মানুষ নাকি ? ওরা তো পশু, কারণ ওরা বস্তিতে থাকে,
মানুষ হলুম আমরা, যারা গাড়ি ঘোড়ায় চড়ি ।
কী বলো পাগলের মতো ? ওরাও মানুষ ? ওদেরও খিদে আছে ?
আমি ভাবতুম নোংরা কুকুর, ডাস্টবিন ঘেঁটে বেঁচে থাকে ।
পাঁচটি বছর পরে যখন ভোটের সময় আসে,
তখন শুধুই মানুষ ওরা অন্য সময় পশু ।
দাদা আপনার সবগুলো অনু কবিতার মধ্যে এই কবিতাটি এতটা বাস্তবমুখী এত চমৎকার ভাবে কবিতার ছন্দ গুলোকে আপনি ফুটিয়ে তুলেছেন পড়ে তো একেবারে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি দাদা খুবই বাস্তব মুখী কবিতার লাইনগুলো ছিল। আসলেই কিছু মানুষ আছে যারা মানুষকে মানুষ মনে করে না তাদের প্রয়োজনে শুধু তাদেরকে মানুষ হিসাবে সাময়িক গণ্য করেন। এদেরকে আমরা সবাই চিনি তারপরও কেন জানি আমরা এদের পিছনে দৌড়ায়। আমার কাছে বিষয়টা খুব খারাপ লাগে, তাই আমি এসব রাজনীতি মধ্যে নেই
Thank You for sharing...