You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৩৯৮ | শাড়ির সাথে ব্লাউজ পিস ফ্রি, কিন্তু লুঙ্গির সাথে কিছু ফ্রি দেয় না কেন?

in আমার বাংলা ব্লগlast year

শাড়ির সাথে অবশ্যয় ব্লাউজের প্রয়োজন হয়। ছোট বেলায় দেখেছি শাড়ির সাথেই ব্লাউজের কাপড়টি ম্যাচিং করে লাগান থাকত। যেন শাড়ির সাথে ব্লাউজটি পরলে অনেক সুন্দর লাগে। নতুন করে বাজার থেকে কাপড় কিনে না বানাতে হয়। কিন্তু লুঙ্গি যেহেতু ছেলেরা পরে তাই ছেলেদের অতিরিক্ত কোন কিছু না পরলেও হয় তারপর ও নিজের টাকা খরচ করে একটি গেঞ্জি কিনে নিলে সব চাইতে ভাল হয়। কারন খালি গায়ে লুঙ্গি পরার চেয়ে সাথে একটি গেঞ্জি পরলে অনেক সুন্দর দেখাবে।