ছাত্র জীবন নাকি সাংসারিক জীবন কোট জীবনটা সুন্দর

in আমার বাংলা ব্লগ2 months ago

বিসমিল্লাহির রহমানির রহিম

আস্সালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের প্রাণ প্রিয় বন্ধুরা, সম্মানিত এ্যাডমিন ও মডারেটরবৃন্দ, কেমন আছেন আপনারা? আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের পোষ্টে আমি ছাত্র জীবন নাকি সাংসারিক জীবন কোন জীবনটা বেশি সুন্দর সেটার উপর বিস্তারিত আলোচনা করিব। আশা করি আপনারা সবাই এটি উপভোগ করবেন এবং কিছু নতুন তথ্য জানতে পারবেন। ভুলত্রুটি হলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ!

ছাত্র জীবন হচ্ছে স্বাধীন একটি জীবন এ জীবনে আপনি যা ইচ্ছা করিতে পারেন কোন বাধা আসবে না। কারন এ জীবনে পরিবারের তেমন কোন চাপ থাকে না। আর সংসার হয়েগেলে তখন পরিবার চালানোর চাপে ইচ্ছা থাকলেও অনেক কাজ করা হয় না। ছাত্র জীবনে আপনি ইচ্ছামত বন্ধুদের সাথে আড্ডা দিতে পারবেন, ইচ্ছামত খেলাধুলা করিতে পারবেন, ইচ্ছামত বেড়াতে পারবেন। আর যদি ছাত্রাবাস অর্থাৎ কোন ম্যাচ এ থাকেন তা হলে তো কথাই নেই। ওখানে একসাথে বন্ধুদের সাথে খাওয়া দাওয়া, বেড়ান, খেলাধুলা ইত্যাদি সব সময় আনন্দের মধ্যে থাকা যাই। এ জন্য অনেকে বলে ছাত্র জীবন যদি হয় কোন ছাত্রাবাসে তাহলে খাওয়া দাওয়ায় একটু কষ্ট হলেও বাকী সব সময় অনেক আনন্দের মধ্যে কেটে যাই।

leaves-1076307_1920.jpg

Image Source

আর বিয়ে করার মাধ্যমে আমরা সবাই সাংসারিক জীবনে প্রবেশ করি এবং শুরু হয়ে যাই বন্দি জীবন। সাংসারিক জীবনে আপনি চাইলেও ঘুরে ঘুরে কাটাতে পারবেন না। একটি চাকরি বা ব্যাবসা আপনাকে করিতেই হইবে বা ইনকাম এর কোন না কোন মাধ্যম আপনাকে রাখতে হবে। কিন্তু ছাত্র জীবনে এটার কোন প্রয়োজন পড়ে না। বাবা বাসা থেকে টাকা পাঠাবে আর আপনি নিশ্চিন্তে খরচ করবেন। সাংসারিক জীবনে চাকরী বা ব্যাবসা করার কারনে আপনি চাইলেও নিজের ইচ্ছা মত সময় অন্য কোন স্থানে ব্যায় করিতে পারিবেন না। কারন একটি নির্দিষ্ট সময় চাকরী এবং ব্যাবসায়ে দিতে হয়। বিধায় এদিক থেকে দেখলে সাংসারিক জীবনের চেয়ে ছাত্র জীবন অনেক স্বাধীন জীবন।

family-7157276_1920.jpg

Image Source

সাংসারিক জীবনে পরিবারের যাবতীয় খরচ আপনাকেই মেটাতে হবে। অতিরিক্ত কোন সাহায্য আপনি নাও পেতে পারেন। এ জন্য সব সময় পেরেসানির মধ্যে থাকতে হয়। চাকরি করার ক্ষেত্রে অফিসের কাজের জন্য সব সময় পেরেশানিতে থাকতে হয়। আর ব্যবসার ক্ষেত্রে সব সময় সচেতন থাকতে হয় যেন ব্যাবসায় লচ না হয়ে যাই। এ জন্য ছাত্র জীবনের চেয়ে সাংসারিক জীবনে অনেক পেরেশানির মধ্যে কাটাতে হয়।

সাংসারিক জীবনে সকলের মন রক্ষা করে চলতে হয়। বাবা মায়ের যেমন মন রক্ষা করিতে তেমনি স্ত্রী সন্তানের ও খেয়াল রাখতে হয়। এ জন্য আপনাকে সব সময় পরিবারের সদস্যদের খেয়াল রাখতে হয় ফলে পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখতে গিয়ে নিজের প্রতি তেমন খেয়াল রাখা হয় না। পক্ষন্তরে ছাত্র জীবনে তেমন পরিবারের প্রতি খেয়াল না রাখলেও চলে বিধায় আমি মনেকরি ছাত্র জীবন এদিক থেকে অনেক ভাল।

wallet-3548021_1920.jpg

Image Source

সাংসারিক জীবনে আপনাকে অনেক দায়িত্ব পালন করিত হয়। পিতামাতার খেদমত করার পাশাপাশি স্ত্রী সন্তানের যাবতীয় দায়িত্ব আপনার উপরেই থাকে। তাই এই দায়িত্ব পালন করিতে করিতে আপনার সারাদিন কেটে যাবে নিজে একটু বিশ্রাম নেওয়ার ও সময় পাবেন না। পক্ষান্তরে ছাত্র জীবনে পিতামাতার খেদমত না করলেও চলে এ জন্য সারাদিন ঘুমিয়ে নিশ্চিন্তে কাটালেও কোন সমস্যা নেই। তাই এদিক থেকে বিবেচনা করলে ও আমার কাছে ছাত্র জীবন অনেক বেশি পছন্দের।

উপরে আমি ছাত্র জীবন এবং সাংসারিক জীবন নিয়ে কিছ আলোচনা করেছি এবং উক্ত আলোচনায় আমার কাছে ছাত্রজীবনটি বেশি ভাল লেগেছে আপনার কোন জীবনটি বেশি পছন্দের সেটা কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে আরো নতুন ও আকর্ষণীয় পোস্ট নিয়ে হাজির হবো। ততদিন পর্যন্ত সাথেই থাকুন।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.