RE: ফোটোগ্রাফি পোস্ট : গ্রামে ঘুরতে গিয়ে কিছু দৃশ্য ক্যাপচার করে আনলাম
দাদা, ছবিগুলো দেখে মনে হচ্ছে অনেক বড় করেই পিকনিকটা করা হয়েছিল। সেই শীতের সকালে গ্রামের সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা। শহরে শীত ঋতুর সৌন্দর্য খুব একটা বেশি উপভোগ করা যায় না, কিন্তু গ্রামে যেন পরিবেশটা পাল্টে যায়, সুন্দর এবং মনোরম হয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য। বিশেষ করে দাদা শীতের সকাল এখন অনেক বেশি মিস করি। শীতের সকালে সেই ঘন কুয়াশার মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করা এবং বিভিন্ন ধরনের পিঠা তো আছেই। তবে দাদা জিলাপি ভাজার ছবি দেখে জিভে জল চলে আসলো, কতদিন এই গরম গরম জেলাপি খাই না। সর্বোপরি আপনার ছবিগুলো অনেক চমৎকার ছিল দাদা। গ্রামেগঞ্জে গেলে এখনো সেই বিভিন্ন ধরনের ফলমূলের গাছের দেখতে পাওয়া যায়। যেমনটা আপনি শেয়ার করেছেন, খেজুরের গাছ এবং কুলবরাইয়ের গাছের ছবি। তবে দাদা সব থেকে ভালো লেগেছে সকলের ছবিটি, যেখানে সূর্য উদয় হচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।।