরি করা হয়। আপনি খুবই সুন্দর করে রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছেন। অনেক লোভনীয় লাগছে দেখতে।

 2 months ago 

আপু তালের বড়া আমার একটি প্রিয় খাবার তালের সময় এলে প্রতিদিন সন্ধ্যার নাস্তায় তালের বড়া থাকবেই। আমার ছেলে তো কড়া থেকে তুলতেই গরম গরম সব খেয়ে ফেলে আমার পর্যন্ত আসতে দেয় না। সুন্দর মতামতের জন্য অনেক ধন্যবাদ

 2 months ago 

তালের বড়া আমার খুব পছন্দের। পড়ন্ত বিকেলে বা, গোধূলি সন্ধ্যায় গরম গরম খেতে খুব ভালো লাগে। আপনার তালের বড়া তৈরি প্রক্রিয়া বেশ দুর্দান্ত হইছে। দেখে মনে হচ্ছে বেশ মজাদার এবং সুস্বাদু হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে তালের বড়া রেসিপি পোস্ট শেয়ার করার জন্য ‌।

 2 months ago 

তালের বড়া আপনার ও খুব প্রিয় এটা শুনে অনেক ভাল লাগল। তালের বড়া আমার এবং আমার ছেলের খুবই একটি প্রিয় খাবার। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 months ago 

ঠিক বলেছেন ভাইয়া তাল খুবই জনপ্রিয় একটি খাবার। কিন্তু আমার তেমন একটা তাল খাওয়া হয়না। শুধু নানু বাড়িতে গেলেই তালের বিভিন্ন রেসিপি খাওয়া হয়। আপনার আজকের তালের বড়া দেখে মনে হচ্ছে খেতে মজাদার হয়েছিল। বরা তৈরির আরো কিছু ধাপ যদি শেয়ার করতেন তাহলে মনে হয় আরো ভালো হতো। তারপরও লোভনীয় লাগছে দেখতে।

 2 months ago 

আপু তালের বড়া আপনার পছন্দ শুনে ভাল লাগল। সময় পেলে একটু বানিয়ে খেয়ে দেখবেন। কারন তাল তো সারা বছর পাওয়া যাবে না। বছরের এ সময়ে একটু পাওয়া যাই। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি বানিয়ে খেয়ে ফেলুন। না হলে অনেক মিস করবেন। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

 2 months ago 

তালের বড়া ভীষণ চমৎকার সুন্দর ও সুস্বাদু একটি খাবার।তালের ঘ্রাণ আমার ভীষণ পছন্দের। তালের বড়া আমার খুব পছন্দের। আপনি লোভনীয় তালের বড়া রেসিপি করেছেন এবং আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু ও সুস্বাদু তালের বড়া রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 months ago 

জি আপু যখন তালের বড়া কড়ায়ে দেওয়া হয় তখন গন্ধে পেট ভরে যাই। মনেহয় সব গুলি নামিয়ে খেয়ে ফেলি কিন্তু আমার ছেলে জন্য সেটা হয় না ও আমার আগেই সব খেয়ে নেই। বাকী কিছুটা থাকলে তখন আমাকে খেতে হয়। অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য।

 2 months ago 

তালের বড়া রেসিপি দুর্দান্ত হয়েছে। এই ধরনের খাবার গুলো সবাই পছন্দ করে। গরম গরম তালের বড়া খাওয়ার টেস্ট অন্যরকম। এই লোভনীয় রেসিপি তৈরির প্রক্রিয়া ধাপে ধাপে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

এত সুন্দর করে বলেছেন যে তালের বড়ার রেসিপি টি শেয়ার করা আমার জন্য সার্থক হয়েছে। তালের বড়া সকলের কাছে অনেক পছন্দের। অনেক সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

তালের বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। সকাল বিকেলের নাস্তায় তালের বড়া খেতে বেশ ভালোই লাগে।আজ আপনি তালের বড়ার দারুন একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি করা রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

তালের বড়া আপনার ও খুব প্রিয় এটা শুনে অনেক ভাল লাগল। তালের বড়া আমার খুবই একটি প্রিয় খাবার। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।